অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলায় হস্তক্ষেপ করবে ফ্রান্স। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা গাম্বিয়া বনাম মিয়ানমারের মধ্যকার মামলায় (রোহিঙ্গা গণহত্যা মামলা) হস্তক্ষেপের সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স। ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।’
আন্তর্জাতিক অপরাধ আদালত মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে দায়ের করা রোহিঙ্গা গণহত্যার মামলার শুনানি করছে। মামলাটি দায়ের করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া।
মিয়ানমার থেকে প্রায় ১২ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই কক্সবাজারের একাধিক আশ্রয়শিবির এবং নোয়াখালীর ভাসানচর বসবাস করছে। এদের অধিকাংশই ২০১৭ সালের আগস্ট মাস থেকে শুরু করা মিয়ানমারের জান্তাবাহিনীর নির্মূল অভিযানের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে।
এর আগে ২০১৭ সালে যখন রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছিলেন। মাখোঁ বলেছিলেন, ‘ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য এবং অংশীদারদের সঙ্গে মিলে চলমান গণহত্যা এবং জাতিগত নির্মূল অভিযানের নিন্দা প্রস্তাব আনবে।’ সে সময় মাখোঁ রোহিঙ্গাদের আশ্রয় এবং মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘উভয় দেশই (বাংলাদেশ এবং ফ্রান্স) আন্তর্জাতিক আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মিয়ানমারে অভ্যন্তরে এমন পরিস্থিতি তৈরি করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরার ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যাতে রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে তাদের জন্মভূমিতে দ্রুত ফেরানো যায়।’
এ ছাড়া প্যারিস রোহিঙ্গাদের সহায়তার জন্য অতিরিক্ত ১০ লাখ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে।
বিগত ৩৩ বছরের মধ্যে মাখোঁই প্রথম ফরাসি প্রেসিডেন্ট, যিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। তাঁর আগে ১৯৯০ সালের দিকে ফ্রাঁসোয়া মিতেরা বাংলাদেশ সফরে এসেছিলেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলায় হস্তক্ষেপ করবে ফ্রান্স। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা গাম্বিয়া বনাম মিয়ানমারের মধ্যকার মামলায় (রোহিঙ্গা গণহত্যা মামলা) হস্তক্ষেপের সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স। ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।’
আন্তর্জাতিক অপরাধ আদালত মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে দায়ের করা রোহিঙ্গা গণহত্যার মামলার শুনানি করছে। মামলাটি দায়ের করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া।
মিয়ানমার থেকে প্রায় ১২ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশই কক্সবাজারের একাধিক আশ্রয়শিবির এবং নোয়াখালীর ভাসানচর বসবাস করছে। এদের অধিকাংশই ২০১৭ সালের আগস্ট মাস থেকে শুরু করা মিয়ানমারের জান্তাবাহিনীর নির্মূল অভিযানের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে।
এর আগে ২০১৭ সালে যখন রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ বলে আখ্যা দিয়েছিলেন। মাখোঁ বলেছিলেন, ‘ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য এবং অংশীদারদের সঙ্গে মিলে চলমান গণহত্যা এবং জাতিগত নির্মূল অভিযানের নিন্দা প্রস্তাব আনবে।’ সে সময় মাখোঁ রোহিঙ্গাদের আশ্রয় এবং মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘উভয় দেশই (বাংলাদেশ এবং ফ্রান্স) আন্তর্জাতিক আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মিয়ানমারে অভ্যন্তরে এমন পরিস্থিতি তৈরি করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরার ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যাতে রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে তাদের জন্মভূমিতে দ্রুত ফেরানো যায়।’
এ ছাড়া প্যারিস রোহিঙ্গাদের সহায়তার জন্য অতিরিক্ত ১০ লাখ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে।
বিগত ৩৩ বছরের মধ্যে মাখোঁই প্রথম ফরাসি প্রেসিডেন্ট, যিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। তাঁর আগে ১৯৯০ সালের দিকে ফ্রাঁসোয়া মিতেরা বাংলাদেশ সফরে এসেছিলেন।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৫ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৭ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৮ ঘণ্টা আগে