নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন। আর তাঁর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। তাঁর বাবার নাম আলতু মিয়া।
ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলার একটি বাথরুমের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
তুষ্টিসহ চার শিক্ষার্থী মিলে ওই ভবনের নিচতলায় একটি বাসায় সাবলেট থাকতেন জানিয়ে সাইফুল আরও জানান, সকালে তাঁর রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন তুষ্টি। এ ছাড়া তাঁর ঠান্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।’
মৃতের রুমমেট সুমাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল নিউমার্কেটে বৃষ্টিতে ভিজেছেন তাঁরা। এর পর থেকে অসুস্থ বোধ করছিলেন তুষ্টি। গতকাল বিকেলের পর বাসা থেকে বের হননি। আগে থেকেই ঠান্ডার সমস্যা ছিল। সকালে বাথরুমে ঢোকেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা নক করি। তাতেও কাজ হয় না। এদিকে পানির কলও খোলা ছিল। পরে ৯৯৯–এ কল দিই। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁকে।’
ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন। আর তাঁর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। তাঁর বাবার নাম আলতু মিয়া।
ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলার একটি বাথরুমের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
তুষ্টিসহ চার শিক্ষার্থী মিলে ওই ভবনের নিচতলায় একটি বাসায় সাবলেট থাকতেন জানিয়ে সাইফুল আরও জানান, সকালে তাঁর রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন তুষ্টি। এ ছাড়া তাঁর ঠান্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।’
মৃতের রুমমেট সুমাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল নিউমার্কেটে বৃষ্টিতে ভিজেছেন তাঁরা। এর পর থেকে অসুস্থ বোধ করছিলেন তুষ্টি। গতকাল বিকেলের পর বাসা থেকে বের হননি। আগে থেকেই ঠান্ডার সমস্যা ছিল। সকালে বাথরুমে ঢোকেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা নক করি। তাতেও কাজ হয় না। এদিকে পানির কলও খোলা ছিল। পরে ৯৯৯–এ কল দিই। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁকে।’
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৪ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৬ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৭ ঘণ্টা আগে