নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার ১৩ দিনের জন্য মাঠে নেমেছেন পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। সশস্ত্র বাহিনীর সদস্যরা নামবেন আগামী ৩ জানুয়ারি। তাঁরাও মাঠে থাকবেন ১০ জানুয়ারি পর্যন্ত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসারের প্রায় সাড়ে সাত লাখ সদস্য। নির্বাচনের আগে, পরে ও ভোটের দিন নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবেন তাঁরা। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান চালাবেন। ভোলা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনার ৪৩টি উপকূলীয় ইউনিয়নে কোস্ট গার্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন যেভাবে ব্যবস্থা নেবে, আমাদের নিরাপত্তা বাহিনী সেভাবেই কাজ করবে।’
ইতিমধ্যে প্রায় ২৫টি আসনে বিভিন্ন সহিংসতার খবর সংবাদমাধ্যমে এসেছে। গতকাল বরিশালে একজনসহ তফসিল ঘোষণার পর থেকে সহিংসতায় চারজন নিহত হয়েছেন। আজকের পত্রিকার সারা দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রচার ঘিরে গত ১১ দিনে ১২০ স্থানে সংঘাত হয়েছে।
গতকাল রাজধানীসহ সারা দেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন সদস্য থাকেন। বিজিবির সদর দপ্তর গতকাল বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
র্যাব সূত্র বলছে, নির্বাচনী সহিংসতা ঠেকাতে চট্টগ্রাম, কক্সবাজার, মাদারীপুর, যশোর, টাঙ্গাইলের বিভিন্ন জেলায় অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের র্যাবের সদস্যরা আরও সতর্ক অবস্থায় থেকে গুরুত্বসহ কাজ করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার ১৩ দিনের জন্য মাঠে নেমেছেন পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। সশস্ত্র বাহিনীর সদস্যরা নামবেন আগামী ৩ জানুয়ারি। তাঁরাও মাঠে থাকবেন ১০ জানুয়ারি পর্যন্ত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসারের প্রায় সাড়ে সাত লাখ সদস্য। নির্বাচনের আগে, পরে ও ভোটের দিন নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবেন তাঁরা। একই সঙ্গে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান চালাবেন। ভোলা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম ও খুলনার ৪৩টি উপকূলীয় ইউনিয়নে কোস্ট গার্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন যেভাবে ব্যবস্থা নেবে, আমাদের নিরাপত্তা বাহিনী সেভাবেই কাজ করবে।’
ইতিমধ্যে প্রায় ২৫টি আসনে বিভিন্ন সহিংসতার খবর সংবাদমাধ্যমে এসেছে। গতকাল বরিশালে একজনসহ তফসিল ঘোষণার পর থেকে সহিংসতায় চারজন নিহত হয়েছেন। আজকের পত্রিকার সারা দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রচার ঘিরে গত ১১ দিনে ১২০ স্থানে সংঘাত হয়েছে।
গতকাল রাজধানীসহ সারা দেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন সদস্য থাকেন। বিজিবির সদর দপ্তর গতকাল বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
র্যাব সূত্র বলছে, নির্বাচনী সহিংসতা ঠেকাতে চট্টগ্রাম, কক্সবাজার, মাদারীপুর, যশোর, টাঙ্গাইলের বিভিন্ন জেলায় অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের র্যাবের সদস্যরা আরও সতর্ক অবস্থায় থেকে গুরুত্বসহ কাজ করছেন।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৬ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৮ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৮ ঘণ্টা আগে