নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশি কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিদেশ থেকে চাপ আসার ব্যাপারে সরকার কি মনে করছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো দেখছি না, আপনি কোথায় দেখছেন আমি জানি না। আমাদের কাছে কোনো চাপ নেই।’
সারা দেশে বিদেশি চাপ নিয়ে আলোচনা হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনায় অনেকে অনেক কিছুই বলে। সেই সব আলোচনার কোনো মানে নেই।’
নির্বাচনের পর বিদেশিদের সম্পর্কে ভাটা পড়বে এমনটাই আশঙ্কা ছিল অনেকের। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাপে পড়ব কেন? আমাদের দেশ স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর নীতি ‘‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’’ আমরা তা ফলো করছি। আমরা মনে করি, সবাই আমাদের বন্ধু। কেউ যদি অন্য কিছু মনে করেন, সেটা সম্পর্কে আমাদের কিছু বলার নেই।’
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্ব চলমান থাকবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে হাইকমিশনার এ কথা বলেন। হাইকমিশনার বলেন, দুই দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারতের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে এক সঙ্গে কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে বিএসএফ ও বিজিবি সম্পর্ক আরও ধীর করার বিষয়ে আলোচনা হয়েছে। তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক নিয়ে আরও ট্রেনিং দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাঁরা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ট্রান্স ন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম-এগুলো যত কমানো যায়, এটা নিয়ে যাতে ইন্টেলিজেন্স শেয়ারিং হয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
ভিসা জটিলতা নিয়ে কোনো কথা হয়েছে কি না—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের স্টাফ-অফিসার কম। সে জন্য তাঁরা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছেন। তারপরও হাইকমিশনার জানিয়েছেন ২০২৩ সালে ১৬ লাখের বেশি লোককে নতুন ভিসা দিয়েছেন। একদিনে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছেন।’
বিদেশি কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
বিদেশ থেকে চাপ আসার ব্যাপারে সরকার কি মনে করছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো দেখছি না, আপনি কোথায় দেখছেন আমি জানি না। আমাদের কাছে কোনো চাপ নেই।’
সারা দেশে বিদেশি চাপ নিয়ে আলোচনা হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনায় অনেকে অনেক কিছুই বলে। সেই সব আলোচনার কোনো মানে নেই।’
নির্বাচনের পর বিদেশিদের সম্পর্কে ভাটা পড়বে এমনটাই আশঙ্কা ছিল অনেকের। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাপে পড়ব কেন? আমাদের দেশ স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর নীতি ‘‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’’ আমরা তা ফলো করছি। আমরা মনে করি, সবাই আমাদের বন্ধু। কেউ যদি অন্য কিছু মনে করেন, সেটা সম্পর্কে আমাদের কিছু বলার নেই।’
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্ব চলমান থাকবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে হাইকমিশনার এ কথা বলেন। হাইকমিশনার বলেন, দুই দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, ভারতের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে এক সঙ্গে কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারের সঙ্গে বিএসএফ ও বিজিবি সম্পর্ক আরও ধীর করার বিষয়ে আলোচনা হয়েছে। তাদের সাইবার সিকিউরিটি, সাইবার ফরেনসিক নিয়ে আরও ট্রেনিং দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাঁরা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ট্রান্স ন্যাশনাল ক্রাইম, বর্ডার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম-এগুলো যত কমানো যায়, এটা নিয়ে যাতে ইন্টেলিজেন্স শেয়ারিং হয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
ভিসা জটিলতা নিয়ে কোনো কথা হয়েছে কি না—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁদের স্টাফ-অফিসার কম। সে জন্য তাঁরা অ্যাপয়েন্টমেন্টটা একটু দেরিতে দিচ্ছেন। তারপরও হাইকমিশনার জানিয়েছেন ২০২৩ সালে ১৬ লাখের বেশি লোককে নতুন ভিসা দিয়েছেন। একদিনে সর্বোচ্চ সাত হাজার পর্যন্ত ভিসা দিয়েছেন।’
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৩ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৪ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৫ ঘণ্টা আগে