বিশেষ প্রতিনিধি, ঢাকা
অপরিণত ও স্বল্প ওজনের নবজাতকের চোখে অন্ধত্ব বয়ে আনতে পারে রেটিনোপ্যাথী অব প্রিম্যাচুরিটি (আরওপি)। যখন নবজাতকেরা মাতৃগর্ভে ৩৫ সপ্তাহের আগেই জন্ম নেয় এবং তাদের ওজন যখন ২০০০ গ্রামের বা ২ কেজির নিচে থাকে। এদের বাঁচিয়ে রাখাতে নিউন্যাটোলজি বা এনআইসিইউতে রাখা হলে এই রোগটি দেখা যায়। আরওপি ও অন্যান্য চোখের সমস্যার কারণে দেশে বছরে ৪০ হাজার শিশু অন্ধত্ব বরণ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত ‘রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি’ শীর্ষক মাসিক সেন্ট্রাল সেমিনার এই তথ্য জানানো হয়।
আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের নিউন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্চয় কুমার দে ‘আরওপি: এ চ্যালেঞ্চ ফর ইনট্যাক্ট সারভাইভাল অফ প্রিটার্ম নিউবর্ন’ এবং চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ‘আরওপি: ব্লাইন্ডিং অব নিউন্যাটোস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় জানানো হয়, এই রোগটির বিশেষ দিক হল, জন্মের সময় নবজাতক এ রোগে আক্রান্ত থাকে না। এমনকি জন্মগ্রহণের প্রথম ১৪ বা ১৫ দিনের মধ্যে রোগটি নবজাতকদের হয় না। যখন এই রোগটি শনাক্তের সঙ্গে সঙ্গে চিকিৎসা না হলে নবজাতকরা অন্ধ হয়ে যেতে পারে।
২০০০ গ্রামের নিচে বা ৩৫ সপ্তাহের আগে জন্ম নেওয়া নবজাতকদে ৩০ দিনের ভেতর অনন্ত একবার চক্ষু পরীক্ষা করতে হবে। যারা ২৮ সপ্তাহের আগে হয়েছে এবং ১২০০ গ্রামের নিচে ওজন নিয় জন্ম নেয় তাদের ক্ষেত্রে এই স্ক্রিনিংয় নির্ধারণ করা হয়েছে। কারণ এদের ক্ষেত্রে আরও আগেই যদি রোগটি চিকিৎসা না হয়, তাহলে তারা শিগগিরই অন্ধত্বের দিকে যেতে পারে।
গবেষণায় দেখা গেছে, দেশের ২৩ দশমিক ৭ শতাংশ নবজাতক আরওপি আক্রান্ত। আরওপি চিকিৎসায় ভালো হয়। তবে যাদের ক্ষেত্রে চিকিৎসায় আরওপি ভাল হবে না, তারা অন্ধ হয়ে যায়। সেই অন্ধত্ব অনিবারণযোগ্য।
গবেষণায় দেখা গেছে, যেসব নবজাতক সময়ের আগে জন্মায়, অতিরিক্ত অক্সিজেন পায়, সংক্রমণে ভোগে, মেকানিক্যাল ভেন্টিলেশন সেবা পায়, যাদের বার বার রক্ত সঞ্চালন করা হয়, তারা আরওপি ঝুঁকিতে থাকে।
আরওপি স্ক্রিনিং কম বয়সেই নির্ণয় করা যায়। এই বিশ্ববিদ্যালয়ে নবজাতক বিভাগ ২০১৩ সাল থেকে চক্ষু বিভাগের সঙ্গে আরওপি স্ক্রিনিং এবং চিকিৎসা দিয়ে আসছে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আরওপি অনেকের কাছে নতুন। নবজাতকদের যখনই অক্সিজেন বেশি দেয়া হয় তখনই এটি বেশি হয়। আজকাল কিছু সিজারিয়ান সেকশন সময়ের আগে করা হয়, টেস্ট টিউব বেবির মা ও শিশুর সুস্থতায় আরলি সিজারিয়ান সেকশন করা হয়। এ সব নবজাতকদের মধ্যে অনেক শিশু আরওপি রোগে আক্রান্তের আশঙ্কা থাকে।
বিশ্ববিদ্যালয়ে আরওপি সেন্টার প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৫৯৬ জন রোগী এসেছে। যার মধ্যে ২৩ দশমিক ৭ শতাংশের আরপি শনাক্ত হয়।
অপরিণত ও স্বল্প ওজনের নবজাতকের চোখে অন্ধত্ব বয়ে আনতে পারে রেটিনোপ্যাথী অব প্রিম্যাচুরিটি (আরওপি)। যখন নবজাতকেরা মাতৃগর্ভে ৩৫ সপ্তাহের আগেই জন্ম নেয় এবং তাদের ওজন যখন ২০০০ গ্রামের বা ২ কেজির নিচে থাকে। এদের বাঁচিয়ে রাখাতে নিউন্যাটোলজি বা এনআইসিইউতে রাখা হলে এই রোগটি দেখা যায়। আরওপি ও অন্যান্য চোখের সমস্যার কারণে দেশে বছরে ৪০ হাজার শিশু অন্ধত্ব বরণ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত ‘রেটিনোপ্যাথি অব প্রিম্যাচুরিটি’ শীর্ষক মাসিক সেন্ট্রাল সেমিনার এই তথ্য জানানো হয়।
আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের নিউন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্চয় কুমার দে ‘আরওপি: এ চ্যালেঞ্চ ফর ইনট্যাক্ট সারভাইভাল অফ প্রিটার্ম নিউবর্ন’ এবং চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ‘আরওপি: ব্লাইন্ডিং অব নিউন্যাটোস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় জানানো হয়, এই রোগটির বিশেষ দিক হল, জন্মের সময় নবজাতক এ রোগে আক্রান্ত থাকে না। এমনকি জন্মগ্রহণের প্রথম ১৪ বা ১৫ দিনের মধ্যে রোগটি নবজাতকদের হয় না। যখন এই রোগটি শনাক্তের সঙ্গে সঙ্গে চিকিৎসা না হলে নবজাতকরা অন্ধ হয়ে যেতে পারে।
২০০০ গ্রামের নিচে বা ৩৫ সপ্তাহের আগে জন্ম নেওয়া নবজাতকদে ৩০ দিনের ভেতর অনন্ত একবার চক্ষু পরীক্ষা করতে হবে। যারা ২৮ সপ্তাহের আগে হয়েছে এবং ১২০০ গ্রামের নিচে ওজন নিয় জন্ম নেয় তাদের ক্ষেত্রে এই স্ক্রিনিংয় নির্ধারণ করা হয়েছে। কারণ এদের ক্ষেত্রে আরও আগেই যদি রোগটি চিকিৎসা না হয়, তাহলে তারা শিগগিরই অন্ধত্বের দিকে যেতে পারে।
গবেষণায় দেখা গেছে, দেশের ২৩ দশমিক ৭ শতাংশ নবজাতক আরওপি আক্রান্ত। আরওপি চিকিৎসায় ভালো হয়। তবে যাদের ক্ষেত্রে চিকিৎসায় আরওপি ভাল হবে না, তারা অন্ধ হয়ে যায়। সেই অন্ধত্ব অনিবারণযোগ্য।
গবেষণায় দেখা গেছে, যেসব নবজাতক সময়ের আগে জন্মায়, অতিরিক্ত অক্সিজেন পায়, সংক্রমণে ভোগে, মেকানিক্যাল ভেন্টিলেশন সেবা পায়, যাদের বার বার রক্ত সঞ্চালন করা হয়, তারা আরওপি ঝুঁকিতে থাকে।
আরওপি স্ক্রিনিং কম বয়সেই নির্ণয় করা যায়। এই বিশ্ববিদ্যালয়ে নবজাতক বিভাগ ২০১৩ সাল থেকে চক্ষু বিভাগের সঙ্গে আরওপি স্ক্রিনিং এবং চিকিৎসা দিয়ে আসছে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আরওপি অনেকের কাছে নতুন। নবজাতকদের যখনই অক্সিজেন বেশি দেয়া হয় তখনই এটি বেশি হয়। আজকাল কিছু সিজারিয়ান সেকশন সময়ের আগে করা হয়, টেস্ট টিউব বেবির মা ও শিশুর সুস্থতায় আরলি সিজারিয়ান সেকশন করা হয়। এ সব নবজাতকদের মধ্যে অনেক শিশু আরওপি রোগে আক্রান্তের আশঙ্কা থাকে।
বিশ্ববিদ্যালয়ে আরওপি সেন্টার প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৫৯৬ জন রোগী এসেছে। যার মধ্যে ২৩ দশমিক ৭ শতাংশের আরপি শনাক্ত হয়।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
২ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৪ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৫ ঘণ্টা আগে