নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস এবং এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এর আগের বকেয়া পরিশোধ করতেও বলা হয়েছে। তবে রাষ্ট্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে জরুরি রপ্তানি থাকলে সে ক্ষেত্রে কারখানা খোলা রাখতে পারবেন মালিকেরা।
আজ সোমবার রাজধানীর শ্রম ভবনে সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভা এবং আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ১২তম সভায় এসব নির্দেশনা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা মালিকরাও ছুটি ঘোষণা করবেন। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর আগামী ২ বা ৩ মে উদ্যাপিত হবে। সরকারি ছুটির শুরুর আগেই বোনাস, মার্চ মাসের বেতন, বকেয়া এবং চলতি মাসের ১৫ দিনের বেতন প্রদান করতে হবে।’ তবে কত তারিখের মধ্যে দিতে হবে তা তিনি বলেননি।
সভায় ২০ রমজানের আগেই পোশাককারখানার শ্রমিকদের বোনাস দেওয়ার দাবি জানিয়ে শ্রমিক নেতা নাজমা বলেন, ‘এই সময়ের বোনাস পেলে শ্রমিকেরা নিজের ও পরিবারের জন্য ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করতে পারবেন। আবার ২৭ রমজানের আগেই এপ্রিল মাসের ন্যূনতম ১৫ দিনের বেতন দিতে হবে। এটা করতে পারলে শ্রমিকেরা নিজ পরিবারের সঙ্গে গ্রামে উৎসব উদ্যাপন করতে পারবেন।’
শ্রমিক নেতা রাশেদুল হক রাজু বলেন, ‘নিত্যপণ্যের দাম বেড়ে তা শ্রমিকদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। টিসিবির মাধ্যমে শ্রমিকদের পণ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ঈদে বাসের ভাড়া না বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনতে হবে।’
সভায় অন্যান্যদের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-এলাহী, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মাহমুদ, বিজিএমইএয়ের সহসভাপতি নাসির হোসেন, বিকেএমইএয়ের প্রতিনিধি ফারজানা শামীমা, শ্রমিক নেতা সুলতান আহমেদ, ফিরোজ হোসাইন, নয়মুর হাসান জুয়েল, সড়ক-মহাসড়ক বিভাগের প্রতিনিধি সুলতানা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস এবং এপ্রিল মাসের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এর আগের বকেয়া পরিশোধ করতেও বলা হয়েছে। তবে রাষ্ট্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে জরুরি রপ্তানি থাকলে সে ক্ষেত্রে কারখানা খোলা রাখতে পারবেন মালিকেরা।
আজ সোমবার রাজধানীর শ্রম ভবনে সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভা এবং আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ১২তম সভায় এসব নির্দেশনা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা মালিকরাও ছুটি ঘোষণা করবেন। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর আগামী ২ বা ৩ মে উদ্যাপিত হবে। সরকারি ছুটির শুরুর আগেই বোনাস, মার্চ মাসের বেতন, বকেয়া এবং চলতি মাসের ১৫ দিনের বেতন প্রদান করতে হবে।’ তবে কত তারিখের মধ্যে দিতে হবে তা তিনি বলেননি।
সভায় ২০ রমজানের আগেই পোশাককারখানার শ্রমিকদের বোনাস দেওয়ার দাবি জানিয়ে শ্রমিক নেতা নাজমা বলেন, ‘এই সময়ের বোনাস পেলে শ্রমিকেরা নিজের ও পরিবারের জন্য ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করতে পারবেন। আবার ২৭ রমজানের আগেই এপ্রিল মাসের ন্যূনতম ১৫ দিনের বেতন দিতে হবে। এটা করতে পারলে শ্রমিকেরা নিজ পরিবারের সঙ্গে গ্রামে উৎসব উদ্যাপন করতে পারবেন।’
শ্রমিক নেতা রাশেদুল হক রাজু বলেন, ‘নিত্যপণ্যের দাম বেড়ে তা শ্রমিকদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। টিসিবির মাধ্যমে শ্রমিকদের পণ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ঈদে বাসের ভাড়া না বাড়ানোর বিষয়টি বিবেচনায় আনতে হবে।’
সভায় অন্যান্যদের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-এলাহী, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মাহমুদ, বিজিএমইএয়ের সহসভাপতি নাসির হোসেন, বিকেএমইএয়ের প্রতিনিধি ফারজানা শামীমা, শ্রমিক নেতা সুলতান আহমেদ, ফিরোজ হোসাইন, নয়মুর হাসান জুয়েল, সড়ক-মহাসড়ক বিভাগের প্রতিনিধি সুলতানা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
১৬ মিনিট আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৩২ মিনিট আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
১ ঘণ্টা আগেঅল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ‘সেনপাই’ আরাফাত রহমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাংসিত ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অল এশিয়া ফুল কন্টাক্ট খিউকুশিন কারাতে চ্যাম্পিয়নশিপের ১৯-তম আসর।
১ ঘণ্টা আগে