বিশেষ প্রতিনিধি, ঢাকা
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ে মেরামতের জন্য আগামী ১ থেকে ১৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত রাত ১টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ের কার্যক্রম ৩ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকবে। এই সময়ে বিমানবন্দরের সেন্ট্রাল লাইন লাইট, রানওয়ে টার্চ ডাউন, সেভেন ওয়ান লাইট, রানওয়ে-১৪ ও ৩২–এর স্টপ ওয়ে লাইটিং সিস্টেম ইনস্টলেশন এবং রানওয়ে মেইনটেনেন্সের (সিভিল) কাজ সম্পন্ন করা হবে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
ফলে ফ্লাইট সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ–সংক্রান্ত সব এয়ারলাইন ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্মানিত যাত্রীদের তাঁদের ফ্লাইট সূচি পুনর্নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিমানবন্দরের পক্ষ থেকে মেরামতের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ে মেরামতের জন্য আগামী ১ থেকে ১৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত রাত ১টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ের কার্যক্রম ৩ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকবে। এই সময়ে বিমানবন্দরের সেন্ট্রাল লাইন লাইট, রানওয়ে টার্চ ডাউন, সেভেন ওয়ান লাইট, রানওয়ে-১৪ ও ৩২–এর স্টপ ওয়ে লাইটিং সিস্টেম ইনস্টলেশন এবং রানওয়ে মেইনটেনেন্সের (সিভিল) কাজ সম্পন্ন করা হবে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
ফলে ফ্লাইট সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ–সংক্রান্ত সব এয়ারলাইন ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্মানিত যাত্রীদের তাঁদের ফ্লাইট সূচি পুনর্নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিমানবন্দরের পক্ষ থেকে মেরামতের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্র
৭ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তাঁদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।
১২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অফ পার্টিস-২৯(কপ২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
১২ ঘণ্টা আগেবিচারপতি এম এ মতিন বলেছেন, ‘জনগণের প্রতিনিধিদের নিয়ে দেশ পরিচালিত হবে—এটাই স্বাভাবিক, এর কোনো ব্যত্যয় হওয়া উচিত নয়। কিন্তু দেশের ন্যূনতম কোনো সংস্কার না করে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া অনেকে নিরাপদ বোধ করছে না। ভালো নির্বাচন হলেও স্বৈরতন্ত্র আসবে না, তার গ্যারান্টি নেই
১৪ ঘণ্টা আগে