নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রবীণ রাজনীতিক ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত হয়।
সংসদীয় দলের সভা শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে মতিয়া চৌধুরী উপনেতা— এটাই চূড়ান্ত।’
এ ছাড়া সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক প্রচারের নির্দেশনা দিয়েছেন বলে জানান হাছান মাহমুদ।
আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় দলের সভায় উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন। পরে চিফ হুইপ ও সংসদীয় দলের সেক্রেটারি নূর-ই আলম চৌধুরী প্রস্তাবের সমর্থন করেন।
আওয়ামী লীগ উপনেতা মনোনয়নের বিষয়টি স্পিকারকে জানানোর পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় সংসদের স্পিকার তাঁকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেবেন। পরে সংসদ সচিবালয়ের সচিব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবেন।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তারপর থেকে পদটি ফাঁকা আছে।
দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মতিয়া চৌধুরী। দলটি বিরোধী দলে থাকা অবস্থায় তাঁকে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে দেখা গেছে। মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানবিরোধী আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন তিনি। রাজপথের লড়াই-সংগ্রামের কারণে তিনি ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া চৌধুরীর ছাত্রজীবন থেকে এখনো রাজনীতিই আঁকড়ে আছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রবীণ রাজনীতিক ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত হয়।
সংসদীয় দলের সভা শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে মতিয়া চৌধুরী উপনেতা— এটাই চূড়ান্ত।’
এ ছাড়া সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক প্রচারের নির্দেশনা দিয়েছেন বলে জানান হাছান মাহমুদ।
আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় দলের সভায় উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন। পরে চিফ হুইপ ও সংসদীয় দলের সেক্রেটারি নূর-ই আলম চৌধুরী প্রস্তাবের সমর্থন করেন।
আওয়ামী লীগ উপনেতা মনোনয়নের বিষয়টি স্পিকারকে জানানোর পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় সংসদের স্পিকার তাঁকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেবেন। পরে সংসদ সচিবালয়ের সচিব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবেন।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তারপর থেকে পদটি ফাঁকা আছে।
দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মতিয়া চৌধুরী। দলটি বিরোধী দলে থাকা অবস্থায় তাঁকে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে দেখা গেছে। মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানবিরোধী আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন তিনি। রাজপথের লড়াই-সংগ্রামের কারণে তিনি ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া চৌধুরীর ছাত্রজীবন থেকে এখনো রাজনীতিই আঁকড়ে আছেন।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৪ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৬ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৭ ঘণ্টা আগে