নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দায়িত্ব পালনের সময় মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করবেন। কারও কাছে নতজানু করে থাকবেন না। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপে তিনি এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার চারটি দলের সঙ্গে সংলাপের কথা থাকলেও অংশ নিয়েছে জাকের পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ। বর্জন করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় দলটি সময় আবেদন করেছে।
এদিন বেলা আড়াইটায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন দল কৃষক শ্রমিক জনতা লীগ সিইসিসহ অন্য কমিশনারদের সঙ্গে আলোচনায় বসে। এ সময় বিএনপি-আওয়ামী লীগকে বেশি সময় দেওয়া আর অন্য দলকে এক ঘণ্টা সংলাপের জন্য বরাদ্দ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কাদের সিদ্দিকী। সে সঙ্গে অতীত নির্বাচন কমিশনগুলোর ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। বক্তব্যের একপর্যায়ে সিইসিকে মেরুদণ্ড শক্ত করে দায়িত্ব পালনের পরামর্শ দেন কাদের সিদ্দিকী।
পরে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘মেরুদণ্ড বাঁকা করে না, নতজানু করে না, আমরা মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করব। কামিয়াব কতটুকু হব, সেটা আল্লাহ পাক জানেন।’
নিজের বক্তব্য রাখার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে আনেন। এ ছাড়া অন্য কমিশনের সমালোচনাও করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ‘গত নির্বাচনে নির্বাচন কমিশন সমস্ত দেশকে ডুবিয়েছে। তার আগের জনও তাই করেছেন। তার আগের জনও কম বেশি তাই করেছেন। আমার দেখা মতে, আবু হেনার মতো শক্তিশালী মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশনার দ্বিতীয় কেউ হননি।’
এ ছাড়া ইভিএম নিয়েও কথা বলেন কাদের সিদ্দিকী। ইসির সংলাপে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের ইভিএমের ত্রুটি সংক্রান্ত বক্তব্য দেওয়ায় সমালোচনা করেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, ‘ইভিএমে ত্রুটি দেখাতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে এমন বক্তব্য কমিশন দিতে পারে না। আমাকে এখন মেশিন এনে দিন। এখনই ত্রিশটি ভুল দেখাতে পারব।’
পরে অবশ্য সিইসি বলেছেন, ‘এটা ভুলে একজন নির্বাচন কমিশনার দিয়ে ফেলেছেন। আমার মুখ থেকে এমন শব্দ আমি উচ্চারণও করিনি। এটা বিভ্রান্তি।’
কাজী হাবিবুল আউয়াল তাঁর সমাপনী বক্তব্যে তরুণ প্রজন্মকে রাজনীতির দায়িত্ব নিতে হবে জানিয়ে বলেন, ‘সময় পাল্টে গেছে, এটাই বোধ হয় বাস্তবতা। তরুণ প্রজন্মকে রাজনীতির দায়িত্ব নিতে হবে। রাজনীতি থেকে গণতন্ত্রের বিস্তৃতি হয়েছে। গণতন্ত্র নির্বাচনের জন্ম দিয়েছে। নির্বাচন পদ্ধতির জন্ম দিয়েছে। তাই আমি মনে করি যারা রাজনৈতিক নেতা দেশের, আপনাদের যে দায়িত্ব আপনাদের প্রতি আমাদের যে আস্থা, সম্মান এবং ভরসা, সেটা আমরা অক্ষুণ্ন রাখতে চাই।’
নির্বাচনকালে সংবিধান, আইন ও বিধিবিধানের আলোকে ক্ষমতা প্রয়োগ করবে বলেও জানান সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে নির্বাচনের সময় সাহসিকতার সঙ্গে তার যে সক্ষমতা এবং শক্তি, সেটা প্রদর্শন করতে হবে বলে আপনারা বলেছেন। আমরা আশ্বস্ত করতে চাই, আমরা সেই চেষ্টাটা অবশ্যই করব।’
এর আগে বেলা ১২টায় ইসি সংলাপে বসে জাকের পার্টির সঙ্গে। এ দলটির সঙ্গে আলোচনার সময়ও ইভিএম প্রসঙ্গ উঠে আসে। এ সময় কাজী হাবিবুল আউয়াল জানান, ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এখন পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, ইভিএম হ্যাকিং কোনোভাবেই সম্ভব নয়।
সিইসি বলেন, ‘ইভিএমের হ্যাকিংটা কোনোভাবেই সম্ভব না। কারণ এটার সঙ্গে ইন্টারনেট সংযোগ নেই। এটা নিয়ে বহু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছি। বাইরে অনেক কথা চাউর আছে যে হ্যাকিং হতে পারে, কারচুপি হতে পারে। কিন্তু আমরা এ পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ পাইনি।’
বুধবার নবম দিনে এসে ৩২টি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও সর্বশেষ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ‘না’ করে দেওয়ায় বুধবার পর্যন্ত সংলাপে অংশ নেওয়া দলের সংখ্যা দাঁড়ায় ২৩ টি। সংলাপ বর্জন করেছে ৮টি রাজনৈতিক দল। এ ছাড়া আরেকটি দল সময় বাড়ানোর জন্য অনুরোধ করছে। এরপরও আরও ৭ দলের সঙ্গে ইসির সংলাপে বসার কথা রয়েছে, যা চলবে এ মাসের শেষ দিন পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দায়িত্ব পালনের সময় মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করবেন। কারও কাছে নতজানু করে থাকবেন না। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপে তিনি এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার চারটি দলের সঙ্গে সংলাপের কথা থাকলেও অংশ নিয়েছে জাকের পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ। বর্জন করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় দলটি সময় আবেদন করেছে।
এদিন বেলা আড়াইটায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন দল কৃষক শ্রমিক জনতা লীগ সিইসিসহ অন্য কমিশনারদের সঙ্গে আলোচনায় বসে। এ সময় বিএনপি-আওয়ামী লীগকে বেশি সময় দেওয়া আর অন্য দলকে এক ঘণ্টা সংলাপের জন্য বরাদ্দ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কাদের সিদ্দিকী। সে সঙ্গে অতীত নির্বাচন কমিশনগুলোর ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। বক্তব্যের একপর্যায়ে সিইসিকে মেরুদণ্ড শক্ত করে দায়িত্ব পালনের পরামর্শ দেন কাদের সিদ্দিকী।
পরে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘মেরুদণ্ড বাঁকা করে না, নতজানু করে না, আমরা মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করব। কামিয়াব কতটুকু হব, সেটা আল্লাহ পাক জানেন।’
নিজের বক্তব্য রাখার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে আনেন। এ ছাড়া অন্য কমিশনের সমালোচনাও করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ‘গত নির্বাচনে নির্বাচন কমিশন সমস্ত দেশকে ডুবিয়েছে। তার আগের জনও তাই করেছেন। তার আগের জনও কম বেশি তাই করেছেন। আমার দেখা মতে, আবু হেনার মতো শক্তিশালী মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশনার দ্বিতীয় কেউ হননি।’
এ ছাড়া ইভিএম নিয়েও কথা বলেন কাদের সিদ্দিকী। ইসির সংলাপে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের ইভিএমের ত্রুটি সংক্রান্ত বক্তব্য দেওয়ায় সমালোচনা করেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, ‘ইভিএমে ত্রুটি দেখাতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে এমন বক্তব্য কমিশন দিতে পারে না। আমাকে এখন মেশিন এনে দিন। এখনই ত্রিশটি ভুল দেখাতে পারব।’
পরে অবশ্য সিইসি বলেছেন, ‘এটা ভুলে একজন নির্বাচন কমিশনার দিয়ে ফেলেছেন। আমার মুখ থেকে এমন শব্দ আমি উচ্চারণও করিনি। এটা বিভ্রান্তি।’
কাজী হাবিবুল আউয়াল তাঁর সমাপনী বক্তব্যে তরুণ প্রজন্মকে রাজনীতির দায়িত্ব নিতে হবে জানিয়ে বলেন, ‘সময় পাল্টে গেছে, এটাই বোধ হয় বাস্তবতা। তরুণ প্রজন্মকে রাজনীতির দায়িত্ব নিতে হবে। রাজনীতি থেকে গণতন্ত্রের বিস্তৃতি হয়েছে। গণতন্ত্র নির্বাচনের জন্ম দিয়েছে। নির্বাচন পদ্ধতির জন্ম দিয়েছে। তাই আমি মনে করি যারা রাজনৈতিক নেতা দেশের, আপনাদের যে দায়িত্ব আপনাদের প্রতি আমাদের যে আস্থা, সম্মান এবং ভরসা, সেটা আমরা অক্ষুণ্ন রাখতে চাই।’
নির্বাচনকালে সংবিধান, আইন ও বিধিবিধানের আলোকে ক্ষমতা প্রয়োগ করবে বলেও জানান সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে নির্বাচনের সময় সাহসিকতার সঙ্গে তার যে সক্ষমতা এবং শক্তি, সেটা প্রদর্শন করতে হবে বলে আপনারা বলেছেন। আমরা আশ্বস্ত করতে চাই, আমরা সেই চেষ্টাটা অবশ্যই করব।’
এর আগে বেলা ১২টায় ইসি সংলাপে বসে জাকের পার্টির সঙ্গে। এ দলটির সঙ্গে আলোচনার সময়ও ইভিএম প্রসঙ্গ উঠে আসে। এ সময় কাজী হাবিবুল আউয়াল জানান, ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এখন পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, ইভিএম হ্যাকিং কোনোভাবেই সম্ভব নয়।
সিইসি বলেন, ‘ইভিএমের হ্যাকিংটা কোনোভাবেই সম্ভব না। কারণ এটার সঙ্গে ইন্টারনেট সংযোগ নেই। এটা নিয়ে বহু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছি। বাইরে অনেক কথা চাউর আছে যে হ্যাকিং হতে পারে, কারচুপি হতে পারে। কিন্তু আমরা এ পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ পাইনি।’
বুধবার নবম দিনে এসে ৩২টি দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও সর্বশেষ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ‘না’ করে দেওয়ায় বুধবার পর্যন্ত সংলাপে অংশ নেওয়া দলের সংখ্যা দাঁড়ায় ২৩ টি। সংলাপ বর্জন করেছে ৮টি রাজনৈতিক দল। এ ছাড়া আরেকটি দল সময় বাড়ানোর জন্য অনুরোধ করছে। এরপরও আরও ৭ দলের সঙ্গে ইসির সংলাপে বসার কথা রয়েছে, যা চলবে এ মাসের শেষ দিন পর্যন্ত।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৩ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৫ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৫ ঘণ্টা আগে