পিরোজপুরে দুই আসনের সীমানা সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৯: ২৯

পিরোজপুর ১ ও ২ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ওই দুটি আসনের সীমানা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগেও বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা। 

পিরোজপুর-১ আসনে বর্তমানে সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আর পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের গত ১ জুনের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করা হয়। ওই দুটি রিটের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। 

শুনানি শেষে গত ৩ সেপ্টেম্বর পিরোজপুর-১ ও ২ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত রুল খারিজ করে দেন হাইকোর্ট। পরে রিটকারীরা আপিল বিভাগে আবেদন করেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও মোস্তাফিজুর রহমান খান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত