নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও খুলনা প্রতিনিধি
সর্বোচ্চ দরের চেয়ে পৌনে ১১ লাখ টাকা কম সংশোধিত দরে একটি লঞ্চ বিক্রি করার অভিযোগে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত ইমরান, সাবেক জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) মোহাম্মদ মতিউর রহমানসহ পাঁচজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ওই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র গতকাল রোববার সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাটি করেন। দুদকের খুলনার উপপরিচালক আব্দুল ওয়াদুদ মামলার বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেন।
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের এমভি সৃজনী নামের লঞ্চ বিক্রির ঘটনায় মামলাটি করা হয়েছে। মামলার অন্য তিন আসামি হলেন খুলনা শিপইয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (প্রশাসন) এ এম রানা, সাবেক ক্যাপ্টেন ও জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) আনিছুর রহমান মোল্লা ও লঞ্চটির ক্রেতা মেসার্স এস বি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. সাইদুজ্জামান সাইদ।
মতিউর রহমান ওই লঞ্চ বিক্রির দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন। তিনি বর্তমানে চট্টগ্রাম নেভাল ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট (কমোডর)।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা নিয়মবহির্ভূতভাবে প্রতারণা, কারচুপি ও পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খুলনা শিপইয়ার্ডের এমভি সৃজনী লঞ্চটি সর্বোচ্চ দর ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি না করে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন। দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, দরপত্রে লঞ্চটি কিনতে সর্বোচ্চ ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকা দর দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস বি কনস্ট্রাকশন। কিন্তু দরপত্র মূল্যায়ন কমিটি ক্ষমতার অপব্যবহার করে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছে লঞ্চটি বিক্রি করেনি এবং জামানত বাজেয়াপ্ত করেনি। নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার দরপত্র আহ্বান না করে মেসার্স এসবি কনস্ট্রাকশনকে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় লঞ্চটি বিক্রি করে বাকি ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করা হয়েছে।
আরও খবর পড়ুন:
সর্বোচ্চ দরের চেয়ে পৌনে ১১ লাখ টাকা কম সংশোধিত দরে একটি লঞ্চ বিক্রি করার অভিযোগে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত ইমরান, সাবেক জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) মোহাম্মদ মতিউর রহমানসহ পাঁচজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ওই অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র গতকাল রোববার সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাটি করেন। দুদকের খুলনার উপপরিচালক আব্দুল ওয়াদুদ মামলার বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেন।
খুলনা শিপইয়ার্ড লিমিটেডের এমভি সৃজনী নামের লঞ্চ বিক্রির ঘটনায় মামলাটি করা হয়েছে। মামলার অন্য তিন আসামি হলেন খুলনা শিপইয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (প্রশাসন) এ এম রানা, সাবেক ক্যাপ্টেন ও জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) আনিছুর রহমান মোল্লা ও লঞ্চটির ক্রেতা মেসার্স এস বি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. সাইদুজ্জামান সাইদ।
মতিউর রহমান ওই লঞ্চ বিক্রির দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন। তিনি বর্তমানে চট্টগ্রাম নেভাল ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট (কমোডর)।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা নিয়মবহির্ভূতভাবে প্রতারণা, কারচুপি ও পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খুলনা শিপইয়ার্ডের এমভি সৃজনী লঞ্চটি সর্বোচ্চ দর ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি না করে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন। দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, দরপত্রে লঞ্চটি কিনতে সর্বোচ্চ ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকা দর দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস বি কনস্ট্রাকশন। কিন্তু দরপত্র মূল্যায়ন কমিটি ক্ষমতার অপব্যবহার করে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছে লঞ্চটি বিক্রি করেনি এবং জামানত বাজেয়াপ্ত করেনি। নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার দরপত্র আহ্বান না করে মেসার্স এসবি কনস্ট্রাকশনকে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় লঞ্চটি বিক্রি করে বাকি ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করা হয়েছে।
আরও খবর পড়ুন:
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
২ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৪ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৫ ঘণ্টা আগে