নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আগস্ট মাসে ডেঙ্গু প্রতিরোধ করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেপ্টেম্বরে দেশে ডেঙ্গু আরও বেড়ে যায়। ডেঙ্গু প্রতিরোধে এ ব্যর্থতার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে সেপ্টেম্বরের পরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রবণতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত ‘ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ’ এ বিষয়ে এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতা নিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘নির্দিষ্টভাবে এই ব্যর্থতা কার এটা বলার সুযোগ নেই। আমি নিজেও এর দায় দায়িত্ব অস্বীকার করি না। এ জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করছি।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থা বর্ণনা করতে তাজুল ইসলাম বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে কিন্তু আমরা অনেকের চেয়ে ভালো আছি। অনেকের চেয়ে, সবার চেয়ে ভালো আছি। থাইল্যান্ডে দেখলাম যে এ বছর ৫০ থেকে ৬০ হাজার আক্রান্ত হবে। আমরা আশা করছি সেপ্টেম্বরের পরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রবণতা কমে যাবে।
যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বা ডেঙ্গুতে মারা গেছেন, এ রকম কোনো গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তারা যদি আবেদন করেন বা তাঁদের তালিকা যদি দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে তাঁদের সহযোগিতা করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।
মশা নিধনে সরকার শুধু সিজন আসলেই কাজ শুরু করে এমন অভিযোগ নাকচ করে তাজুল ইসলাম বলেন, মশার প্রকোপ বাড়লেই শুধু নিধন শুরু হয় এটি ঠিক নয়। সরকার সারা বছর ধরেই মশক নিধন কার্যক্রম পরিচালনা করে থাকে।
ডেঙ্গুর এ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিদেশ সফর নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মেয়র তাপস সাহেবের ব্যক্তিগত কিছু সমস্যা আছে। তিনবার এডিসের কারণে তার বিদেশ যাত্রা বন্ধ হয়েছে। এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার বিদেশ যাওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তখন আমি বলছিলাম, না এ সময়ে যাওয়া যাবে না। তখন তিনি বলেছিলেন, তার ব্যক্তিগত কিছু সমস্যা আছে। আমাকে যাওয়ার আগে খুব ভালোভাবে বলছিলেন। শেষে দেখলাম যে, তার বিষয়টা জেনুইন।
এটা যদি না হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে ব্যক্তিগতভাবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় সরকারি দল-ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জয় লাভ করে। প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে বিতর্কে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদ প্রদান করা হয়।
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আগস্ট মাসে ডেঙ্গু প্রতিরোধ করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেপ্টেম্বরে দেশে ডেঙ্গু আরও বেড়ে যায়। ডেঙ্গু প্রতিরোধে এ ব্যর্থতার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে একই সঙ্গে সেপ্টেম্বরের পরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রবণতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত ‘ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ’ এ বিষয়ে এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতা নিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘নির্দিষ্টভাবে এই ব্যর্থতা কার এটা বলার সুযোগ নেই। আমি নিজেও এর দায় দায়িত্ব অস্বীকার করি না। এ জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করছি।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থা বর্ণনা করতে তাজুল ইসলাম বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে কিন্তু আমরা অনেকের চেয়ে ভালো আছি। অনেকের চেয়ে, সবার চেয়ে ভালো আছি। থাইল্যান্ডে দেখলাম যে এ বছর ৫০ থেকে ৬০ হাজার আক্রান্ত হবে। আমরা আশা করছি সেপ্টেম্বরের পরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রবণতা কমে যাবে।
যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বা ডেঙ্গুতে মারা গেছেন, এ রকম কোনো গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তারা যদি আবেদন করেন বা তাঁদের তালিকা যদি দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে তাঁদের সহযোগিতা করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।
মশা নিধনে সরকার শুধু সিজন আসলেই কাজ শুরু করে এমন অভিযোগ নাকচ করে তাজুল ইসলাম বলেন, মশার প্রকোপ বাড়লেই শুধু নিধন শুরু হয় এটি ঠিক নয়। সরকার সারা বছর ধরেই মশক নিধন কার্যক্রম পরিচালনা করে থাকে।
ডেঙ্গুর এ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিদেশ সফর নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মেয়র তাপস সাহেবের ব্যক্তিগত কিছু সমস্যা আছে। তিনবার এডিসের কারণে তার বিদেশ যাত্রা বন্ধ হয়েছে। এর আগেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার বিদেশ যাওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তখন আমি বলছিলাম, না এ সময়ে যাওয়া যাবে না। তখন তিনি বলেছিলেন, তার ব্যক্তিগত কিছু সমস্যা আছে। আমাকে যাওয়ার আগে খুব ভালোভাবে বলছিলেন। শেষে দেখলাম যে, তার বিষয়টা জেনুইন।
এটা যদি না হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হবে ব্যক্তিগতভাবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় সরকারি দল-ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জয় লাভ করে। প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে বিতর্কে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদ প্রদান করা হয়।
ফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৪ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১০ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
১২ ঘণ্টা আগে