কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নেপালে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে আজ মঙ্গলবার (৮ মার্চ) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান। নেপালে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে দুজন সেবা প্রত্যাশীর নিকট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করা হয়।
ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নাসরিন জাহান তাঁর বক্তব্যে বাংলাদেশের জেলা সদর দপ্তর ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, সরকার বিদেশে সকল মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম-সংক্রান্ত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ই-পাসপোর্ট সফলভাবে বাস্তবায়ন সম্পন্ন হলে মানবপাচারসহ এ-সংক্রান্ত নানা ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব হবে।
মোহাম্মদ জামাল হোসেন বলেন, এই পাসপোর্ট বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিনির্ভর একটি পাসপোর্ট। তিনি ই-পাসপোর্টের বিভিন্ন বৈশিষ্ট্যের বিষয়ে সকলকে অবগত করেন।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ই-পাসপোর্ট সেবা প্রদান প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের একটি অন্যতম মাইলফলক। ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট চালু হওয়ার ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন এবং পাসপোর্ট ইস্যু ও নবায়ন-সংক্রান্ত প্রক্রিয়াগুলো সহজতর ও নিরাপদ হবে। তিনি নেপালে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত জানুয়ারি ২০২০ সালে ই-পাসপোর্ট বাস্তবায়ন প্রকল্প উদ্বোধনের পর বাংলাদেশের সকল জেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হলেও করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মিশনগুলোতে এই সেবা চালু করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই এই কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাস ১৩ তম বাংলাদেশ মিশন হিসেবে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো। এই সেবা পর্যায়ক্রমে পৃথিবীর ৬০টি দেশের ৮০টি মিশনে সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
নেপালে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে আজ মঙ্গলবার (৮ মার্চ) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান। নেপালে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে দুজন সেবা প্রত্যাশীর নিকট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করা হয়।
ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নাসরিন জাহান তাঁর বক্তব্যে বাংলাদেশের জেলা সদর দপ্তর ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, সরকার বিদেশে সকল মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম-সংক্রান্ত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ই-পাসপোর্ট সফলভাবে বাস্তবায়ন সম্পন্ন হলে মানবপাচারসহ এ-সংক্রান্ত নানা ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব হবে।
মোহাম্মদ জামাল হোসেন বলেন, এই পাসপোর্ট বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিনির্ভর একটি পাসপোর্ট। তিনি ই-পাসপোর্টের বিভিন্ন বৈশিষ্ট্যের বিষয়ে সকলকে অবগত করেন।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ই-পাসপোর্ট সেবা প্রদান প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের একটি অন্যতম মাইলফলক। ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট চালু হওয়ার ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন এবং পাসপোর্ট ইস্যু ও নবায়ন-সংক্রান্ত প্রক্রিয়াগুলো সহজতর ও নিরাপদ হবে। তিনি নেপালে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত জানুয়ারি ২০২০ সালে ই-পাসপোর্ট বাস্তবায়ন প্রকল্প উদ্বোধনের পর বাংলাদেশের সকল জেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হলেও করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মিশনগুলোতে এই সেবা চালু করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই এই কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাস ১৩ তম বাংলাদেশ মিশন হিসেবে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো। এই সেবা পর্যায়ক্রমে পৃথিবীর ৬০টি দেশের ৮০টি মিশনে সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৩ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৩ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৪ ঘণ্টা আগে