নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষেধাজ্ঞার চার মাস পর সরকারি কর্মকর্তাদের বিদেশেভ্রমণের শর্ত কিছুটা শিথিল করেছে সরকার। দক্ষতা বাড়ানো অব্যাহত রাখতে স্কলারশিপে উচ্চতর ডিগ্রি অর্জন, বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ, পণ্যের মান পরীক্ষাসহ কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে বিদেশে যেতে পারবেন তাঁরা। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগ থেকে এসংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে গত ১২ মে সব ধরনের বিদেশ সফর নিরুৎসাহিত বা নিষিদ্ধ করে নির্দেশনা জারি করে সরকার। তাতে বলা হয়েছিল, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। যদিও এই নির্দেশনার ফাকফোঁকর গলে অনেক ক্ষেত্রেই বিদেশ সফর অব্যাহত ছিল। এবার আগের শর্ত শিথিল করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে কয়েকটি ক্ষেত্রে সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশে ভ্রমণ করা যাবে বলে জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়, দেশ কর্তৃক প্রদত্ত স্কলারিপ, ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে।
পাশাপাশি, সরকারের সঙ্গে বিভিন্ন বৈদেশিক প্রশিক্ষণপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় আয়োজিত বিশেষায়িত বা পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করা যাবে। বিদেশি সরকার বা প্রতিষ্ঠান বা উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণ করা যাবে। এমনকি সরবরাহকারী বা ঠিকাদার বা পরামর্শক প্রতিষ্ঠানের অর্থায়নে সেবা বা পণ্যের গুণগত মান নিরীক্ষা পরিদর্শনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মকর্তারাও বিদেশে ভ্রমণ করতে পারবেন।
তবে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় এক্সপোজার ডিজিট, স্টাডি ট্যুর, এপিএ বা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও ইনোভেশনের আওতাভুক্ত বৈদেশিক ভ্রমণ, ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
আরও পড়ুন
নিষেধাজ্ঞার চার মাস পর সরকারি কর্মকর্তাদের বিদেশেভ্রমণের শর্ত কিছুটা শিথিল করেছে সরকার। দক্ষতা বাড়ানো অব্যাহত রাখতে স্কলারশিপে উচ্চতর ডিগ্রি অর্জন, বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ, পণ্যের মান পরীক্ষাসহ কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে বিদেশে যেতে পারবেন তাঁরা। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগ থেকে এসংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে গত ১২ মে সব ধরনের বিদেশ সফর নিরুৎসাহিত বা নিষিদ্ধ করে নির্দেশনা জারি করে সরকার। তাতে বলা হয়েছিল, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণসহ সব ধরনের বৈদেশিক ভ্রমণ বন্ধ থাকবে। যদিও এই নির্দেশনার ফাকফোঁকর গলে অনেক ক্ষেত্রেই বিদেশ সফর অব্যাহত ছিল। এবার আগের শর্ত শিথিল করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে কয়েকটি ক্ষেত্রে সীমিত আকারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশে ভ্রমণ করা যাবে বলে জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয়, দেশ কর্তৃক প্রদত্ত স্কলারিপ, ফেলোশিপের আওতায় বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে।
পাশাপাশি, সরকারের সঙ্গে বিভিন্ন বৈদেশিক প্রশিক্ষণপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় আয়োজিত বিশেষায়িত বা পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করা যাবে। বিদেশি সরকার বা প্রতিষ্ঠান বা উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বৈদেশিক প্রশিক্ষণে অংশগ্রহণ করা যাবে। এমনকি সরবরাহকারী বা ঠিকাদার বা পরামর্শক প্রতিষ্ঠানের অর্থায়নে সেবা বা পণ্যের গুণগত মান নিরীক্ষা পরিদর্শনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মকর্তারাও বিদেশে ভ্রমণ করতে পারবেন।
তবে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় এক্সপোজার ডিজিট, স্টাডি ট্যুর, এপিএ বা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও ইনোভেশনের আওতাভুক্ত বৈদেশিক ভ্রমণ, ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
আরও পড়ুন
রাষ্ট্র পরিচালনায় স্থায়ী সমাধানের জন্য নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘বর্তমান যে সংবিধান চলছে, তা কোনোমতে চালানোর জন্য সংস্কার চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এটা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলতে পারবে, কিন্তু একটি স্থায়ী সমাধানের জন্য
৪ ঘণ্টা আগেরাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
৫ ঘণ্টা আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৯ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১৫ ঘণ্টা আগে