নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের মে মাসে ৩৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় চারজন নিহত এবং ৫৬৯ জন আহত হয়েছেন। একই মাসে অন্তত ১১টি গণপিটুনির ঘটনায় সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মে মাসের মানবাধিকার পরিস্থিতি তদারকি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও এমএসএফের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে মানবাধিকার সংগঠনটি। এতে নানা ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে তা নিয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে রাজনৈতিক সহিংসতায় নতুন মাত্রা যোগ হয়েছে। আর বেড়েছে গণপিটুনির মতো ঘটনা। ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার, অনুসন্ধানী সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সংবিধানপ্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো বেশ কিছু ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু, নির্যাতন, হয়রানি, কারা হেফাজতে মৃত্যু বেড়েছে ও সীমান্তে হতাহতের মতো ঘটনাও বন্ধ হয়নি। সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে।
এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী, মে মাসে কারা হেফাজতে ৮ জন মারা গেছে, যা গত মাসের তুলনায় তিনজন বেশি। এই মৃতদের মধ্যে তিনজন কয়েদি এবং এক নারীসহ বাকি পাঁচজন হাজতি রয়েছে। এ ছাড়া একই মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের দুটি ঘটনা ঘটেছে। আর সীমান্তে দুটি হত্যাকাণ্ড ও দেশের বিভিন্ন সীমান্ত এলাকাগুলোতে ছয়টি ঘটনায় অবৈধ অনুপ্রবেশকারীকে উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক আটক বা বাধা প্রদানের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে এমএসএফ বলেছে, ডিজিটাল নিরাপত্তা আইন প্রবলভাবে সমালোচিত হলেও এ আইনে মামলার নামে হয়রানি কমেনি। বরং ধারাবাহিকভাবে এর অপব্যবহার বেড়ে চলেছে। গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী, সে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় একজন সাংবাদিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৭ জন সাংবাদিক কাজে বাধা প্রদান, হয়রানি, নির্যাতন, হামলা, প্রাণনাশের হুমকি ও অপহরণচেষ্টার শিকার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইন এবং নাশকতার মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। আরেক সাংবাদিক পুলিশ কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। একজন সাংবাদিক সরকারি গাড়ি চাপায় নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও শিশুদের প্রতি সহিংসতা; যেমন-ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার ঘটনা বিগত মাসগুলোর তুলনায় অধিকাংশ ক্ষেত্রেই বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। মে মাসে ৪১৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা গত মাসের তুলনায় ৪৭টি বেশি। এ মাসে ধর্ষণ হয়েছে ৮৪ টি, যা গত মাসে ছিল ৭১ টি, সংঘবদ্ধ ধর্ষণ হয়েছে ২২ টি, যা এপ্রিল মাসে ছিল ১৪ টি। আর মে মাসে ধর্ষণের পর হত্যা চারজনকে হত্যা করা হয়েছে। ধর্ষণের শিকারদের মধ্যে চার কিশোরীসহ ১০ জন প্রতিবন্ধীও রয়েছে।
এমএসএফ মনে করে, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে দেশে যথেষ্ট কঠোর আইন থাকা সত্ত্বেও অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা লক্ষণীয় নয়। এ জন্য সমাজে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক সুরক্ষায় সরকারের নজরদারি জোরদার করা প্রয়োজন।
চলতি বছরের মে মাসে ৩৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় চারজন নিহত এবং ৫৬৯ জন আহত হয়েছেন। একই মাসে অন্তত ১১টি গণপিটুনির ঘটনায় সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মে মাসের মানবাধিকার পরিস্থিতি তদারকি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও এমএসএফের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে মানবাধিকার সংগঠনটি। এতে নানা ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে তা নিয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে রাজনৈতিক সহিংসতায় নতুন মাত্রা যোগ হয়েছে। আর বেড়েছে গণপিটুনির মতো ঘটনা। ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার, অনুসন্ধানী সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সংবিধানপ্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো বেশ কিছু ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু, নির্যাতন, হয়রানি, কারা হেফাজতে মৃত্যু বেড়েছে ও সীমান্তে হতাহতের মতো ঘটনাও বন্ধ হয়নি। সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে।
এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী, মে মাসে কারা হেফাজতে ৮ জন মারা গেছে, যা গত মাসের তুলনায় তিনজন বেশি। এই মৃতদের মধ্যে তিনজন কয়েদি এবং এক নারীসহ বাকি পাঁচজন হাজতি রয়েছে। এ ছাড়া একই মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের দুটি ঘটনা ঘটেছে। আর সীমান্তে দুটি হত্যাকাণ্ড ও দেশের বিভিন্ন সীমান্ত এলাকাগুলোতে ছয়টি ঘটনায় অবৈধ অনুপ্রবেশকারীকে উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক আটক বা বাধা প্রদানের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে এমএসএফ বলেছে, ডিজিটাল নিরাপত্তা আইন প্রবলভাবে সমালোচিত হলেও এ আইনে মামলার নামে হয়রানি কমেনি। বরং ধারাবাহিকভাবে এর অপব্যবহার বেড়ে চলেছে। গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী, সে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় একজন সাংবাদিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৭ জন সাংবাদিক কাজে বাধা প্রদান, হয়রানি, নির্যাতন, হামলা, প্রাণনাশের হুমকি ও অপহরণচেষ্টার শিকার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইন এবং নাশকতার মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। আরেক সাংবাদিক পুলিশ কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। একজন সাংবাদিক সরকারি গাড়ি চাপায় নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নারী ও শিশুদের প্রতি সহিংসতা; যেমন-ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার ঘটনা বিগত মাসগুলোর তুলনায় অধিকাংশ ক্ষেত্রেই বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। মে মাসে ৪১৪টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা গত মাসের তুলনায় ৪৭টি বেশি। এ মাসে ধর্ষণ হয়েছে ৮৪ টি, যা গত মাসে ছিল ৭১ টি, সংঘবদ্ধ ধর্ষণ হয়েছে ২২ টি, যা এপ্রিল মাসে ছিল ১৪ টি। আর মে মাসে ধর্ষণের পর হত্যা চারজনকে হত্যা করা হয়েছে। ধর্ষণের শিকারদের মধ্যে চার কিশোরীসহ ১০ জন প্রতিবন্ধীও রয়েছে।
এমএসএফ মনে করে, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে দেশে যথেষ্ট কঠোর আইন থাকা সত্ত্বেও অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা লক্ষণীয় নয়। এ জন্য সমাজে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক সুরক্ষায় সরকারের নজরদারি জোরদার করা প্রয়োজন।
ফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৩ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৯ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
১০ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
১১ ঘণ্টা আগে