নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি চাকরি হতে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমাকে কেন অবসরে পাঠানো হলো আমি তা জানি না। যেহেতু এটি সরকার পারে, আইনের ভেতরেই পারে, সেজন্য এটি কার্যকর।’
চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠিয়ে গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এই খবর প্রকাশের পরই নানা গুঞ্জন শুরু হয়। তবে সরকারের কোনো পক্ষ থেকেই তথ্যসচিবকে হঠাৎ অবসরে পাঠানোর নেপথ্য কারণ নির্দিষ্ট করে বলা হচ্ছে না। এমনকি আজ সোমবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও সাংবাদিকদের বলেছেন, তথ্য সচিবের আকস্মিক চলে যাওয়ার অন্তর্নিহিত কারণ তিনি জানেন না।
কয়েকটি গণমাধ্যমে কিছু অনুমানভিত্তিক খবর বেরিয়েছে। কেউ দাবি করছেন, কোনো কারণে তথ্যমন্ত্রীর সঙ্গে সচিবের দূরত্ব তৈরি হয়েছে। আবার লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তথ্যসচিব সাক্ষাৎ করেছেন— এমন দাবিও করছেন অনেকে।
তাঁর ওপর যে সব অভিযোগ উঠেছে সেগুলো বস্তুনিষ্ঠ হলে প্রকাশ করার অনুরোধ করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না, কেন আমাকে অবসরে পাঠানো হলো! কিন্তু সরকারের এ রাইট আছে। এ বিষয়ে কথা বলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে অতৃপ্তি দেখানোর কোনো সুযোগ নেই। প্রত্যেকটি মানুষ নিজেই সবচেয়ে বড় বিচারক। সুতরাং আমি সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে সবসময় প্রস্তুত।’
বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণ কী হতে পারে এবং যেখানে তথ্য মন্ত্রণালয়ের কাজে আপনার অনিয়মের বিষয়টি গণমাধ্যমের খবরে আসছে—সাংবাদিকেরা এদিকে দৃষ্টি আকর্ষণ করলে সচিব মো. মকবুল হোসেন বলেন, ‘আমার জানা মতে নেই। আমি যতদিন এখানে কাজ করেছি, সততার সঙ্গে করেছি, নিষ্ঠার সঙ্গে করেছি, সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমার জ্ঞানের ভেতর নেই, আমার কোনো অপরাধ ছিল কি না বা কোন অপরাধের কারণে অবসরে দেওয়া হয়েছে। যেহেতু এটি সরকার পারে, আইনের ভেতরেই পারে; সেজন্য এটি কার্যকর।’
তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেন, ‘সৃষ্টিকর্তার একটা প্লান থাকে। আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি তারা এটা মানি। আমার সরকারি চাকরির রিজিক এই পর্যন্তই ছিল। এর বেশি যাওয়ার সুযোগ নেই।’
অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের ব্যাপারে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু বলার আছে কি না, জানতে চাইলে মকবুল হোসেন বলেন, ‘এটি আপনারা সাংবাদিক হিসেবে অনুসন্ধান করতে পারেন। সরকার বিরোধী কোনো অ্যাক্টিভিটিজে আমার কোনো সম্পৃক্ততা ছিল কি না? যদি থেকে থাকে সেটি আপনারা প্রচার করতে পারেন, আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নাই।’
তথ্যমন্ত্রীর সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হয়েছিল এমন কথা শোনা যাচ্ছে। আপনি অনেক কাজেই মন্ত্রীকে অবহিত করেননি— সাংবাদিকেরা এ কথা উল্লেখ করলে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, ‘মানুষ অনেক কথাই বলে। অনেক কিছুই শোনা যায়। শোনা কথা বিশ্বাস না করাই ভালো। আমার পক্ষ থেকে মন্ত্রীর সঙ্গে কেন দূরত্ব থাকবে? আমরা তো সবাই মিলেই কাজ করি। দূরত্বের কথা কেন আসছে আমি জানি না। আমি উনাকে সম্মান করি।’
তারেক রহমানের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রশ্ন করলে মকবুল হোসেন বলেন, ‘একটা কথা আছে, হাতি যখন পাঁকে পড়ে, চামচিকাও লাথি মারে! আমি তারেক রহমানকে কোনোদিন দেখেছি বলে মনে হয় না। তাকে দেখার ইচ্ছাও আমার নেই।’
ছাত্রলীগের একটি বিশ্ববিদ্যালয় হল শাখার সহসভাপতি ছিলেন বলে দাবি করেছেন সচিব মকবুল হোসেন। তিনি বলেন, ‘যত দিন বেঁচে আছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বেঁচে থাকব।’
সরকারি চাকরি হতে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমাকে কেন অবসরে পাঠানো হলো আমি তা জানি না। যেহেতু এটি সরকার পারে, আইনের ভেতরেই পারে, সেজন্য এটি কার্যকর।’
চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠিয়ে গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এই খবর প্রকাশের পরই নানা গুঞ্জন শুরু হয়। তবে সরকারের কোনো পক্ষ থেকেই তথ্যসচিবকে হঠাৎ অবসরে পাঠানোর নেপথ্য কারণ নির্দিষ্ট করে বলা হচ্ছে না। এমনকি আজ সোমবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও সাংবাদিকদের বলেছেন, তথ্য সচিবের আকস্মিক চলে যাওয়ার অন্তর্নিহিত কারণ তিনি জানেন না।
কয়েকটি গণমাধ্যমে কিছু অনুমানভিত্তিক খবর বেরিয়েছে। কেউ দাবি করছেন, কোনো কারণে তথ্যমন্ত্রীর সঙ্গে সচিবের দূরত্ব তৈরি হয়েছে। আবার লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তথ্যসচিব সাক্ষাৎ করেছেন— এমন দাবিও করছেন অনেকে।
তাঁর ওপর যে সব অভিযোগ উঠেছে সেগুলো বস্তুনিষ্ঠ হলে প্রকাশ করার অনুরোধ করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না, কেন আমাকে অবসরে পাঠানো হলো! কিন্তু সরকারের এ রাইট আছে। এ বিষয়ে কথা বলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে অতৃপ্তি দেখানোর কোনো সুযোগ নেই। প্রত্যেকটি মানুষ নিজেই সবচেয়ে বড় বিচারক। সুতরাং আমি সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে সবসময় প্রস্তুত।’
বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণ কী হতে পারে এবং যেখানে তথ্য মন্ত্রণালয়ের কাজে আপনার অনিয়মের বিষয়টি গণমাধ্যমের খবরে আসছে—সাংবাদিকেরা এদিকে দৃষ্টি আকর্ষণ করলে সচিব মো. মকবুল হোসেন বলেন, ‘আমার জানা মতে নেই। আমি যতদিন এখানে কাজ করেছি, সততার সঙ্গে করেছি, নিষ্ঠার সঙ্গে করেছি, সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমার জ্ঞানের ভেতর নেই, আমার কোনো অপরাধ ছিল কি না বা কোন অপরাধের কারণে অবসরে দেওয়া হয়েছে। যেহেতু এটি সরকার পারে, আইনের ভেতরেই পারে; সেজন্য এটি কার্যকর।’
তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেন, ‘সৃষ্টিকর্তার একটা প্লান থাকে। আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি তারা এটা মানি। আমার সরকারি চাকরির রিজিক এই পর্যন্তই ছিল। এর বেশি যাওয়ার সুযোগ নেই।’
অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের ব্যাপারে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু বলার আছে কি না, জানতে চাইলে মকবুল হোসেন বলেন, ‘এটি আপনারা সাংবাদিক হিসেবে অনুসন্ধান করতে পারেন। সরকার বিরোধী কোনো অ্যাক্টিভিটিজে আমার কোনো সম্পৃক্ততা ছিল কি না? যদি থেকে থাকে সেটি আপনারা প্রচার করতে পারেন, আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নাই।’
তথ্যমন্ত্রীর সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হয়েছিল এমন কথা শোনা যাচ্ছে। আপনি অনেক কাজেই মন্ত্রীকে অবহিত করেননি— সাংবাদিকেরা এ কথা উল্লেখ করলে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, ‘মানুষ অনেক কথাই বলে। অনেক কিছুই শোনা যায়। শোনা কথা বিশ্বাস না করাই ভালো। আমার পক্ষ থেকে মন্ত্রীর সঙ্গে কেন দূরত্ব থাকবে? আমরা তো সবাই মিলেই কাজ করি। দূরত্বের কথা কেন আসছে আমি জানি না। আমি উনাকে সম্মান করি।’
তারেক রহমানের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রশ্ন করলে মকবুল হোসেন বলেন, ‘একটা কথা আছে, হাতি যখন পাঁকে পড়ে, চামচিকাও লাথি মারে! আমি তারেক রহমানকে কোনোদিন দেখেছি বলে মনে হয় না। তাকে দেখার ইচ্ছাও আমার নেই।’
ছাত্রলীগের একটি বিশ্ববিদ্যালয় হল শাখার সহসভাপতি ছিলেন বলে দাবি করেছেন সচিব মকবুল হোসেন। তিনি বলেন, ‘যত দিন বেঁচে আছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বেঁচে থাকব।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্র
৭ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তাঁদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।
১২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অফ পার্টিস-২৯(কপ২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
১২ ঘণ্টা আগেবিচারপতি এম এ মতিন বলেছেন, ‘জনগণের প্রতিনিধিদের নিয়ে দেশ পরিচালিত হবে—এটাই স্বাভাবিক, এর কোনো ব্যত্যয় হওয়া উচিত নয়। কিন্তু দেশের ন্যূনতম কোনো সংস্কার না করে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া অনেকে নিরাপদ বোধ করছে না। ভালো নির্বাচন হলেও স্বৈরতন্ত্র আসবে না, তার গ্যারান্টি নেই
১৪ ঘণ্টা আগে