নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের বেঁধে দেওয়া দামে ২৯টি পণ্য বিক্রি করতে পারবেন না দোকান মালিক সমিতিভুক্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সমিতি বলেছে, কৃষি বিপণন অধিদপ্তর থেকে খুচরা পর্যায়ে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া অযৌক্তিক। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে। এ ছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন সংস্থার চাপমুক্ত অবস্থায় ব্যবসা করার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছে সমিতি।
কৃষি বিপণন অধিদপ্তর গত শুক্রবার গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি পণ্যের দাম বেঁধে দেয়। এর প্রতিক্রিয়ায় দোকান মালিক সমিতি গতকাল সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করে দেওয়া যায় না। যে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেগুলো অধিদপ্তরকেই নির্দিষ্ট দামে বিক্রির জন্য তিনি অনুরোধ জানান। তিনি বলেন, পণ্যগুলো বেঁধে দেওয়া দামে বিক্রি করে যে লাভ হবে, তা থেকে অধিদপ্তরের কর্মকর্তাদের বেতন হতে হবে। হয় নির্দিষ্ট দামে তাঁরা পণ্য বিক্রি করবেন, তা না হলে দাম নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করতে হবে।
বেঁধে দেওয়া দাম অযৌক্তিক, অবাস্তব ও অর্থহীন—এমন দাবি করে হেলাল উদ্দিন বলেন, ‘আমরা এই দামে দোকানে পণ্য বিক্রি করতে পারব না।’ তিনি দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সমিতির পক্ষ থেকে প্রজ্ঞাপন স্থগিত করাসহ সাত দফা দাবি জানান।
সমিতির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—টিসিবির সক্ষমতা বাড়ানো, বিভিন্ন পণ্য আমদানি ও উৎপাদনের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানো, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের নীতি-ব্যবস্থাপনা একই মন্ত্রণালয়ের অধীনে আনা, বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, ব্যবসায়ীদের বিভিন্ন সংস্থার চাপমুক্ত থেকে ব্যবসা করার সুযোগ দেওয়া, নিত্যপণ্যের ওপর আরোপিত সব কর ও ভ্যাট কমিয়ে সহনীয় পর্যায়ে আনা।
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়াও বক্তব্য দেন।
সরকারের বেঁধে দেওয়া দামে ২৯টি পণ্য বিক্রি করতে পারবেন না দোকান মালিক সমিতিভুক্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সমিতি বলেছে, কৃষি বিপণন অধিদপ্তর থেকে খুচরা পর্যায়ে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া অযৌক্তিক। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করতে হবে। এ ছাড়া ব্যবসায়ীদের বিভিন্ন সংস্থার চাপমুক্ত অবস্থায় ব্যবসা করার সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছে সমিতি।
কৃষি বিপণন অধিদপ্তর গত শুক্রবার গরুর মাংস, ছোলা, ব্রয়লার মুরগিসহ ২৯টি পণ্যের দাম বেঁধে দেয়। এর প্রতিক্রিয়ায় দোকান মালিক সমিতি গতকাল সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করে দেওয়া যায় না। যে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেগুলো অধিদপ্তরকেই নির্দিষ্ট দামে বিক্রির জন্য তিনি অনুরোধ জানান। তিনি বলেন, পণ্যগুলো বেঁধে দেওয়া দামে বিক্রি করে যে লাভ হবে, তা থেকে অধিদপ্তরের কর্মকর্তাদের বেতন হতে হবে। হয় নির্দিষ্ট দামে তাঁরা পণ্য বিক্রি করবেন, তা না হলে দাম নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করতে হবে।
বেঁধে দেওয়া দাম অযৌক্তিক, অবাস্তব ও অর্থহীন—এমন দাবি করে হেলাল উদ্দিন বলেন, ‘আমরা এই দামে দোকানে পণ্য বিক্রি করতে পারব না।’ তিনি দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সমিতির পক্ষ থেকে প্রজ্ঞাপন স্থগিত করাসহ সাত দফা দাবি জানান।
সমিতির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—টিসিবির সক্ষমতা বাড়ানো, বিভিন্ন পণ্য আমদানি ও উৎপাদনের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানো, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের নীতি-ব্যবস্থাপনা একই মন্ত্রণালয়ের অধীনে আনা, বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, ব্যবসায়ীদের বিভিন্ন সংস্থার চাপমুক্ত থেকে ব্যবসা করার সুযোগ দেওয়া, নিত্যপণ্যের ওপর আরোপিত সব কর ও ভ্যাট কমিয়ে সহনীয় পর্যায়ে আনা।
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়াও বক্তব্য দেন।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৫ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৭ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৮ ঘণ্টা আগে