আজকের পত্রিকা ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দনপত্রে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।’
আন্তোনিও গুতেরেস আরও লিখেছেন, ‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান, রোহিঙ্গাদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের চেষ্টাসহ জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গভীরভাবে মূল্যায়ন করে। গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করি আমি এবং বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তাসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের যে লক্ষ্য, তা পূরণে আপনার সমর্থন অব্যাহত থাকবে।’
জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘বাংলাদেশে জাতিসংঘ সংস্থাগুলোর মাধ্যমে এই দেশের জনগণের কল্যাণে আপনার সরকারের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
আরও আট দেশের অভিনন্দন
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল অভিনন্দন জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনি এক দশকেরও বেশি সময় ধরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসেবে আবির্ভূত হয়েছে।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লিখেছেন, মিসর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ইতিহাস দীর্ঘ। তিনি আত্মবিশ্বাসী, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা আশাবাদ ব্যক্ত করেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ দুই দেশ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করে যাবে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচিবিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেলও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দনপত্রে জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।’
আন্তোনিও গুতেরেস আরও লিখেছেন, ‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান, রোহিঙ্গাদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের চেষ্টাসহ জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গভীরভাবে মূল্যায়ন করে। গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করি আমি এবং বিশ্বাস করি, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তাসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের যে লক্ষ্য, তা পূরণে আপনার সমর্থন অব্যাহত থাকবে।’
জাতিসংঘ মহাসচিব লিখেছেন, ‘বাংলাদেশে জাতিসংঘ সংস্থাগুলোর মাধ্যমে এই দেশের জনগণের কল্যাণে আপনার সরকারের সঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
আরও আট দেশের অভিনন্দন
বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল অভিনন্দন জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনি এক দশকেরও বেশি সময় ধরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসেবে আবির্ভূত হয়েছে।’
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লিখেছেন, মিসর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার ইতিহাস দীর্ঘ। তিনি আত্মবিশ্বাসী, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা আশাবাদ ব্যক্ত করেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ দুই দেশ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করে যাবে।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচিবিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেলও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৩ মিনিট আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
২ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৩ ঘণ্টা আগে