নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সরকারি চাকরিতে কোটা সম্পূর্ণ বাতিল করার পর অনেক জেলার মানুষ চাকরি পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এমনকি প্রায় ৫০টি জেলায় সরকারি যেসব কর্মসংস্থানে সুযোগ ছিল সেগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শূন্য হয়ে যায়। পিছিয়ে পড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরাও। মন্ত্রীর ধারণা, কোটা একেবারে তুলে দেওয়ার কারণেই এমনটি হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় পাঠ্যক্রম পোর্টাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
কোটা সংস্কার আন্দোলন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ আদালতে আগামীকাল (বুধবার) এ বিষয়ে একটি শুনানি হবে। সেখান থেকে একটি সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’
তবে সরকারি চাকরিতে কোটা একেবারেই তুলে দেওয়ার কারণে নারী ও নৃগোষ্ঠীরা পিছিয়ে পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা ঘটনাচক্রে দেখছিলাম, যখন থেকে কোটা তুলে দেওয়া হয়েছে, একেবারেই যখন থেকে ছিল না, তখন থেকে বাংলাদেশের অনেক জেলার শিক্ষার্থীরা সরকারের যেসব পদে কর্মসংস্থানের সুযোগ ছিল, সেসব জেলাগুলো থেকে চাকরি পাওয়ার দিক থেকে পিছিয়ে ছিল। নারীদের ক্ষেত্রেও আমরা দেখেছি প্রায় ৫০টি জেলা থেকে কোনো ধরনের প্রতিনিধিত্ব ছিল না। নৃগোষ্ঠীদের মধ্য থেকেও আগে যেভাবে সুযোগ পেত, সেটা সম্ভব হয়নি। কোটা একেবারেই তুলে দেওয়ার কারণে সেটি হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করছি, এখন আদালত থেকে একটি নির্দেশনা আসবে, তাই মন্তব্য করতে চাই না। অনেকেই সেটা নিয়ে রাস্তায় নেমেছেন। কিছু কিছু বিষয় থাকে, সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব হয় না। এটা যেহেতু পক্ষভুক্ত হয়েছে, আশা করছি এ বিষয়ে একটি নির্দেশনা আসবে।’
কোটার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারের নির্বাহী বিভাগ সার্বিকভাবে কোন কোন পিছিয়ে পড়া জেলা বা জনগোষ্ঠী রয়েছে, তাদের অন্তর্ভুক্তি যাতে সম্ভব হয় সেটি দেখে। প্রধানমন্ত্রী চান, দেশের সব জেলা ও জনগোষ্ঠী যাতে সমান সুযোগ পায়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সরকারের অঙ্গীকার। কাজেই তাঁর সরকার সেটি বাস্তবায়ন করার জন্য যথাযথ ব্যবস্থা নেবে।’
এদিকে নতুন শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে প্রথম ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ফাঁস নিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সমাধান দিয়ে দিলেই যে শিক্ষার্থীদের উত্তর দেওয়ার দক্ষতা, তাদের মূল্যায়ন করতে পারব না—বিষয়টি তা নয়। সমাধান দিয়ে দেওয়ার মধ্যে নম্বর দিয়ে দেওয়ার কোনো বিষয় নেই। তবে যাতে বিষয়টি প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য আমরা চেষ্টা করছি। প্রতিষ্ঠানগুলো যাতে এই কাজ না করে সে জন্য এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সরকারি চাকরিতে কোটা সম্পূর্ণ বাতিল করার পর অনেক জেলার মানুষ চাকরি পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এমনকি প্রায় ৫০টি জেলায় সরকারি যেসব কর্মসংস্থানে সুযোগ ছিল সেগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শূন্য হয়ে যায়। পিছিয়ে পড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরাও। মন্ত্রীর ধারণা, কোটা একেবারে তুলে দেওয়ার কারণেই এমনটি হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় পাঠ্যক্রম পোর্টাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
কোটা সংস্কার আন্দোলন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ আদালতে আগামীকাল (বুধবার) এ বিষয়ে একটি শুনানি হবে। সেখান থেকে একটি সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে। বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’
তবে সরকারি চাকরিতে কোটা একেবারেই তুলে দেওয়ার কারণে নারী ও নৃগোষ্ঠীরা পিছিয়ে পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা ঘটনাচক্রে দেখছিলাম, যখন থেকে কোটা তুলে দেওয়া হয়েছে, একেবারেই যখন থেকে ছিল না, তখন থেকে বাংলাদেশের অনেক জেলার শিক্ষার্থীরা সরকারের যেসব পদে কর্মসংস্থানের সুযোগ ছিল, সেসব জেলাগুলো থেকে চাকরি পাওয়ার দিক থেকে পিছিয়ে ছিল। নারীদের ক্ষেত্রেও আমরা দেখেছি প্রায় ৫০টি জেলা থেকে কোনো ধরনের প্রতিনিধিত্ব ছিল না। নৃগোষ্ঠীদের মধ্য থেকেও আগে যেভাবে সুযোগ পেত, সেটা সম্ভব হয়নি। কোটা একেবারেই তুলে দেওয়ার কারণে সেটি হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করছি, এখন আদালত থেকে একটি নির্দেশনা আসবে, তাই মন্তব্য করতে চাই না। অনেকেই সেটা নিয়ে রাস্তায় নেমেছেন। কিছু কিছু বিষয় থাকে, সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব হয় না। এটা যেহেতু পক্ষভুক্ত হয়েছে, আশা করছি এ বিষয়ে একটি নির্দেশনা আসবে।’
কোটার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারের নির্বাহী বিভাগ সার্বিকভাবে কোন কোন পিছিয়ে পড়া জেলা বা জনগোষ্ঠী রয়েছে, তাদের অন্তর্ভুক্তি যাতে সম্ভব হয় সেটি দেখে। প্রধানমন্ত্রী চান, দেশের সব জেলা ও জনগোষ্ঠী যাতে সমান সুযোগ পায়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সরকারের অঙ্গীকার। কাজেই তাঁর সরকার সেটি বাস্তবায়ন করার জন্য যথাযথ ব্যবস্থা নেবে।’
এদিকে নতুন শিক্ষাক্রম ও মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে প্রথম ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ফাঁস নিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সমাধান দিয়ে দিলেই যে শিক্ষার্থীদের উত্তর দেওয়ার দক্ষতা, তাদের মূল্যায়ন করতে পারব না—বিষয়টি তা নয়। সমাধান দিয়ে দেওয়ার মধ্যে নম্বর দিয়ে দেওয়ার কোনো বিষয় নেই। তবে যাতে বিষয়টি প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য আমরা চেষ্টা করছি। প্রতিষ্ঠানগুলো যাতে এই কাজ না করে সে জন্য এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৩৬ মিনিট আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
১ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
২ ঘণ্টা আগেঅল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ‘সেনপাই’ আরাফাত রহমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাংসিত ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অল এশিয়া ফুল কন্টাক্ট খিউকুশিন কারাতে চ্যাম্পিয়নশিপের ১৯-তম আসর।
২ ঘণ্টা আগে