নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা সঠিকভাবে কাজ না করায় অনেকে তাঁদের গালি দেন এবং তাঁরা গালি পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী তাজুল ইসলাম। পৌরসভাগুলোতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সোমবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
মন্ত্রী বলেন, ইউনিয়নের মেম্বার বলেন, সারা দিন আমরা গালি দেই। সম্ভবত অনেক কারণও আছে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদকে আমরা গালি দেই। আমি মনে করি তাঁরা (গালি) পাওয়ার যোগ্য। কী কারণে? তাঁরা সঠিকভাবে সেবা দেন না এবং এ প্রতিষ্ঠানগুলো যে দুর্নীতিমুক্ত এটা বলা যাচ্ছে না। এ প্রতিষ্ঠানগুলো মানুষের যেসব দায়িত্ব পালন করার কথা সেগুলো ঠিকভাবে পালন করে না। এটা মোটামুটি প্রতিষ্ঠিত। এই ব্যর্থতা তাঁদের নয়, ব্যর্থতা আমার। আমাকে খুঁজে বের করতে হবে ব্যর্থতাটা কার। যে মানুষ জবাবদিহির আওতায় থাকবে না সে নষ্ট হবে। এ জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমরা জনপ্রতিনিধিদের ঠিক করতে পারিনি, জনপ্রতিনিধিদের ঠিক করার দায়িত্ব আমাদের। মেম্বারের পজিশন যে মর্যাদাপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় ৪৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন হচ্ছিল না উল্লেখ করে মন্ত্রী তাজুল বলেন, আমাদের নানা উদ্যোগের ফলে এখন ৮০ শতাংশের বেশি পৌরসভায় বেতন ক্লিয়ার আছে। পৌরসভায় সিইও দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। এটা করা হলে মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকে। জেলা পরিষদ ও পৌরসভায় অডিটর নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এতে স্বচ্ছতা আসবে, প্রতিষ্ঠান স্বনির্ভর হবে।
মন্ত্রী জানান, স্থানীয় সরকারের আইনগুলোতে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি আছে। সেগুলো পরিবর্তনে কাজ করছেন তাঁরা। স্থানীয় সরকারের কোনো প্রতিষ্ঠানে জনপ্রতিনিধির মেয়াদ উত্তীর্ণ হলে সেখানে প্রশাসক নিয়োগ করতে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো পরিবর্তন করা হচ্ছে।
সঠিকভাবে সেবা দিতে হলে সড়কের আইডি নম্বর থাকা দরকার। পৌরসভা ও সিটি করপোরেশনের সড়কে আইডি নম্বরের বিষয়ে অল্প সময়ের মধ্যে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী জানান, আইডি থাকলে সড়ক মেরামত করা হলো তার স্থায়িত্ব কত দিন, মেরামতের জন্য কত দিন পর টাকা দেওয়া হবে। একটা রাস্তা দুইবার দেখিয়ে টাকা নিচ্ছে কি-না, সেটিও সহজে ধরা যাবে। আইডি নম্বর করা হচ্ছে কোথাও অনিয়ম পাওয়া গেলে দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় এ জন্য। পৌরসভায় অটোমেশন করা নেই, এ জন্য কমিটি করে দেওয়া হয়েছে।
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সহসভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক মাসউদুল হক সংলাপে বক্তব্য রাখেন।
স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা সঠিকভাবে কাজ না করায় অনেকে তাঁদের গালি দেন এবং তাঁরা গালি পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী তাজুল ইসলাম। পৌরসভাগুলোতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সোমবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
মন্ত্রী বলেন, ইউনিয়নের মেম্বার বলেন, সারা দিন আমরা গালি দেই। সম্ভবত অনেক কারণও আছে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদকে আমরা গালি দেই। আমি মনে করি তাঁরা (গালি) পাওয়ার যোগ্য। কী কারণে? তাঁরা সঠিকভাবে সেবা দেন না এবং এ প্রতিষ্ঠানগুলো যে দুর্নীতিমুক্ত এটা বলা যাচ্ছে না। এ প্রতিষ্ঠানগুলো মানুষের যেসব দায়িত্ব পালন করার কথা সেগুলো ঠিকভাবে পালন করে না। এটা মোটামুটি প্রতিষ্ঠিত। এই ব্যর্থতা তাঁদের নয়, ব্যর্থতা আমার। আমাকে খুঁজে বের করতে হবে ব্যর্থতাটা কার। যে মানুষ জবাবদিহির আওতায় থাকবে না সে নষ্ট হবে। এ জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমরা জনপ্রতিনিধিদের ঠিক করতে পারিনি, জনপ্রতিনিধিদের ঠিক করার দায়িত্ব আমাদের। মেম্বারের পজিশন যে মর্যাদাপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় ৪৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন হচ্ছিল না উল্লেখ করে মন্ত্রী তাজুল বলেন, আমাদের নানা উদ্যোগের ফলে এখন ৮০ শতাংশের বেশি পৌরসভায় বেতন ক্লিয়ার আছে। পৌরসভায় সিইও দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। এটা করা হলে মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকে। জেলা পরিষদ ও পৌরসভায় অডিটর নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এতে স্বচ্ছতা আসবে, প্রতিষ্ঠান স্বনির্ভর হবে।
মন্ত্রী জানান, স্থানীয় সরকারের আইনগুলোতে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি আছে। সেগুলো পরিবর্তনে কাজ করছেন তাঁরা। স্থানীয় সরকারের কোনো প্রতিষ্ঠানে জনপ্রতিনিধির মেয়াদ উত্তীর্ণ হলে সেখানে প্রশাসক নিয়োগ করতে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো পরিবর্তন করা হচ্ছে।
সঠিকভাবে সেবা দিতে হলে সড়কের আইডি নম্বর থাকা দরকার। পৌরসভা ও সিটি করপোরেশনের সড়কে আইডি নম্বরের বিষয়ে অল্প সময়ের মধ্যে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী জানান, আইডি থাকলে সড়ক মেরামত করা হলো তার স্থায়িত্ব কত দিন, মেরামতের জন্য কত দিন পর টাকা দেওয়া হবে। একটা রাস্তা দুইবার দেখিয়ে টাকা নিচ্ছে কি-না, সেটিও সহজে ধরা যাবে। আইডি নম্বর করা হচ্ছে কোথাও অনিয়ম পাওয়া গেলে দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় এ জন্য। পৌরসভায় অটোমেশন করা নেই, এ জন্য কমিটি করে দেওয়া হয়েছে।
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সহসভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক মাসউদুল হক সংলাপে বক্তব্য রাখেন।
রাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
৪০ মিনিট আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৪ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১১ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
১২ ঘণ্টা আগে