নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৮ জনকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। এর আগে আজ সকালে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অন্য যাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম ও বিএনপির সমর্থক মাহমুদুস সালেহীন।
এর আগে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিজভী ও ভিপি নুরসহ আটজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি।
এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আসাদুজ্জামান মুন্সী গত শুক্রবার আটজনকে গ্রেপ্তার দেখানোসহ এই রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন রিজভী ও ভিপি নুরসহ অন্যান্য আসামির নির্দেশে ও ষড়যন্ত্রে অন্য আসামিরা সরকার উৎখাতের জন্য পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কার্যক্রম ও অগ্নিসংযোগ করে সরকারি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনের ব্যাপক ক্ষতিসাধন করেছে। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক মালামাল লুটপাট করে নিয়ে যায়। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ কোটি টাকার অধিক।
মামলা তদন্তকালে মামলার ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাইফুল ইসলাম আজ গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন।
বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় নুরকে ২৬ জুলাই পাঁচ দিনের রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে লাঠিসোঁটা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় পল্টন থানার মামলায় ১৯ জুলাই রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। এক দিনের রিমান্ড শেষে ২১ জুলাই তাঁকে কারাগারে পাঠানো হয়। অন্যদেরও ২৬ জুলাই টিভি ভবনে হামলার মামলায় কারাগারে পাঠানো হয়। আজ রিমান্ড শুনানির সময় প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে ১৮ জুলাই মেট্রো লাইনের নিচে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফুটওভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়েই একটি ট্রেন ছুটে যায়। পরে মেট্রোর চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন (১৯ জুলাই) বিকেলে কাজীপাড়া স্টেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ২২ জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬-এর উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) ইমান উদ্দীন কবীর বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা ৫–৬ হাজার জনকে। অগ্নিকাণ্ডের ঘটনায় মেট্রোরেলে ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন।
আদালতে নুরের বক্তব্য
আদালতে শুনানির সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বক্তব্য দেন। তিনি বলেন, এর আগে বনানী সেতু ভবনে হামলার মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নিয়ে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তাঁর ডান হাতে রক্ত জমাট বেঁধে গেছে বলে তিনি আদালতকে বলেন। তিনি আদালতকে বলেন, ‘আপনি আমার জীবন রক্ষা করতে পারেন (ইউ আর দ্যা সেভিয়ার, সেভ মাই লাইফ)।’
নুর আদালতকে আরও বলেন, ‘রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় আমার বিচিতে (অন্ডকোষ) লাথি দেওয়া হয়েছে। তবে চিকিৎসা করা হয়েছে। আবার রিমান্ডে যেন না নেওয়া হয়।’ নুর তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলার অনুমতি চাইলে আদালত অনুমতি দেন। অবশ্য নুর আদালতের বেঞ্চে বসে তাঁর স্ত্রীর সঙ্গে সব সময়ই কথা বলেছেন।
টুকুর বক্তব্য
আদালতে টুকু বলেন তাঁকেও এর আগে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। তাঁর চিকিৎসা প্রয়োজন। পুনরায় রিমান্ডে নিতে হলে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে রিমান্ডে নিতে আবেদন জানান।
গোলাম পরওয়ারের বক্তব্য
গোলাম পরওয়ার আদালতকে বলেন, `রিমান্ড চাইলেই আপনি রিমান্ড দিতে পারেন না। রিমান্ডে না পাঠিয়ে আমাদের প্রতি সুবিচার করা হোক। পরওয়ারের পক্ষে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার আবেদন করা হয়। আদালত আবেদনটি নথিভুক্ত রাখেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৮ জনকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। এর আগে আজ সকালে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অন্য যাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম ও বিএনপির সমর্থক মাহমুদুস সালেহীন।
এর আগে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিজভী ও ভিপি নুরসহ আটজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ডিবি।
এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আসাদুজ্জামান মুন্সী গত শুক্রবার আটজনকে গ্রেপ্তার দেখানোসহ এই রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন রিজভী ও ভিপি নুরসহ অন্যান্য আসামির নির্দেশে ও ষড়যন্ত্রে অন্য আসামিরা সরকার উৎখাতের জন্য পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কার্যক্রম ও অগ্নিসংযোগ করে সরকারি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনের ব্যাপক ক্ষতিসাধন করেছে। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক মালামাল লুটপাট করে নিয়ে যায়। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ কোটি টাকার অধিক।
মামলা তদন্তকালে মামলার ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাইফুল ইসলাম আজ গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন।
বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় নুরকে ২৬ জুলাই পাঁচ দিনের রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে লাঠিসোঁটা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের ঘটনায় পল্টন থানার মামলায় ১৯ জুলাই রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। এক দিনের রিমান্ড শেষে ২১ জুলাই তাঁকে কারাগারে পাঠানো হয়। অন্যদেরও ২৬ জুলাই টিভি ভবনে হামলার মামলায় কারাগারে পাঠানো হয়। আজ রিমান্ড শুনানির সময় প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে ১৮ জুলাই মেট্রো লাইনের নিচে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফুটওভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়েই একটি ট্রেন ছুটে যায়। পরে মেট্রোর চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন (১৯ জুলাই) বিকেলে কাজীপাড়া স্টেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ২২ জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬-এর উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) ইমান উদ্দীন কবীর বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা ৫–৬ হাজার জনকে। অগ্নিকাণ্ডের ঘটনায় মেট্রোরেলে ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন।
আদালতে নুরের বক্তব্য
আদালতে শুনানির সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বক্তব্য দেন। তিনি বলেন, এর আগে বনানী সেতু ভবনে হামলার মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নিয়ে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তাঁর ডান হাতে রক্ত জমাট বেঁধে গেছে বলে তিনি আদালতকে বলেন। তিনি আদালতকে বলেন, ‘আপনি আমার জীবন রক্ষা করতে পারেন (ইউ আর দ্যা সেভিয়ার, সেভ মাই লাইফ)।’
নুর আদালতকে আরও বলেন, ‘রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় আমার বিচিতে (অন্ডকোষ) লাথি দেওয়া হয়েছে। তবে চিকিৎসা করা হয়েছে। আবার রিমান্ডে যেন না নেওয়া হয়।’ নুর তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলার অনুমতি চাইলে আদালত অনুমতি দেন। অবশ্য নুর আদালতের বেঞ্চে বসে তাঁর স্ত্রীর সঙ্গে সব সময়ই কথা বলেছেন।
টুকুর বক্তব্য
আদালতে টুকু বলেন তাঁকেও এর আগে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। তাঁর চিকিৎসা প্রয়োজন। পুনরায় রিমান্ডে নিতে হলে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে রিমান্ডে নিতে আবেদন জানান।
গোলাম পরওয়ারের বক্তব্য
গোলাম পরওয়ার আদালতকে বলেন, `রিমান্ড চাইলেই আপনি রিমান্ড দিতে পারেন না। রিমান্ডে না পাঠিয়ে আমাদের প্রতি সুবিচার করা হোক। পরওয়ারের পক্ষে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার আবেদন করা হয়। আদালত আবেদনটি নথিভুক্ত রাখেন।
দেশে গত ১৫ বছরে ৮২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি দিয়েছে সরকার। এসব বিদ্যুৎকেন্দ্র শুধু ক্যাপাসিটি চার্জই (কেন্দ্রভাড়া) নিয়েছে ১ লাখ ৬ হাজার কোটি টাকা। এ ছাড়া বিনা দরপত্রে কেন্দ্র দেওয়ায় বিদ্যুতের দামও পড়েছে বেশি। সেই বাড়তি দাম গিয়ে পড়েছে সাধারণ ভোক্তার কাঁধে।
২৪ মিনিট আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্র
৮ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তাঁদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।
১৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অফ পার্টিস-২৯(কপ২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
১৩ ঘণ্টা আগে