নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘অধিকার সবার সমান। এ দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, আমরা এক মানুষ, এক অধিকার। এর মধ্যে কোনো পার্থক্য করিয়েন না। আমাদেরকে একটু সাহায্য করুন। ধৈর্য ধরেন, করতে পারলাম কী পারলাম না, সেটা পরে বিচার করবেন। যদি না পারি আমাদের দোষ দিয়েন।’
আজ মঙ্গলবার দুপুর ১২টার পরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ, মন্দিরের ব্যবস্থাপনা পর্ষদের কর্মকর্তা এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথও এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে। আমাদের অধিকারগুলো নিশ্চিত হউক। সমস্ত সমস্যার গোড়া হলো-আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি, সবকিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হচ্ছে। প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে।’
তিনি আরেও বলেন, ‘ন্যায়বিচার হলে কে বিচার পাবে না বলেন? আমি কি দেখতেছি যে, এটা কোন ধর্মের, জাতের, কোন ধরনের? তা কী আইনে বলা আছে? ওই সম্প্রদায়ের হলে ওই কোর্টে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে যাবে? আইন একটা! কার সাধ্য আছে বিভেদ করে যে-ওই রকম একটা, এ রকম একটা। এটা হতে পারে না। এটা এমন রোগ-মূলে যেতে হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেটা পেলে আমরা বাক্স্বাধীনতা পাব। এগুলো আছে, এগুলো নতুন কিছু না। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো আমাদের মূল লক্ষ্য।’
ড. ইউনূস বলেন, ‘আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন যে-আমি অমুক, আমি তমুক। এটা আবার পুরোনো খেলায় চলে গেলেন। আমাদের শিকার করার জন্য যারা বসে আছে, তারা শিকার করবে। আপনারা বলুন যে-আপনারা মানুষ, বাংলাদেশের মানুষ। আমার সাংবিধানিক অধিকার এই, আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন। আর কিচ্ছু চাইবেন না।’
হিন্দু সম্প্রদায়য়ের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনারা ক্ষোভের মধ্যে চলে যাইয়েন না। ক্ষোভের মধ্যে গেলেই বিভিন্ন রকম মারামারি লেগে যায়। একত্রে আসেন, এক আইনে। বলেন যে, আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে, আইনের অধিকার পাই না, বিচার পাই না—এটাই হলো আসল জিনিস। আমরা প্রাতিষ্ঠানিক যে আয়োজন করেছি, এটা বায়াস্ট একটা আয়োজন। একটা খুঁড়তে আরম্ভ করবেন, তারপর তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আমাদের নিয়ে যাইয়েন না।’
বৈঠকের বিষয়ে পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছি। তাঁর সঙ্গে আমাদের হৃদ্যতাপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘আপনি (প্রধান উপদেষ্টা) যে দিন বিমানবন্দরে এসেছেন, সেদিন আমাদের কথা বলেছেন। আমরা আশ্বস্ত হয়েছি, সাহস পেয়েছি। শপথ নেওয়ার স্বল্পতম সময়ে আমাদের কথা ফিল করে এখানে উপস্থিত হয়েছেন, আমরা সাহস পেয়েছি, আস্থা পেয়েছি। গত ৫৩ বছর ধরে আমাদের ওপর যত অপরাধ হয়েছে, তার একটি ঘটনারও বিচার হয়নি। এ বিচারহীনতা দূর হবে আশা করি। সাম্প্রতিক ঘটনাসহ অতীতের ঘটনা নিয়ে একটি কমিশন হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল হবে। দুর্বৃত্তরা বিচারের আওতায় আসবে।’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘অধিকার সবার সমান। এ দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, আমরা এক মানুষ, এক অধিকার। এর মধ্যে কোনো পার্থক্য করিয়েন না। আমাদেরকে একটু সাহায্য করুন। ধৈর্য ধরেন, করতে পারলাম কী পারলাম না, সেটা পরে বিচার করবেন। যদি না পারি আমাদের দোষ দিয়েন।’
আজ মঙ্গলবার দুপুর ১২টার পরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ, মন্দিরের ব্যবস্থাপনা পর্ষদের কর্মকর্তা এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথও এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে। আমাদের অধিকারগুলো নিশ্চিত হউক। সমস্ত সমস্যার গোড়া হলো-আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি, সবকিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হচ্ছে। প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে।’
তিনি আরেও বলেন, ‘ন্যায়বিচার হলে কে বিচার পাবে না বলেন? আমি কি দেখতেছি যে, এটা কোন ধর্মের, জাতের, কোন ধরনের? তা কী আইনে বলা আছে? ওই সম্প্রদায়ের হলে ওই কোর্টে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে যাবে? আইন একটা! কার সাধ্য আছে বিভেদ করে যে-ওই রকম একটা, এ রকম একটা। এটা হতে পারে না। এটা এমন রোগ-মূলে যেতে হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেটা পেলে আমরা বাক্স্বাধীনতা পাব। এগুলো আছে, এগুলো নতুন কিছু না। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো আমাদের মূল লক্ষ্য।’
ড. ইউনূস বলেন, ‘আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন যে-আমি অমুক, আমি তমুক। এটা আবার পুরোনো খেলায় চলে গেলেন। আমাদের শিকার করার জন্য যারা বসে আছে, তারা শিকার করবে। আপনারা বলুন যে-আপনারা মানুষ, বাংলাদেশের মানুষ। আমার সাংবিধানিক অধিকার এই, আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন। আর কিচ্ছু চাইবেন না।’
হিন্দু সম্প্রদায়য়ের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনারা ক্ষোভের মধ্যে চলে যাইয়েন না। ক্ষোভের মধ্যে গেলেই বিভিন্ন রকম মারামারি লেগে যায়। একত্রে আসেন, এক আইনে। বলেন যে, আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে, আইনের অধিকার পাই না, বিচার পাই না—এটাই হলো আসল জিনিস। আমরা প্রাতিষ্ঠানিক যে আয়োজন করেছি, এটা বায়াস্ট একটা আয়োজন। একটা খুঁড়তে আরম্ভ করবেন, তারপর তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আমাদের নিয়ে যাইয়েন না।’
বৈঠকের বিষয়ে পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছি। তাঁর সঙ্গে আমাদের হৃদ্যতাপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘আপনি (প্রধান উপদেষ্টা) যে দিন বিমানবন্দরে এসেছেন, সেদিন আমাদের কথা বলেছেন। আমরা আশ্বস্ত হয়েছি, সাহস পেয়েছি। শপথ নেওয়ার স্বল্পতম সময়ে আমাদের কথা ফিল করে এখানে উপস্থিত হয়েছেন, আমরা সাহস পেয়েছি, আস্থা পেয়েছি। গত ৫৩ বছর ধরে আমাদের ওপর যত অপরাধ হয়েছে, তার একটি ঘটনারও বিচার হয়নি। এ বিচারহীনতা দূর হবে আশা করি। সাম্প্রতিক ঘটনাসহ অতীতের ঘটনা নিয়ে একটি কমিশন হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল হবে। দুর্বৃত্তরা বিচারের আওতায় আসবে।’
কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
১ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
১ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
২ ঘণ্টা আগেঅল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ‘সেনপাই’ আরাফাত রহমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাংসিত ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অল এশিয়া ফুল কন্টাক্ট খিউকুশিন কারাতে চ্যাম্পিয়নশিপের ১৯-তম আসর।
২ ঘণ্টা আগে