নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে নির্বাচন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে আগামী ২০ জুলাই মতবিনিময় সভায় বসতে চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সভায় অংশ নেওয়ার জন্য ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্র গত ১৩ জুলাই সংশ্লিষ্টদের কাছে পাঠানোও হয়। কিন্তু হঠাৎ করে এই সভা স্থগিত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে জানান, কমিশনের সিদ্ধান্তে আরপিও নিয়ে সুচিন্তিত মতামত ও পরামর্শ নেওয়ার জন্য ২০ জুলাই অনুষ্ঠেয় সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
মতবিনিময় সভায় আমন্ত্রণ পেয়েছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ। সভাটি স্থগিতের বিষয়ে জানতে চাইলে আজ মঙ্গলবার রাতে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২০ জুলাইয়ের মতবিনিময় সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশনের এমন একটি চিঠি পেয়েছি। এ ছাড়া সভা স্থগিতের বিষয়টি আমাকে ফোন করেও জানানো হয়েছে।’
জানা যায়, মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য ২০ থেকে ২৫ জনকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণপত্রে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান। সম্প্রতি আরপিওর সংশোধনী বিল ২০২৩ জাতীয় সংসদে পাস হয়ে আইন হয়েছে। আরপিও নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্য অংশীজনদের মধ্যে আলোচনা-সমালোচনা হচ্ছে। এসব আলোচনা-সমালোচনা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে আরপিও নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা রয়েছে; যা দূর করা প্রয়োজন। এ জন্য নাগরিক সমাজ, নির্বাচন-বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
আমন্ত্রণপত্রে আরও বলা হয়, নির্বাচন কমিশন বিশ্বাস করে যে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নাগরিক সমাজ, নির্বাচন-বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরই অংশ হিসেবে সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে ২০ জুলাই বেলা ১১টায় নির্বাচন ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এখন সবাইকে চিঠি দিয়ে ও ফোন করে সভা স্থগিতের বিষয়টি জানিয়েছে কমিশন।
গত ৪ জুলাই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল, ২০২৩ সংসদে পাস হয়।
সম্প্রতি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে নির্বাচন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে আগামী ২০ জুলাই মতবিনিময় সভায় বসতে চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সভায় অংশ নেওয়ার জন্য ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্র গত ১৩ জুলাই সংশ্লিষ্টদের কাছে পাঠানোও হয়। কিন্তু হঠাৎ করে এই সভা স্থগিত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে জানান, কমিশনের সিদ্ধান্তে আরপিও নিয়ে সুচিন্তিত মতামত ও পরামর্শ নেওয়ার জন্য ২০ জুলাই অনুষ্ঠেয় সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
মতবিনিময় সভায় আমন্ত্রণ পেয়েছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ। সভাটি স্থগিতের বিষয়ে জানতে চাইলে আজ মঙ্গলবার রাতে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ২০ জুলাইয়ের মতবিনিময় সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশনের এমন একটি চিঠি পেয়েছি। এ ছাড়া সভা স্থগিতের বিষয়টি আমাকে ফোন করেও জানানো হয়েছে।’
জানা যায়, মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য ২০ থেকে ২৫ জনকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণপত্রে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান। সম্প্রতি আরপিওর সংশোধনী বিল ২০২৩ জাতীয় সংসদে পাস হয়ে আইন হয়েছে। আরপিও নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্য অংশীজনদের মধ্যে আলোচনা-সমালোচনা হচ্ছে। এসব আলোচনা-সমালোচনা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, প্রকৃতপক্ষে আরপিও নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা রয়েছে; যা দূর করা প্রয়োজন। এ জন্য নাগরিক সমাজ, নির্বাচন-বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
আমন্ত্রণপত্রে আরও বলা হয়, নির্বাচন কমিশন বিশ্বাস করে যে, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নাগরিক সমাজ, নির্বাচন-বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরই অংশ হিসেবে সবার সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে ২০ জুলাই বেলা ১১টায় নির্বাচন ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এখন সবাইকে চিঠি দিয়ে ও ফোন করে সভা স্থগিতের বিষয়টি জানিয়েছে কমিশন।
গত ৪ জুলাই গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল, ২০২৩ সংসদে পাস হয়।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
২ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৪ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৫ ঘণ্টা আগে