বিশেষ প্রতিনিধি, ঢাকা
প্রত্যাহারের ২০ দিন পর ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ২০ আগস্ট এসব জেলার ডিসি প্রত্যাহার করা হয়। শিগগিরই বাকি ৩৯ জেলার ডিসিদের প্রত্যাহার করে নতুন ডিসি পদায়ন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
যে জেলাগুলোয় আজ ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো হলো ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।
প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্যাকে ফরিদপুরে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে সিলেটে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরিদুর রহমানকে হবিগঞ্জে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (পিএস) মুফিদুল আলমকে ময়মনসিংহে, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমানকে শেরপুরে, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামকে কুষ্টিয়ায়, দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল আওয়ালকে (আইডি ১৫৫৩২) ঝিনাইদহে, অর্থনৈতিক সম্পর্কে বিভাগের উপসচিব অহিদুল ইসলামকে মাগুরায়, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালকে রংপুরে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধায় ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল আউয়ালকে (আইডি ১৫৯০১) নওগাঁর জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদের একান্ত সচিব (উপসচিব) রাজীব কুমার সরকার নাটোর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজা বগুড়া, বঙ্গবন্ধু হাই-টেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সাইদুজ্জামান জয়পুরহাট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাহউদ্দিন কক্সবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ফরিদা খানম চট্টগ্রাম, মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত উপসচিব ইসতিয়াক আহমেদ নোয়াখালী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন চাঁদপুর, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফীন গাজীপুর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিরুল কায়সার কুমিল্লা, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন মৌলভীবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনা এবং হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জের ডিসি হয়েছেন।
প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা গেছে, নতুন ডিসিদের মধ্যে বিসিএস ২৪ তম ব্যাচের ১৫ জন, ২৫ তম ব্যাচের ৭ জন এবং ২৭ তম ব্যাচের ৩ জন রয়েছেন। এর মধ্যে শুধু কুমিল্লা জেলারই তিনজন। তাঁরা হলেন সিলেটের ডিসি পি কে এম এনামুল করিম, কুষ্টিয়ার ফারহানা ইসলাম ও খুলনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এর মধ্যে সাইফুল ইসলাম কলকাতার বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন, আর ফারহানা ইসলাম গাজী টিভির সংবাদ পাঠিকা বলে জানা গেছে।
শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান সাবেক আইন বিচার ও সংসদবিষয়ক সচিব মইনুল কবিরের পিএস ছিলেন। ফরিদপুরের ডিসি কামরুল হাসান মোল্লা আওয়ামী লীগ সরকারের সময় সাভারের ইউএনও ছিলেন। তিনি ঢাকার ডিসি তানভীর আহমেদের ভগ্নিপতি। নাটোরের ডিসি রাজীব কুমার সরকারের শ্বশুর যতীন সরকার। তিনি ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
জয়পুরহাটের নবনিযুক্ত ডিসি মো. সাইদুজ্জামান টাঙ্গাইলের দেলদুয়ারের ইউএনও থাকা অবস্থায় ২১ ফেব্রুয়ারি অফিশিয়াল বনভোজনের আয়োজন করেছিলেন। এ কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছিল। আর চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিনকে গত ২৭ মার্চ রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করে বিগত আওয়ামী লীগ সরকার। এরপর আজ তাঁকে ডিসি পদে পদায়ন করা হলো।
প্রত্যাহারের ২০ দিন পর ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ২০ আগস্ট এসব জেলার ডিসি প্রত্যাহার করা হয়। শিগগিরই বাকি ৩৯ জেলার ডিসিদের প্রত্যাহার করে নতুন ডিসি পদায়ন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
যে জেলাগুলোয় আজ ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো হলো ঢাকা, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ।
প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্যাকে ফরিদপুরে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে সিলেটে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরিদুর রহমানকে হবিগঞ্জে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (পিএস) মুফিদুল আলমকে ময়মনসিংহে, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমানকে শেরপুরে, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামকে কুষ্টিয়ায়, দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল আওয়ালকে (আইডি ১৫৫৩২) ঝিনাইদহে, অর্থনৈতিক সম্পর্কে বিভাগের উপসচিব অহিদুল ইসলামকে মাগুরায়, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালকে রংপুরে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধায় ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আব্দুল আউয়ালকে (আইডি ১৫৯০১) নওগাঁর জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদের একান্ত সচিব (উপসচিব) রাজীব কুমার সরকার নাটোর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজা বগুড়া, বঙ্গবন্ধু হাই-টেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সাইদুজ্জামান জয়পুরহাট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাহউদ্দিন কক্সবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ফরিদা খানম চট্টগ্রাম, মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত উপসচিব ইসতিয়াক আহমেদ নোয়াখালী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন চাঁদপুর, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফীন গাজীপুর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিরুল কায়সার কুমিল্লা, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন মৌলভীবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনা এবং হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জের ডিসি হয়েছেন।
প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা গেছে, নতুন ডিসিদের মধ্যে বিসিএস ২৪ তম ব্যাচের ১৫ জন, ২৫ তম ব্যাচের ৭ জন এবং ২৭ তম ব্যাচের ৩ জন রয়েছেন। এর মধ্যে শুধু কুমিল্লা জেলারই তিনজন। তাঁরা হলেন সিলেটের ডিসি পি কে এম এনামুল করিম, কুষ্টিয়ার ফারহানা ইসলাম ও খুলনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এর মধ্যে সাইফুল ইসলাম কলকাতার বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন, আর ফারহানা ইসলাম গাজী টিভির সংবাদ পাঠিকা বলে জানা গেছে।
শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান সাবেক আইন বিচার ও সংসদবিষয়ক সচিব মইনুল কবিরের পিএস ছিলেন। ফরিদপুরের ডিসি কামরুল হাসান মোল্লা আওয়ামী লীগ সরকারের সময় সাভারের ইউএনও ছিলেন। তিনি ঢাকার ডিসি তানভীর আহমেদের ভগ্নিপতি। নাটোরের ডিসি রাজীব কুমার সরকারের শ্বশুর যতীন সরকার। তিনি ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
জয়পুরহাটের নবনিযুক্ত ডিসি মো. সাইদুজ্জামান টাঙ্গাইলের দেলদুয়ারের ইউএনও থাকা অবস্থায় ২১ ফেব্রুয়ারি অফিশিয়াল বনভোজনের আয়োজন করেছিলেন। এ কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছিল। আর চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিনকে গত ২৭ মার্চ রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করে বিগত আওয়ামী লীগ সরকার। এরপর আজ তাঁকে ডিসি পদে পদায়ন করা হলো।
কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
২ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৩ ঘণ্টা আগেঅল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ‘সেনপাই’ আরাফাত রহমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাংসিত ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অল এশিয়া ফুল কন্টাক্ট খিউকুশিন কারাতে চ্যাম্পিয়নশিপের ১৯-তম আসর।
৩ ঘণ্টা আগে