নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চুক্তিপত্রে উল্লেখিত দামের চেয়ে কম দামে চীনা সিনোফার্মের টিকা কিনছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ২৪ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভার পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাঁর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, আমরা চীনের সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনব দেড় কোটি ডোজ, সেটির অনুমোদন দিয়েছি। টিকার দাম সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগের তুলনায় কম দামে কিনছি। আগে যে দাম দিয়েছিলাম তার থেকেও কমে পাচ্ছি। এটার জন্য আমরা আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম, আবারও পেছনে পড়ার সম্ভাবনা আছে। এ পারচেজগুলো সিলেকটিভ পারচেজ। এগুলোর সম্পর্কে টেকনিক্যাল ডিটেইলস আপনাদের বলতে পারি না এবং বলাও সম্ভব হচ্ছে না। আমার বিশ্বাস, আপনারা এটা বুঝবেন এবং আমাদের সঙ্গে কো-অপারেশন করবেন।
চীনের এ টিকা কবে দেশে আসবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাঁরা বলতে পারবেন, ঠিক কোন সময়ে আসবে। এটা নিয়ে সবকিছু করা হয়েছে। সবকিছু ঠিক করা হয়েছে, এখন এটার ডিটেইলস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানতে পারবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রতি ডোজ টিকার জন্য ৩ হাজার টাকা খরচ হয়েছে, এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, যে প্রকল্প সেটি নিয়ে যতটুকু সম্ভব আলাপ করেছি। বাকিটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাবে।
এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, কিছু নন–ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (অপ্রকাশযোগ্য চুক্তি) আছে, যার সবকিছু বলা যায় না। ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা আমরা পাবো, তবে সেটা আগের চেয়ে কম দামে। আগে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি ডোজ। এর মধ্যে ২০ লাখ তারা আমাদের উপহার হিসেবে দিয়েছেন। যেহেতু ২০ লাখ উপহার দিয়েছে সে জন্য তারা আরও ২০ লাখ যোগ করে মোট দেড় কোটি ডোজ টিকা দিচ্ছে। ফলে আমরা আগের চুক্তির তুলনায় কম দামে দেড় কোটি ডোজ টিকা পাচ্ছি।
গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ কোভিড টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়। এরই মধ্যে চীন থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। তবে এটিকে এখন উপহারের টিকা বলে জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন। এর আগে উপহার হিসেবে চীনের কাছ থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
চুক্তিপত্রে উল্লেখিত দামের চেয়ে কম দামে চীনা সিনোফার্মের টিকা কিনছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ২৪ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভার পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাঁর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, আমরা চীনের সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনব দেড় কোটি ডোজ, সেটির অনুমোদন দিয়েছি। টিকার দাম সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগের তুলনায় কম দামে কিনছি। আগে যে দাম দিয়েছিলাম তার থেকেও কমে পাচ্ছি। এটার জন্য আমরা আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম, আবারও পেছনে পড়ার সম্ভাবনা আছে। এ পারচেজগুলো সিলেকটিভ পারচেজ। এগুলোর সম্পর্কে টেকনিক্যাল ডিটেইলস আপনাদের বলতে পারি না এবং বলাও সম্ভব হচ্ছে না। আমার বিশ্বাস, আপনারা এটা বুঝবেন এবং আমাদের সঙ্গে কো-অপারেশন করবেন।
চীনের এ টিকা কবে দেশে আসবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাঁরা বলতে পারবেন, ঠিক কোন সময়ে আসবে। এটা নিয়ে সবকিছু করা হয়েছে। সবকিছু ঠিক করা হয়েছে, এখন এটার ডিটেইলস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানতে পারবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রতি ডোজ টিকার জন্য ৩ হাজার টাকা খরচ হয়েছে, এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, যে প্রকল্প সেটি নিয়ে যতটুকু সম্ভব আলাপ করেছি। বাকিটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাবে।
এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, কিছু নন–ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (অপ্রকাশযোগ্য চুক্তি) আছে, যার সবকিছু বলা যায় না। ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা আমরা পাবো, তবে সেটা আগের চেয়ে কম দামে। আগে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি ডোজ। এর মধ্যে ২০ লাখ তারা আমাদের উপহার হিসেবে দিয়েছেন। যেহেতু ২০ লাখ উপহার দিয়েছে সে জন্য তারা আরও ২০ লাখ যোগ করে মোট দেড় কোটি ডোজ টিকা দিচ্ছে। ফলে আমরা আগের চুক্তির তুলনায় কম দামে দেড় কোটি ডোজ টিকা পাচ্ছি।
গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ কোভিড টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়। এরই মধ্যে চীন থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। তবে এটিকে এখন উপহারের টিকা বলে জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন। এর আগে উপহার হিসেবে চীনের কাছ থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
ফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
২৪ মিনিট আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৭ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৮ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৮ ঘণ্টা আগে