আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ
ঢাকার কাছেই। কিন্তু দেখার আছে অনেক কিছু; বিশেষ করে প্রকৃতি। বসন্ত ও গ্রীষ্মে মানিকগঞ্জ যেন রূপের ডালি নিয়ে অপেক্ষা করে। বিস্তীর্ণ সবুজ মাঠের শেষ প্রান্তে টকটকে লাল শিমুল কিংবা পলাশের দেখা পাওয়া এ অঞ্চলে খুব স্বাভাবিক। এর ওপর গ্রীষ্মে আছে কৃষ্ণচূড়া। ছাতার মতো কৃষ্ণচূড়াগাছের সবুজ পাতা ছাপিয়ে দেখা যাবে টকটকে লাল কৃষ্ণচূড়া।
একইভাবে সবুজ কোনো মাঠ কিংবা কেটে রাখা গমখেতের নয়নাভিরাম দৃশ্য। বসন্ত ও গ্রীষ্মে সবারই একবার করে যাওয়া উচিত মানিকগঞ্জের যেকোনো জায়গায়।
শুধু শিমুল, পলাশ কিংবা কৃষ্ণচূড়া নয়; পুরো মানিকগঞ্জের যেকোনো জায়গায় দেখা যাবে সবুজ পাতার প্রেক্ষাপটে ফুটে থাকা সাদা বরুণ। মানিকগঞ্জের ঘিওর, সিংগাইর, সাটুরিয়া, হরিরামপুর, শিবালয়, সদর, দৌলতপুর উপজেলার যেকোনো রাস্তা ধরে দেখা মিলবে এর।
ঢাকার খুব কাছে বলে মানিকগঞ্জের যেকোনো উপজেলা শহরে যেতে সময় লাগে কম। ঢাকার গাবতলী থেকে বাসে কিংবা খুব অল্প টাকায় গাড়ি ভাড়া করে এক দিন বা এক বেলার জন্য ঘুরে আসা যায় মানিকগঞ্জ থেকে। শুধু প্রকৃতি নয়; মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আছে বালিয়াটি জমিদারবাড়ি। সদর উপজেলার বেতিলায় আছে বেতিলা জমিদারবাড়ি। শিবালয় উপজেলায় আছে তেওতা জমিদারবাড়ি। এই জমিদারবাড়ি আবার কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত। মানিকগঞ্জের পাশেই আছে টাঙ্গাইলের নাগরপুর চৌধুরীবাড়ি। মূলত এটি জমিদার যদুনাথ চৌধুরীর বাড়ি।
ঢাকা থেকে এক দিনের সংক্ষিপ্ত ভ্রমণের জন্য মানিকগঞ্জ উপযুক্ত জায়গা। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকা হয়ে বা সরাসরি মানিকগঞ্জ আসা যায়।
ঢাকার কাছেই। কিন্তু দেখার আছে অনেক কিছু; বিশেষ করে প্রকৃতি। বসন্ত ও গ্রীষ্মে মানিকগঞ্জ যেন রূপের ডালি নিয়ে অপেক্ষা করে। বিস্তীর্ণ সবুজ মাঠের শেষ প্রান্তে টকটকে লাল শিমুল কিংবা পলাশের দেখা পাওয়া এ অঞ্চলে খুব স্বাভাবিক। এর ওপর গ্রীষ্মে আছে কৃষ্ণচূড়া। ছাতার মতো কৃষ্ণচূড়াগাছের সবুজ পাতা ছাপিয়ে দেখা যাবে টকটকে লাল কৃষ্ণচূড়া।
একইভাবে সবুজ কোনো মাঠ কিংবা কেটে রাখা গমখেতের নয়নাভিরাম দৃশ্য। বসন্ত ও গ্রীষ্মে সবারই একবার করে যাওয়া উচিত মানিকগঞ্জের যেকোনো জায়গায়।
শুধু শিমুল, পলাশ কিংবা কৃষ্ণচূড়া নয়; পুরো মানিকগঞ্জের যেকোনো জায়গায় দেখা যাবে সবুজ পাতার প্রেক্ষাপটে ফুটে থাকা সাদা বরুণ। মানিকগঞ্জের ঘিওর, সিংগাইর, সাটুরিয়া, হরিরামপুর, শিবালয়, সদর, দৌলতপুর উপজেলার যেকোনো রাস্তা ধরে দেখা মিলবে এর।
ঢাকার খুব কাছে বলে মানিকগঞ্জের যেকোনো উপজেলা শহরে যেতে সময় লাগে কম। ঢাকার গাবতলী থেকে বাসে কিংবা খুব অল্প টাকায় গাড়ি ভাড়া করে এক দিন বা এক বেলার জন্য ঘুরে আসা যায় মানিকগঞ্জ থেকে। শুধু প্রকৃতি নয়; মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আছে বালিয়াটি জমিদারবাড়ি। সদর উপজেলার বেতিলায় আছে বেতিলা জমিদারবাড়ি। শিবালয় উপজেলায় আছে তেওতা জমিদারবাড়ি। এই জমিদারবাড়ি আবার কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত। মানিকগঞ্জের পাশেই আছে টাঙ্গাইলের নাগরপুর চৌধুরীবাড়ি। মূলত এটি জমিদার যদুনাথ চৌধুরীর বাড়ি।
ঢাকা থেকে এক দিনের সংক্ষিপ্ত ভ্রমণের জন্য মানিকগঞ্জ উপযুক্ত জায়গা। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকা হয়ে বা সরাসরি মানিকগঞ্জ আসা যায়।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে