ভ্রমণ ডেস্ক
বাংলাদেশের যে কটি জায়গা রোমাঞ্চপ্রিয়দের কাছে আকর্ষণীয়, এর মধ্যে আন্ধারমানিক অন্যতম। এর ‘ভয়ংকর সৌন্দর্য’ তৈরি করবে স্থায়ী স্মৃতি। বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক। পাহাড়, ঝিরি, ঝরনা আর প্রকৃতি মিলিয়ে নির্মল রোমাঞ্চের জায়গা এটি।
সম্ভাব্য দর্শনীয় জায়গা পালংখিয়াং ঝরনা, নারিশ্যা ঝিরি মাইকোয়াপাড়া, চাইম্প্রা ঝিরি, বিভিন্ন পাড়া, কুরুকপাতা ট্রেইল, তৈনখাল।
যা সঙ্গে নেওয়া উচিত
জাতীয় পরিচয়পত্রের পাঁচ কপি ফটোকপি, হালকা ব্যাগপ্যাক, বাদাম, কিশমিশ, খেজুর, বিস্কুটের মতো শুকনা খাবার ও পানির বোতল, মশা থেকে বাঁচার ওষুধ, গামছা, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম, ব্রাশ, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট (বাধ্যতামূলক), মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক, স্লিপিং ব্যাগ।
যা মনে রাখতে হবে
লম্বা সময় হাঁটার মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করে নিন। নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করলে সমস্যা হবে না।
বাংলাদেশের যে কটি জায়গা রোমাঞ্চপ্রিয়দের কাছে আকর্ষণীয়, এর মধ্যে আন্ধারমানিক অন্যতম। এর ‘ভয়ংকর সৌন্দর্য’ তৈরি করবে স্থায়ী স্মৃতি। বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক। পাহাড়, ঝিরি, ঝরনা আর প্রকৃতি মিলিয়ে নির্মল রোমাঞ্চের জায়গা এটি।
সম্ভাব্য দর্শনীয় জায়গা পালংখিয়াং ঝরনা, নারিশ্যা ঝিরি মাইকোয়াপাড়া, চাইম্প্রা ঝিরি, বিভিন্ন পাড়া, কুরুকপাতা ট্রেইল, তৈনখাল।
যা সঙ্গে নেওয়া উচিত
জাতীয় পরিচয়পত্রের পাঁচ কপি ফটোকপি, হালকা ব্যাগপ্যাক, বাদাম, কিশমিশ, খেজুর, বিস্কুটের মতো শুকনা খাবার ও পানির বোতল, মশা থেকে বাঁচার ওষুধ, গামছা, সানগ্লাস, হ্যাট, সান ক্রিম, ব্রাশ, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট (বাধ্যতামূলক), মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক, স্লিপিং ব্যাগ।
যা মনে রাখতে হবে
লম্বা সময় হাঁটার মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করে নিন। নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করলে সমস্যা হবে না।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে