নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চেরাপুঞ্জি মানেই বৃষ্টি। জুলাই-আগস্ট মাসে এই অঞ্চলে যাওয়ার ভালো সময়। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত।
তামাবিল থেকে চেরাপুঞ্জি যেতে ঘুরতে হবে প্রায় ৬০ কিলোমিটার পাহাড়ি পথ। পাহাড়চূড়ার আঁকাবাঁকা পথে চলতে চলতে দেখা মিলবে মেঘে ঢাকা অসাধারণ সুন্দর সব পাহাড়ের। এর একদিকে পাহাড়ের ঢালে সরু রাস্তা যেমন আছে, আরেক দিকে আছে গভীর খাদ।
চেরাবাজার ঘিরেই চেরাপুঞ্জি গ্রাম। এই জায়গাটি বিখ্যাত চুনাপাথরের গুহা, কয়লা ও মধুর জন্য। চেরাপুঞ্জির কাছে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে মাওসিনরাম। সেখানেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মাওসিনরামে আছে প্রাচীন গুহায় স্ট্যালাগ মাধই পাথরের শিবলিঙ্গ। চেরাপুঞ্জির আরেক আকর্ষণ বিশ্বের চতুর্থ উচ্চতম জলপ্রপাত মোসমাই ফলস। এ ছাড়া ডাবল ডেকার রুট ব্রিজ, মোসমাই কেভ, রামকৃষ্ণ মিশন, সেভেন সিস্টার্স ফল, ইকো পার্ক, মকটক ভিউ পয়েন্টসহ বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে চেরাপুঞ্জিজুড়ে।
বৃষ্টির মৌসুমে চেরাপুঞ্জির পাশাপাশি মেঘালয়ের রাজধানী শিলং থেকেও ঘুরে আসা সম্ভব। অনেকেই বলেন, দার্জিলিং যদি হয় রূপের রানি তা হলে শিলং হচ্ছে রাজা। মেঘালয়ের সাধারণ মানুষেরা খাসিয়া ভাষায় কথা বললেও পর্যটকদের সঙ্গে হিন্দি-ইংরেজি মেশানো এক মিশ্র ভাষায় কথা বলেন।
চেরাপুঞ্জি মানেই বৃষ্টি। জুলাই-আগস্ট মাসে এই অঞ্চলে যাওয়ার ভালো সময়। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত।
তামাবিল থেকে চেরাপুঞ্জি যেতে ঘুরতে হবে প্রায় ৬০ কিলোমিটার পাহাড়ি পথ। পাহাড়চূড়ার আঁকাবাঁকা পথে চলতে চলতে দেখা মিলবে মেঘে ঢাকা অসাধারণ সুন্দর সব পাহাড়ের। এর একদিকে পাহাড়ের ঢালে সরু রাস্তা যেমন আছে, আরেক দিকে আছে গভীর খাদ।
চেরাবাজার ঘিরেই চেরাপুঞ্জি গ্রাম। এই জায়গাটি বিখ্যাত চুনাপাথরের গুহা, কয়লা ও মধুর জন্য। চেরাপুঞ্জির কাছে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে মাওসিনরাম। সেখানেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মাওসিনরামে আছে প্রাচীন গুহায় স্ট্যালাগ মাধই পাথরের শিবলিঙ্গ। চেরাপুঞ্জির আরেক আকর্ষণ বিশ্বের চতুর্থ উচ্চতম জলপ্রপাত মোসমাই ফলস। এ ছাড়া ডাবল ডেকার রুট ব্রিজ, মোসমাই কেভ, রামকৃষ্ণ মিশন, সেভেন সিস্টার্স ফল, ইকো পার্ক, মকটক ভিউ পয়েন্টসহ বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে চেরাপুঞ্জিজুড়ে।
বৃষ্টির মৌসুমে চেরাপুঞ্জির পাশাপাশি মেঘালয়ের রাজধানী শিলং থেকেও ঘুরে আসা সম্ভব। অনেকেই বলেন, দার্জিলিং যদি হয় রূপের রানি তা হলে শিলং হচ্ছে রাজা। মেঘালয়ের সাধারণ মানুষেরা খাসিয়া ভাষায় কথা বললেও পর্যটকদের সঙ্গে হিন্দি-ইংরেজি মেশানো এক মিশ্র ভাষায় কথা বলেন।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে