আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমার মুখে অনেক লোম। ঘরোয়া উপায়ে এই লোম অপসারণ করার কার্যকরী উপায় আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল
চিনি আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে হোম মেইড ওয়াক্স বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে ওয়াক্স করার পদ্ধতি না জানলে ভালো পারলারে গিয়ে করানো উত্তম।
প্রশ্ন: আমি প্রায় ১৫ বছর ধরে হাত ও পা শেভ করি। শেভিংয়ের আগে চিনি ও মধু দিয়ে স্ক্র্যাব করে নিই, যাতে কমনীয়তা থাকে এবং শেভিংয়ে সুবিধা হয়। এখন পর্যন্ত ত্বকে কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। কিন্তু পায়ের লোমকূপগুলো এখন একটু বড় দেখায়। পাশাপাশি শেভিংয়ের দু-এক দিন পর পায়ে খুব চুলকায়। হাতে এমনটা হয় না। কী করতে পারি?
ফ্লোরা নাজিয়া, চট্টগ্রাম
শেভ না করে ওয়াক্স করালে ত্বকের এই সমস্যা কমে যাবে। শেভ শেষে ফিটকিরি পানিতে ভিজিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর আফটার শেভ বাম ব্যবহার করতে হবে।
প্রশ্ন: সামনে আমার বিয়ে। হাতে ও পায়ে ভারী লোম আছে। পারলার থেকে বলেছে, হাতের হেয়ার রিমুভ করিয়ে নিতে। নয়তো মেকআপ বসানো যাবে না। প্রশ্ন হলো, একবার রিমোট করলে পরে আরও ভারী হয়ে উঠবে না লোমগুলো?
পিউ কুহকী, ভৈরব
ওয়াক্স নিরাপদ মাধ্যম। তবে অবশ্যই ভালো ব্র্যান্ড এবং দক্ষ হাতে করাতে হবে। কিছু ওয়াক্স আছে ব্যবহার করলে লোমকূপগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে লোম ওঠা কমিয়ে দেয়।
প্রশ্ন: শরীরের লোম কমতে পারে এমন কোনো কার্যকরী প্যাক আছে কি, যা ব্যবহারে ভালো ফল পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
সায়েন্টিফিক কোনো পদ্ধতি নেই। কিন্তু বাড়িতে ওয়াক্স করতে পারেন।
পরামর্শ দিয়েছেন:শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
প্রশ্ন: আমার মুখে অনেক লোম। ঘরোয়া উপায়ে এই লোম অপসারণ করার কার্যকরী উপায় আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল
চিনি আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে হোম মেইড ওয়াক্স বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে ওয়াক্স করার পদ্ধতি না জানলে ভালো পারলারে গিয়ে করানো উত্তম।
প্রশ্ন: আমি প্রায় ১৫ বছর ধরে হাত ও পা শেভ করি। শেভিংয়ের আগে চিনি ও মধু দিয়ে স্ক্র্যাব করে নিই, যাতে কমনীয়তা থাকে এবং শেভিংয়ে সুবিধা হয়। এখন পর্যন্ত ত্বকে কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। কিন্তু পায়ের লোমকূপগুলো এখন একটু বড় দেখায়। পাশাপাশি শেভিংয়ের দু-এক দিন পর পায়ে খুব চুলকায়। হাতে এমনটা হয় না। কী করতে পারি?
ফ্লোরা নাজিয়া, চট্টগ্রাম
শেভ না করে ওয়াক্স করালে ত্বকের এই সমস্যা কমে যাবে। শেভ শেষে ফিটকিরি পানিতে ভিজিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর আফটার শেভ বাম ব্যবহার করতে হবে।
প্রশ্ন: সামনে আমার বিয়ে। হাতে ও পায়ে ভারী লোম আছে। পারলার থেকে বলেছে, হাতের হেয়ার রিমুভ করিয়ে নিতে। নয়তো মেকআপ বসানো যাবে না। প্রশ্ন হলো, একবার রিমোট করলে পরে আরও ভারী হয়ে উঠবে না লোমগুলো?
পিউ কুহকী, ভৈরব
ওয়াক্স নিরাপদ মাধ্যম। তবে অবশ্যই ভালো ব্র্যান্ড এবং দক্ষ হাতে করাতে হবে। কিছু ওয়াক্স আছে ব্যবহার করলে লোমকূপগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে লোম ওঠা কমিয়ে দেয়।
প্রশ্ন: শরীরের লোম কমতে পারে এমন কোনো কার্যকরী প্যাক আছে কি, যা ব্যবহারে ভালো ফল পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
সায়েন্টিফিক কোনো পদ্ধতি নেই। কিন্তু বাড়িতে ওয়াক্স করতে পারেন।
পরামর্শ দিয়েছেন:শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
ব্যাগ কেনার আগে কিছু বিষয় বিবেচনায় রাখা ভালো। ব্যাগের আকার ও রং ব্যবহারকারীর ব্যক্তিত্বে ছাপ রাখে বেশ গভীরভাবে।
১৯ ঘণ্টা আগেসংবেদনশীল ত্বকের মানুষ সারা বছর ত্বকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এ ধরনের ত্বক আবহাওয়ার পরিবর্তন, দূষণ বা ত্বকের অনুপযুক্ত প্রসাধনীতে প্রভাবিত হতে পারে।
১৯ ঘণ্টা আগেশীতের হিমেল হাওয়া থেকে বাঁচতে বাইকারদের পোশাক নিয়ে থাকতে হয় সচেতন। তাই এ সময় বাইকারদের পোশাকে আসে বিশেষ পরিবর্তন। বাইকারদের পোশাক যেমন শীত নিবারক হতে হয়, তেমনি হতে হয় আরামদায়ক। কী কী থাকবে সে পোশাকে?
১৯ ঘণ্টা আগেএই ফুলের সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত ফরাসি আবিষ্কারক লুই অটোইন ডি বোগেনভিলিয়ার নাম। তাঁর নামেই এ গাছের নাম রাখা হয়েছিল বোগেনভিলিয়া। আর এটিকে বাংলায় প্রথম বাগানবিলাস বলে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কমবেশি সারা বছর ফুল দেখা গেলেও
২০ ঘণ্টা আগে