নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গরম পড়েছে বেশ। এ সময় আরাম দেয় ঢিলেঢালা পোশাক। একটা সময় ফিটিং জামাকাপড়ের দাপট থাকলেও গত কয়েক বছরে ঢিলেঢালা পোশাক তরুণীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কামিজ, কুর্তা বা ওয়েস্টার্ন পোশাকের ক্ষেত্রে নারীরা পছন্দ করছেন লুজ ফিক্সিংয়ের জামাকাপড়। তবে এসব পোশাকে সুতির পাশাপাশি জর্জেট, লিনেন, সাটিন, অরগাঞ্জা ফ্যাব্রিকসও বেছে নিচ্ছেন তরুণীরা; বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ও কর্মজীবী নারীদের কাছে এসব ফ্যাব্রিকস প্রাধান্য পাচ্ছে। এর একটা বড় কারণ হলো, এসব কাপড় সহজে পরিষ্কার করা যায়, ঘামে ভিজলে দ্রুত শুকায় এবং ইস্তিরি করার ঝামেলা থাকে না। এ ছাড়া ক্লাস বা অফিসের পর কোনো অনুষ্ঠানে যেতে হলেও এসব পোশাক পরে যাওয়া যায়।
আরাম ও স্বচ্ছন্দের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ফ্যাশন হাউস কে ক্র্যাফটের সাব ব্র্যান্ড ইয়াংকে এনেছে তরুণীদের জন্য ট্রেন্ডি পোশাক। গরমের উপযোগী কুর্তি, এ লাইন টপস, স্ট্রেইট কাট টপস, বেলন স্লিভ টপস, টিউনিক, কোট গাউন, কাফতান, পঞ্চ, শার্ট, পলো ছাড়াও টপস-স্কার্ট সেট, টপস-পালাজো সেট, পার্টি ওয়্যার ও বিভিন্ন প্যাটার্নের বটম ওয়্যার নকশা করেছে তারা। এসব পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে শুভ্র ও প্রশান্তিদায়ক হালকা শেডের রঙের পাশাপাশি উজ্জ্বল রং।
এসব পোশাকের প্যাটার্নে আনা হয়েছে ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে দেশি ঘরানার ফিউশন। এসব পোশাক যাতে নিত্যকার ব্যবহার ছাড়া সন্ধ্যাকালীন অনুষ্ঠানেও পরা যায়, সে জন্য ব্যবহার করা হয়েছে ফ্লোরাল, জিওমেট্রিক ও মিক্সড মোটিফ। নকশা ফুটিয়ে তুলতে মিডিয়া হিসেবে কারচুপি, এমব্রয়ডারি ছাড়াও সিকুইনের ব্যবহার হয়েছে।
গরম পড়েছে বেশ। এ সময় আরাম দেয় ঢিলেঢালা পোশাক। একটা সময় ফিটিং জামাকাপড়ের দাপট থাকলেও গত কয়েক বছরে ঢিলেঢালা পোশাক তরুণীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কামিজ, কুর্তা বা ওয়েস্টার্ন পোশাকের ক্ষেত্রে নারীরা পছন্দ করছেন লুজ ফিক্সিংয়ের জামাকাপড়। তবে এসব পোশাকে সুতির পাশাপাশি জর্জেট, লিনেন, সাটিন, অরগাঞ্জা ফ্যাব্রিকসও বেছে নিচ্ছেন তরুণীরা; বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ও কর্মজীবী নারীদের কাছে এসব ফ্যাব্রিকস প্রাধান্য পাচ্ছে। এর একটা বড় কারণ হলো, এসব কাপড় সহজে পরিষ্কার করা যায়, ঘামে ভিজলে দ্রুত শুকায় এবং ইস্তিরি করার ঝামেলা থাকে না। এ ছাড়া ক্লাস বা অফিসের পর কোনো অনুষ্ঠানে যেতে হলেও এসব পোশাক পরে যাওয়া যায়।
আরাম ও স্বচ্ছন্দের কথা বিবেচনায় রেখে গরমে পরার জন্য ফ্যাশন হাউস কে ক্র্যাফটের সাব ব্র্যান্ড ইয়াংকে এনেছে তরুণীদের জন্য ট্রেন্ডি পোশাক। গরমের উপযোগী কুর্তি, এ লাইন টপস, স্ট্রেইট কাট টপস, বেলন স্লিভ টপস, টিউনিক, কোট গাউন, কাফতান, পঞ্চ, শার্ট, পলো ছাড়াও টপস-স্কার্ট সেট, টপস-পালাজো সেট, পার্টি ওয়্যার ও বিভিন্ন প্যাটার্নের বটম ওয়্যার নকশা করেছে তারা। এসব পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে শুভ্র ও প্রশান্তিদায়ক হালকা শেডের রঙের পাশাপাশি উজ্জ্বল রং।
এসব পোশাকের প্যাটার্নে আনা হয়েছে ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে দেশি ঘরানার ফিউশন। এসব পোশাক যাতে নিত্যকার ব্যবহার ছাড়া সন্ধ্যাকালীন অনুষ্ঠানেও পরা যায়, সে জন্য ব্যবহার করা হয়েছে ফ্লোরাল, জিওমেট্রিক ও মিক্সড মোটিফ। নকশা ফুটিয়ে তুলতে মিডিয়া হিসেবে কারচুপি, এমব্রয়ডারি ছাড়াও সিকুইনের ব্যবহার হয়েছে।
দেশে ভ্রমণের ক্ষেত্রে সিলেট যেন এক মহারানি। চা-বাগান, পাহাড়, নদী, ঝরনা, বিল কী নেই এ জেলায়। এ জেলারই এক উপজেলা জৈন্তাপুর। এখানে দেখা যাবে নীল পানির সারি নদী, চা-বাগান আর লাল শাপলার বিল। শীতে বেরিয়ে পড়বেন না কি?...
৬ ঘণ্টা আগেদিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৪ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৪ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৪ দিন আগে