শারমিন কচি
প্রশ্ন: গর্ভকালের প্রথম তিন মাস চলছে। থাইরয়েড হরমোন একটু বেশি আছে। মুখ ও সারা শরীরে লোম অনেক বেড়ে গেছে। মুখে গজানো কালো কালো লোম সহজেই দৃশ্যমান। আমার কি ফেয়ার পলিশ বা ব্লিচ করা উচিত হবে? ওয়্যাক্সিং কি এ সময়ে নিরাপদ?
পিংকি আক্তার, সিলেট
গর্ভকালে সাধারণ পারলারগুলোয় ফেয়ার পলিশ বা ব্লিচ না করাই ভালো। এতে সমস্যা হতে পারে। এই প্যাকের ঘ্রাণটা ক্ষতিকর। তবে এগুলোর পরিবর্তে হোয়াইটেনিং বা ডি-ট্যান ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। তবে ফেয়ার পলিশ যদি করতেই হয় তাহলে দক্ষ ত্বক বিশেষজ্ঞের হাতেই করতে হবে। এ সময় ওয়্যাক্স করানো নিরাপদ। তবে আগে জানতে হবে আপনার থ্রেডিং ও ওয়্যাক্সিংয়ে অ্যালার্জি রয়েছে কি না।
প্রশ্ন: চুল খুব শুষ্ক হয়ে যাচ্ছে। চুলের নিচের অংশ শক্ত হয়ে গেছে। সপ্তাহে দুই দিন তেল দিচ্ছি। ঠান্ডার সমস্যা থাকার কারণে চুলে প্যাক লাগাতে পারছি না। কীভাবে চুল মসৃণ হতে পারে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
চুলে শুধু তেল ম্যাসাজ না করে তাতে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিতে পারেন। এই ঋতুতে অবশ্যই মাসে দুই দিন ভালো স্যালনে গিয়ে চুলে উইথ স্টিম প্রোটিন ট্রিটমেন্ট নিতে হবে। এ ছাড়া ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্টও নিতে পারেন। এর বাইরে প্রতিদিন চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে অথবা হেয়ার মাস্ক। চুলে সেরাম ব্যবহার করলেও চুল নমনীয় হবে। ভিটামিন ই সম্পূরক খেয়ে দেখতে পারেন। এতে সমস্যা অনেকটাই কমে যেতে পারে।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: গর্ভকালের প্রথম তিন মাস চলছে। থাইরয়েড হরমোন একটু বেশি আছে। মুখ ও সারা শরীরে লোম অনেক বেড়ে গেছে। মুখে গজানো কালো কালো লোম সহজেই দৃশ্যমান। আমার কি ফেয়ার পলিশ বা ব্লিচ করা উচিত হবে? ওয়্যাক্সিং কি এ সময়ে নিরাপদ?
পিংকি আক্তার, সিলেট
গর্ভকালে সাধারণ পারলারগুলোয় ফেয়ার পলিশ বা ব্লিচ না করাই ভালো। এতে সমস্যা হতে পারে। এই প্যাকের ঘ্রাণটা ক্ষতিকর। তবে এগুলোর পরিবর্তে হোয়াইটেনিং বা ডি-ট্যান ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। তবে ফেয়ার পলিশ যদি করতেই হয় তাহলে দক্ষ ত্বক বিশেষজ্ঞের হাতেই করতে হবে। এ সময় ওয়্যাক্স করানো নিরাপদ। তবে আগে জানতে হবে আপনার থ্রেডিং ও ওয়্যাক্সিংয়ে অ্যালার্জি রয়েছে কি না।
প্রশ্ন: চুল খুব শুষ্ক হয়ে যাচ্ছে। চুলের নিচের অংশ শক্ত হয়ে গেছে। সপ্তাহে দুই দিন তেল দিচ্ছি। ঠান্ডার সমস্যা থাকার কারণে চুলে প্যাক লাগাতে পারছি না। কীভাবে চুল মসৃণ হতে পারে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
চুলে শুধু তেল ম্যাসাজ না করে তাতে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিতে পারেন। এই ঋতুতে অবশ্যই মাসে দুই দিন ভালো স্যালনে গিয়ে চুলে উইথ স্টিম প্রোটিন ট্রিটমেন্ট নিতে হবে। এ ছাড়া ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্টও নিতে পারেন। এর বাইরে প্রতিদিন চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে অথবা হেয়ার মাস্ক। চুলে সেরাম ব্যবহার করলেও চুল নমনীয় হবে। ভিটামিন ই সম্পূরক খেয়ে দেখতে পারেন। এতে সমস্যা অনেকটাই কমে যেতে পারে।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
দেশে ভ্রমণের ক্ষেত্রে সিলেট যেন এক মহারানি। চা-বাগান, পাহাড়, নদী, ঝরনা, বিল কী নেই এ জেলায়। এ জেলারই এক উপজেলা জৈন্তাপুর। এখানে দেখা যাবে নীল পানির সারি নদী, চা-বাগান আর লাল শাপলার বিল। শীতে বেরিয়ে পড়বেন না কি?...
৯ ঘণ্টা আগেদিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৪ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৪ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৪ দিন আগে