মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
স্যুট-বুট-টাই পরার চল এসেছে ইউরোপ থেকে। স্যুট বলতে আসলে শার্ট, প্যান্ট, কোট, ওয়েস্ট কোট, টাই কিংবা বো-টাই—এই পাঁচটি অংশকে একসঙ্গে বোঝায়। নিজেকে নান্দনিক রূপে প্রদর্শনের জন্য এবং স্মার্ট পারসোনালিটি প্রকাশে স্যুটের জুড়ি নেই। করপোরেট অফিসে স্য়ুট পরার নিয়ম আছে। আবার বিয়ে ও বিশেষ অনুষ্ঠানেও অনেকে স্যুট পরতে ভালোবাসেন। আমাদের দেশে শীতকালে অনেককে স্য়ুট পরতে দেখা যায়। হয়তো অনেকের অজানা, স্যুট পরারও কিছু নিয়ম রয়েছে। অন্তত পাঁচটি নিয়ম জানা থাকলে স্যুটে আপনি আকর্ষণীয় হয়ে উঠবেন।
১. শার্ট
ফরমাল শার্ট হিসেবে সাধারণত হালকা রঙের শার্টই বেছে নেওয়া হয়। রংচঙা ক্যাজুয়াল শার্ট কোনোভাবে স্যুটের সঙ্গে পরা যাবে না। স্য়ুট পরার সময় শার্টের রং খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন রঙের শার্ট থাকলেও ফরমাল গেটআপের ক্ষেত্রে স্প্রেড কলার বা পয়েন্ট কলার শার্ট পরাই ভালো। স্প্রেড কলার শার্ট বিভিন্ন মিটিংয়ের জন্য পরা যায়। আর বিভিন্ন পার্টি বা ডিনার ডেটে স্যুট পরার ক্ষেত্রে পয়েন্ট কলার শার্ট পরা যেতে পারে। স্প্রেড কলারে টাই পরা হয় সব সময়। আর ঘরোয়া অনুষ্ঠানে পয়েন্ট কলার শার্ট ক্ষেত্রবিশেষে টাই ছাড়াও পরতে পারেন। স্য়ুট পরার ক্ষেত্রে কখনোই বাটন-ডাউন শার্ট বাছাই করবেন না। এতে সৌন্দর্যহানি হয়।
২. প্যান্ট
ফরমাল প্যান্টের ফিটিংস ভালো হতে হবে; অর্থাৎ প্যান্ট স্ট্রেইট কাট হবে আর লম্বায় এমন হতে হবে যেন তা পায়ের পাতায় এসে ভাঁজ হয়ে না থাকে। স্যুটের প্যান্টের রঙের সঙ্গে কোট ও ওয়েস্ট কোটের রঙের মিল থাকা চাই।
৩. কোট
কোটে যদি তিনটি বোতাম থাকে, তাহলে মাঝের বোতাম সব সময় লাগিয়ে রাখতে হবে। নিচের বোতাম সব সময় খোলা রাখতে হবে। আর যদি দুই বোতামের কোট হয়, তাহলে ওপরের বোতাম সব সময় লাগিয়ে রাখতে হবে আর নিচের বোতাম সব সময় খোলা রাখতে হবে। বসার আগে স্যুটের সব বোতাম খুলে তারপর বসতে হবে। আবার ওঠার পর বোতাম লাগিয়ে নিতে হবে। কোটের হাতার মাপ যেন ঠিক থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। এই ভুল খুব বেশি হয়। কোটের হাতা এমন হতে হবে যেন তা শার্টের হাতা একদম ঢেকে না ফেলে বা শার্টের হাতার অনেক অংশ বের হয়ে থাকে। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, কোটের হাতা এমন হতে হবে যাতে শার্টের হাতার ১ ইঞ্চির ৪ ভাগের ১ ভাগ পর্যন্ত দেখা যায়।
৪. ওয়েস্ট কোট
এখন অনেকে অফিসে ওয়েস্ট কোট পরেন না। পরতে হলে অবশ্যই কোটের রঙের সঙ্গে মিলিয়ে পরতে হবে।
৫. টাই বা বো-টাই
স্যুটের সঙ্গে যে ধরনের টাই পরা হয়, সেগুলোর রং সাধারণত শার্টের রঙের চেয়ে গাঢ় হয়। কোনোভাবেই শার্টের চেয়ে হালকা রঙের টাই পরা ঠিক হবে না। টাই প্যান্টের বেল্ট লাইন পর্যন্ত লম্বা হতে হবে। স্য়ুটের সঙ্গে ছোট টাই পরা একে তো নিয়মবহির্ভূত, দেখতেও বেমানান লাগে। তবে টাই পরতে না চাইলে বো-টাইও
বেছে নেওয়া যেতে পারে।
স্যুট-বুট-টাই পরার চল এসেছে ইউরোপ থেকে। স্যুট বলতে আসলে শার্ট, প্যান্ট, কোট, ওয়েস্ট কোট, টাই কিংবা বো-টাই—এই পাঁচটি অংশকে একসঙ্গে বোঝায়। নিজেকে নান্দনিক রূপে প্রদর্শনের জন্য এবং স্মার্ট পারসোনালিটি প্রকাশে স্যুটের জুড়ি নেই। করপোরেট অফিসে স্য়ুট পরার নিয়ম আছে। আবার বিয়ে ও বিশেষ অনুষ্ঠানেও অনেকে স্যুট পরতে ভালোবাসেন। আমাদের দেশে শীতকালে অনেককে স্য়ুট পরতে দেখা যায়। হয়তো অনেকের অজানা, স্যুট পরারও কিছু নিয়ম রয়েছে। অন্তত পাঁচটি নিয়ম জানা থাকলে স্যুটে আপনি আকর্ষণীয় হয়ে উঠবেন।
১. শার্ট
ফরমাল শার্ট হিসেবে সাধারণত হালকা রঙের শার্টই বেছে নেওয়া হয়। রংচঙা ক্যাজুয়াল শার্ট কোনোভাবে স্যুটের সঙ্গে পরা যাবে না। স্য়ুট পরার সময় শার্টের রং খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন রঙের শার্ট থাকলেও ফরমাল গেটআপের ক্ষেত্রে স্প্রেড কলার বা পয়েন্ট কলার শার্ট পরাই ভালো। স্প্রেড কলার শার্ট বিভিন্ন মিটিংয়ের জন্য পরা যায়। আর বিভিন্ন পার্টি বা ডিনার ডেটে স্যুট পরার ক্ষেত্রে পয়েন্ট কলার শার্ট পরা যেতে পারে। স্প্রেড কলারে টাই পরা হয় সব সময়। আর ঘরোয়া অনুষ্ঠানে পয়েন্ট কলার শার্ট ক্ষেত্রবিশেষে টাই ছাড়াও পরতে পারেন। স্য়ুট পরার ক্ষেত্রে কখনোই বাটন-ডাউন শার্ট বাছাই করবেন না। এতে সৌন্দর্যহানি হয়।
২. প্যান্ট
ফরমাল প্যান্টের ফিটিংস ভালো হতে হবে; অর্থাৎ প্যান্ট স্ট্রেইট কাট হবে আর লম্বায় এমন হতে হবে যেন তা পায়ের পাতায় এসে ভাঁজ হয়ে না থাকে। স্যুটের প্যান্টের রঙের সঙ্গে কোট ও ওয়েস্ট কোটের রঙের মিল থাকা চাই।
৩. কোট
কোটে যদি তিনটি বোতাম থাকে, তাহলে মাঝের বোতাম সব সময় লাগিয়ে রাখতে হবে। নিচের বোতাম সব সময় খোলা রাখতে হবে। আর যদি দুই বোতামের কোট হয়, তাহলে ওপরের বোতাম সব সময় লাগিয়ে রাখতে হবে আর নিচের বোতাম সব সময় খোলা রাখতে হবে। বসার আগে স্যুটের সব বোতাম খুলে তারপর বসতে হবে। আবার ওঠার পর বোতাম লাগিয়ে নিতে হবে। কোটের হাতার মাপ যেন ঠিক থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। এই ভুল খুব বেশি হয়। কোটের হাতা এমন হতে হবে যেন তা শার্টের হাতা একদম ঢেকে না ফেলে বা শার্টের হাতার অনেক অংশ বের হয়ে থাকে। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, কোটের হাতা এমন হতে হবে যাতে শার্টের হাতার ১ ইঞ্চির ৪ ভাগের ১ ভাগ পর্যন্ত দেখা যায়।
৪. ওয়েস্ট কোট
এখন অনেকে অফিসে ওয়েস্ট কোট পরেন না। পরতে হলে অবশ্যই কোটের রঙের সঙ্গে মিলিয়ে পরতে হবে।
৫. টাই বা বো-টাই
স্যুটের সঙ্গে যে ধরনের টাই পরা হয়, সেগুলোর রং সাধারণত শার্টের রঙের চেয়ে গাঢ় হয়। কোনোভাবেই শার্টের চেয়ে হালকা রঙের টাই পরা ঠিক হবে না। টাই প্যান্টের বেল্ট লাইন পর্যন্ত লম্বা হতে হবে। স্য়ুটের সঙ্গে ছোট টাই পরা একে তো নিয়মবহির্ভূত, দেখতেও বেমানান লাগে। তবে টাই পরতে না চাইলে বো-টাইও
বেছে নেওয়া যেতে পারে।
দেশে ভ্রমণের ক্ষেত্রে সিলেট যেন এক মহারানি। চা-বাগান, পাহাড়, নদী, ঝরনা, বিল কী নেই এ জেলায়। এ জেলারই এক উপজেলা জৈন্তাপুর। এখানে দেখা যাবে নীল পানির সারি নদী, চা-বাগান আর লাল শাপলার বিল। শীতে বেরিয়ে পড়বেন না কি?...
৪ ঘণ্টা আগেদিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৪ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৪ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৪ দিন আগে