বিশ্ব রঙে ৩০% মূল্যছাড়
বিশ্ব রঙের শোরুম অথবা অনলাইনে যেকোনো পোশাক কিনলে ৩০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাচ্ছে। এ অফার চলবে ১৭ জুন পর্যন্ত। বাহারি নকশার শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদির কালেকশন থাকছে বিশ্ব রঙের এই অফারে। পোশাকগুলো তৈরি হয়েছে সুতি, লিনেন, ভিসকস, ভয়েল, স্লাব কাপড়ে। এ ছাড়া পাওয়া যাবে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, শিফনসহ বিভিন্ন কাপড়ে তৈরি পোশাক। উজ্জ্বল রঙের পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন রংও ব্যবহার করা হয়েছে পোশাকে। আছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি মিডিয়ার কাজ। ভিজিট করুন বিশ্ব রঙের ই-কমার্স সাইট এবং তাদের ফেসবুক পেজ।
কে ক্র্যাফটের স্বস্তিদায়ক পোশাক
গরমে অনেকে অফিসে পরে যাওয়ার জন্য পোলো শার্ট বেছে নেন।এবারের গরমে কে ক্র্যাফট পোলোর পাশাপাশি নতুন ডিজাইনের টি-শার্টের কালেকশন নিয়ে এসেছে। টি-শার্টের নকশায় আধুনিকতার সঙ্গে দেশীয় সংস্কৃতিকেও প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রিমিয়াম কটন ফ্যাব্রিকসে তৈরি নেভি, স্কাই, অফ হোয়াইট, গ্রে, হোয়াইট, বটল গ্রিন ছাড়াও হালকা রঙের টি-শার্ট এবং পোলো শার্ট পাওয়া যাবে কে ক্র্যাফটে। আরামদায়ক, ফ্যাশনেবল এবং সাধ্যের মধ্যে পোলো ও টি-শার্টের বড় এই কালেকশন কে ক্র্যাফটের সব শোরুমে পাওয়া যাবে।
জেন্টল পার্কের সব পণ্যে ছাড়
জেন্টল পার্কে এবার গ্রীষ্মের সব পোশাকে থাকছে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূলছাড়। গ্রীষ্মের উপযোগী প্লেইন ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, নিটের জগিং ওয়্যার এবং তরুণীদের নিরীক্ষাধর্মী টপস, কুর্তিসহ ফিউশন পোশাক পাওয়া যাবে এবারের কালেকশনে। যেকোনো অনুষ্ঠানে, ভ্রমণে, এমনকি অফিসে পরার মতো ডিজাইন এই কালেকশনের বিশেষ বৈশিষ্ট্য। থাকছে শিশু, তরুণী ও তরুণদের জন্য আলাদা পোশাক। দেশজুড়ে অর্ধশতাধিক রিটেইল স্টোরের পাশাপাশি ফ্যাশন ট্রেন্ডের সর্বশেষ মেলবন্ধন এবং পণ্যের বিস্তারিত জানা যাবে জেন্টল পার্কের ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজেও। আর মূল্যছাড়ে অনলাইন শপিং করা যাবে জেন্টল পার্কের ওয়েবসাইট থেকে।
বিশ্ব রঙে ৩০% মূল্যছাড়
বিশ্ব রঙের শোরুম অথবা অনলাইনে যেকোনো পোশাক কিনলে ৩০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাচ্ছে। এ অফার চলবে ১৭ জুন পর্যন্ত। বাহারি নকশার শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদির কালেকশন থাকছে বিশ্ব রঙের এই অফারে। পোশাকগুলো তৈরি হয়েছে সুতি, লিনেন, ভিসকস, ভয়েল, স্লাব কাপড়ে। এ ছাড়া পাওয়া যাবে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, শিফনসহ বিভিন্ন কাপড়ে তৈরি পোশাক। উজ্জ্বল রঙের পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন রংও ব্যবহার করা হয়েছে পোশাকে। আছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি মিডিয়ার কাজ। ভিজিট করুন বিশ্ব রঙের ই-কমার্স সাইট এবং তাদের ফেসবুক পেজ।
কে ক্র্যাফটের স্বস্তিদায়ক পোশাক
গরমে অনেকে অফিসে পরে যাওয়ার জন্য পোলো শার্ট বেছে নেন।এবারের গরমে কে ক্র্যাফট পোলোর পাশাপাশি নতুন ডিজাইনের টি-শার্টের কালেকশন নিয়ে এসেছে। টি-শার্টের নকশায় আধুনিকতার সঙ্গে দেশীয় সংস্কৃতিকেও প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রিমিয়াম কটন ফ্যাব্রিকসে তৈরি নেভি, স্কাই, অফ হোয়াইট, গ্রে, হোয়াইট, বটল গ্রিন ছাড়াও হালকা রঙের টি-শার্ট এবং পোলো শার্ট পাওয়া যাবে কে ক্র্যাফটে। আরামদায়ক, ফ্যাশনেবল এবং সাধ্যের মধ্যে পোলো ও টি-শার্টের বড় এই কালেকশন কে ক্র্যাফটের সব শোরুমে পাওয়া যাবে।
জেন্টল পার্কের সব পণ্যে ছাড়
জেন্টল পার্কে এবার গ্রীষ্মের সব পোশাকে থাকছে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূলছাড়। গ্রীষ্মের উপযোগী প্লেইন ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, নিটের জগিং ওয়্যার এবং তরুণীদের নিরীক্ষাধর্মী টপস, কুর্তিসহ ফিউশন পোশাক পাওয়া যাবে এবারের কালেকশনে। যেকোনো অনুষ্ঠানে, ভ্রমণে, এমনকি অফিসে পরার মতো ডিজাইন এই কালেকশনের বিশেষ বৈশিষ্ট্য। থাকছে শিশু, তরুণী ও তরুণদের জন্য আলাদা পোশাক। দেশজুড়ে অর্ধশতাধিক রিটেইল স্টোরের পাশাপাশি ফ্যাশন ট্রেন্ডের সর্বশেষ মেলবন্ধন এবং পণ্যের বিস্তারিত জানা যাবে জেন্টল পার্কের ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজেও। আর মূল্যছাড়ে অনলাইন শপিং করা যাবে জেন্টল পার্কের ওয়েবসাইট থেকে।
দেশে ভ্রমণের ক্ষেত্রে সিলেট যেন এক মহারানি। চা-বাগান, পাহাড়, নদী, ঝরনা, বিল কী নেই এ জেলায়। এ জেলারই এক উপজেলা জৈন্তাপুর। এখানে দেখা যাবে নীল পানির সারি নদী, চা-বাগান আর লাল শাপলার বিল। শীতে বেরিয়ে পড়বেন না কি?...
২ ঘণ্টা আগেদিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৪ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৪ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৪ দিন আগে