মোশারফ হোসেন
বর্ষাকাল হলেও আবহাওয়া একটু মিশ্র প্রকৃতির মনে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি। কোরবানির ঈদে তো কেবল সেজেগুজে ঘুরে বেড়ালেই চলে না, রান্নাঘরেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। তাই বলে কি ঈদে নতুন পোশাক পরা হবে না? এই ঈদে সব দিক চিন্তা করে এমন পোশাক পরতে হবে, যা একই সঙ্গে আরাম দেবে, কাজ করতে অসুবিধা তৈরি করবে না এবং দৃষ্টিনন্দন হবে।
ইদানীং সিঙ্গেল কামিজ বা কুর্তির পাশাপাশি তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আংগারাখা। লেগিংস, জিনস বা পালাজ্জোর সঙ্গে ফুল লেনথ, হাঁটু পর্যন্ত বা টপসের দৈর্ঘ্যের আংগারাখা পরেই ঈদের দিনটি আরামে কাটিয়ে দিতে পারেন।
স্মার্ট লুক ও পরার সুবিধার জন্য মূলত আংগারাখা বেশি জনপ্রিয়। হালকা ও উজ্জ্বল রঙের নরম সুতি কাপড়ে তৈরি এই পোশাকটি গরমে পরে আরাম পাওয়া যায়। পাশাপাশি উৎসবেও পরার উপযোগী।
তাসনিম ফেরদৌস
স্বত্বাধিকারী, ওয়্যারহাউস
আংগারাখা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পোশাক। কুর্তার মতো দেখতে পোশাকটি চাইলে যেকোনো ধরনের সালোয়ারের সঙ্গে পরা যায়। ভারতের রাজস্থান ও গুজরাটে এই পোশাক বেশ জনপ্রিয়। পুরুষেরা মূলত পাগড়ি ও ঢিলেঢালা পাজামা বা ধুতির সঙ্গে আংগারাখা পরেন। নারীরা লেহেঙ্গার সঙ্গে পরতে পছন্দ করেন। আমাদের দেশে গত কয়েক বছরে আরামদায়ক পোশাক হিসেবে তরুণীরা কুর্তির মতো করে ব্যবহার করছেন এই পোশাকটি।
প্রতিদিন ব্যবহারের জন্য হিপ বা হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পাওয়া যায়। এই ঈদে ডেনিম কিংবা চুড়িদারের সঙ্গে হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পরতে পারেন।
ডিজাইনারেরা সুতির পাশাপাশি লিনেন, জর্জেট, সিল্ক, ডুপিয়ান সিল্ক, হাফ সিল্কসহ আরও অন্যান্য কাপড়ে এই পোশাক তৈরি করছেন। পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হচ্ছে।
বর্ষাকাল হলেও আবহাওয়া একটু মিশ্র প্রকৃতির মনে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি। কোরবানির ঈদে তো কেবল সেজেগুজে ঘুরে বেড়ালেই চলে না, রান্নাঘরেই কেটে যায় দিনের বেশির ভাগ সময়। তাই বলে কি ঈদে নতুন পোশাক পরা হবে না? এই ঈদে সব দিক চিন্তা করে এমন পোশাক পরতে হবে, যা একই সঙ্গে আরাম দেবে, কাজ করতে অসুবিধা তৈরি করবে না এবং দৃষ্টিনন্দন হবে।
ইদানীং সিঙ্গেল কামিজ বা কুর্তির পাশাপাশি তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আংগারাখা। লেগিংস, জিনস বা পালাজ্জোর সঙ্গে ফুল লেনথ, হাঁটু পর্যন্ত বা টপসের দৈর্ঘ্যের আংগারাখা পরেই ঈদের দিনটি আরামে কাটিয়ে দিতে পারেন।
স্মার্ট লুক ও পরার সুবিধার জন্য মূলত আংগারাখা বেশি জনপ্রিয়। হালকা ও উজ্জ্বল রঙের নরম সুতি কাপড়ে তৈরি এই পোশাকটি গরমে পরে আরাম পাওয়া যায়। পাশাপাশি উৎসবেও পরার উপযোগী।
তাসনিম ফেরদৌস
স্বত্বাধিকারী, ওয়্যারহাউস
আংগারাখা ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পোশাক। কুর্তার মতো দেখতে পোশাকটি চাইলে যেকোনো ধরনের সালোয়ারের সঙ্গে পরা যায়। ভারতের রাজস্থান ও গুজরাটে এই পোশাক বেশ জনপ্রিয়। পুরুষেরা মূলত পাগড়ি ও ঢিলেঢালা পাজামা বা ধুতির সঙ্গে আংগারাখা পরেন। নারীরা লেহেঙ্গার সঙ্গে পরতে পছন্দ করেন। আমাদের দেশে গত কয়েক বছরে আরামদায়ক পোশাক হিসেবে তরুণীরা কুর্তির মতো করে ব্যবহার করছেন এই পোশাকটি।
প্রতিদিন ব্যবহারের জন্য হিপ বা হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পাওয়া যায়। এই ঈদে ডেনিম কিংবা চুড়িদারের সঙ্গে হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের আংগারাখা পরতে পারেন।
ডিজাইনারেরা সুতির পাশাপাশি লিনেন, জর্জেট, সিল্ক, ডুপিয়ান সিল্ক, হাফ সিল্কসহ আরও অন্যান্য কাপড়ে এই পোশাক তৈরি করছেন। পোশাকগুলোয় নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট মিডিয়ার ব্যবহার হচ্ছে।
দেশে ভ্রমণের ক্ষেত্রে সিলেট যেন এক মহারানি। চা-বাগান, পাহাড়, নদী, ঝরনা, বিল কী নেই এ জেলায়। এ জেলারই এক উপজেলা জৈন্তাপুর। এখানে দেখা যাবে নীল পানির সারি নদী, চা-বাগান আর লাল শাপলার বিল। শীতে বেরিয়ে পড়বেন না কি?...
২ ঘণ্টা আগেদিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৪ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৪ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৪ দিন আগে