নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইরা আর ইমন। উফ্, তারা সারাটা দিন শুধু ইউটিউবে কার্টুন দেখে কাটায়। খাওয়ার সময়ও সেই কার্টুনের গল্প। মা এত করে বলার পরও স্ক্রিন টাইম কমছে না ওদের। এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? এত ছোট থেকেই যদি সারাক্ষণ স্ত্রিনে সময় কাটে তাহলে চোখের সমস্যা তো হবেই, তার ওপর বুদ্ধির চর্চাও যাবে থেমে।
সেদিন সন্ধ্যায় মা রান্নাঘর থেকে এসে বললেন, ইরা-ইমন এসো, আমরা এখন মজার একটা খেলা খেলব। দুই ভাইবোনই বলল, কী খেলা? মা বললেন, বাবাকে নিয়ে এসো ও ঘর থেকে। চারটা খাতা আর কলমও আনবে। এবার বসার ঘরের মেঝেতে মা, বাবা, ইরা আর ইমন বসল। মা বললেন, সবাই স্কেল দিয়ে এক ইঞ্চি জায়গা বাদে বাদে চারটা দাগ কাটো। সবাই তা-ই করল।
বাবা বললেন, চারটা দাগ কেটে যে ঘরগুলো হলো, সেগুলোর ওপরে লেখ নাম, দেশ, ফুল, ফল। লেখা হলে মা বললেন, এখন আমি একটা অক্ষর বলব, সবাই সেই অক্ষর দিয়ে একটা নাম, একটা দেশের নাম, ফল ও ফুলের নাম লিখবে, কেমন? ইরা বলল, মা, আমি আগে অক্ষর বলব! মা হেসে বললেন, আচ্ছা। ইরা বলল, ই। সবাই ঠিকঠাক লিখলেও বাবা আর ইমন একই দেশের নাম লিখে ফেলল, ইন্দোনেশিয়া।
মা বললেন, উঁহু, একই দেশের নাম যদি একের বেশি কেউ লিখে ফেলে, তাহলে পয়েন্ট কাটা যাবে। আর যদি আলাদাভাবে সবকিছুর নাম লেখা যায়, তাহলে পুরো নম্বর পাওয়া যাবে। ইমন বলল, এই খেলা খেললে কী হয় মা? মা বললেন, এতে করে অনেক দেশ, ফুল ও ফলের নাম তোমরা জানবে। বাড়বে মনে রাখার ক্ষমতা আর বুদ্ধিও।
ইরা আর ইমন। উফ্, তারা সারাটা দিন শুধু ইউটিউবে কার্টুন দেখে কাটায়। খাওয়ার সময়ও সেই কার্টুনের গল্প। মা এত করে বলার পরও স্ক্রিন টাইম কমছে না ওদের। এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? এত ছোট থেকেই যদি সারাক্ষণ স্ত্রিনে সময় কাটে তাহলে চোখের সমস্যা তো হবেই, তার ওপর বুদ্ধির চর্চাও যাবে থেমে।
সেদিন সন্ধ্যায় মা রান্নাঘর থেকে এসে বললেন, ইরা-ইমন এসো, আমরা এখন মজার একটা খেলা খেলব। দুই ভাইবোনই বলল, কী খেলা? মা বললেন, বাবাকে নিয়ে এসো ও ঘর থেকে। চারটা খাতা আর কলমও আনবে। এবার বসার ঘরের মেঝেতে মা, বাবা, ইরা আর ইমন বসল। মা বললেন, সবাই স্কেল দিয়ে এক ইঞ্চি জায়গা বাদে বাদে চারটা দাগ কাটো। সবাই তা-ই করল।
বাবা বললেন, চারটা দাগ কেটে যে ঘরগুলো হলো, সেগুলোর ওপরে লেখ নাম, দেশ, ফুল, ফল। লেখা হলে মা বললেন, এখন আমি একটা অক্ষর বলব, সবাই সেই অক্ষর দিয়ে একটা নাম, একটা দেশের নাম, ফল ও ফুলের নাম লিখবে, কেমন? ইরা বলল, মা, আমি আগে অক্ষর বলব! মা হেসে বললেন, আচ্ছা। ইরা বলল, ই। সবাই ঠিকঠাক লিখলেও বাবা আর ইমন একই দেশের নাম লিখে ফেলল, ইন্দোনেশিয়া।
মা বললেন, উঁহু, একই দেশের নাম যদি একের বেশি কেউ লিখে ফেলে, তাহলে পয়েন্ট কাটা যাবে। আর যদি আলাদাভাবে সবকিছুর নাম লেখা যায়, তাহলে পুরো নম্বর পাওয়া যাবে। ইমন বলল, এই খেলা খেললে কী হয় মা? মা বললেন, এতে করে অনেক দেশ, ফুল ও ফলের নাম তোমরা জানবে। বাড়বে মনে রাখার ক্ষমতা আর বুদ্ধিও।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে