দিতি আহমেদ, ঢাকা
করোনা সঙ্গে নিয়ে আমাদের আপাতত বাঁচতে হবে। মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা থেকে মুক্তির অন্যতম সহজ পথ। তাই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ওপর গুরুত্ব দিতেই হবে। বাজারে বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায়। অন্যান্য মাস্কের সঙ্গে পাওয়া যায় ম্যাচিং মাস্ক। এর বেশ জনপ্রিয়তাও রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তির সঙ্গে মিলিয়ে পাওয়া যাচ্ছে মাস্ক। এ ছাড়া বেনারসি, কাঞ্জিভরম, ঢাকাই জামদানি কিংবা জরি-ভেলভেটের দামি লেহেঙ্গা–সব ধরনের পোশাকের সঙ্গে ম্যাচিং করে মাস্ক কিনছেন ফ্যাশনসচেতন সবাই। ফ্যাশনের এই দৌড়ে পিছিয়ে নেই ছেলেরাও। টি-শার্ট ও শার্টের সঙ্গে ম্যাচিং মাস্কের জনপ্রিয়তা বাড়ছে। ছেলেদের পাঞ্জাবির সঙ্গেও পাওয়া যাচ্ছে ম্যাচিং মাস্ক। এককথায়, মাস্কের জন্য ‘মিস ম্যাচ’ হওয়ার আর কোনো সুযোগই থাকছে না।
করোনার আবহে প্রথমে মাস্ক বিক্রি শুরু করে ওষুধের দোকানগুলো। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাল ফ্যাশনের মাস্ক। বুটিক থেকে শুরু করে ববি প্রিন্ট, সিল্ক থেকে শুরু করে কটন বা হ্যান্ডলুমেরও মাস্ক আছে। আবার কেউ কেউ চাইলে পেয়ে যাবেন বেনারসি ও জামদানির সঙ্গে পরার জন্য থ্রি–লেয়ার মাস্ক। নামীদামি ফ্যাশন হাউসগুলো তো বটেই, সেই সঙ্গে ছোট দোকানগুলোও প্রতিটি পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্ক তুলে ধরছে ক্রেতার সামনে।
করোনা থেকে সুরক্ষিত থাকতে মাস্ক ব্যবহার করতে হবে। এর কোনো বিকল্প নেই। এমনিই হোক আর ম্যাচিং করেই হোক, মাস্ক থাকতেই হবে মুখে।
তবে ফ্যাশনেবল ম্যাচিং মাস্ক কেনার আগে দেখে নিতে হবে লেয়ারগুলো ঠিক আছে কি না। অন্তত তিন লেয়ারের মাস্ক ব্যবহার করতে হবে। সেটাই স্বাস্থ্যসম্মত।
করোনা সঙ্গে নিয়ে আমাদের আপাতত বাঁচতে হবে। মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা থেকে মুক্তির অন্যতম সহজ পথ। তাই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ওপর গুরুত্ব দিতেই হবে। বাজারে বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায়। অন্যান্য মাস্কের সঙ্গে পাওয়া যায় ম্যাচিং মাস্ক। এর বেশ জনপ্রিয়তাও রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তির সঙ্গে মিলিয়ে পাওয়া যাচ্ছে মাস্ক। এ ছাড়া বেনারসি, কাঞ্জিভরম, ঢাকাই জামদানি কিংবা জরি-ভেলভেটের দামি লেহেঙ্গা–সব ধরনের পোশাকের সঙ্গে ম্যাচিং করে মাস্ক কিনছেন ফ্যাশনসচেতন সবাই। ফ্যাশনের এই দৌড়ে পিছিয়ে নেই ছেলেরাও। টি-শার্ট ও শার্টের সঙ্গে ম্যাচিং মাস্কের জনপ্রিয়তা বাড়ছে। ছেলেদের পাঞ্জাবির সঙ্গেও পাওয়া যাচ্ছে ম্যাচিং মাস্ক। এককথায়, মাস্কের জন্য ‘মিস ম্যাচ’ হওয়ার আর কোনো সুযোগই থাকছে না।
করোনার আবহে প্রথমে মাস্ক বিক্রি শুরু করে ওষুধের দোকানগুলো। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাল ফ্যাশনের মাস্ক। বুটিক থেকে শুরু করে ববি প্রিন্ট, সিল্ক থেকে শুরু করে কটন বা হ্যান্ডলুমেরও মাস্ক আছে। আবার কেউ কেউ চাইলে পেয়ে যাবেন বেনারসি ও জামদানির সঙ্গে পরার জন্য থ্রি–লেয়ার মাস্ক। নামীদামি ফ্যাশন হাউসগুলো তো বটেই, সেই সঙ্গে ছোট দোকানগুলোও প্রতিটি পোশাকের সঙ্গে ম্যাচিং মাস্ক তুলে ধরছে ক্রেতার সামনে।
করোনা থেকে সুরক্ষিত থাকতে মাস্ক ব্যবহার করতে হবে। এর কোনো বিকল্প নেই। এমনিই হোক আর ম্যাচিং করেই হোক, মাস্ক থাকতেই হবে মুখে।
তবে ফ্যাশনেবল ম্যাচিং মাস্ক কেনার আগে দেখে নিতে হবে লেয়ারগুলো ঠিক আছে কি না। অন্তত তিন লেয়ারের মাস্ক ব্যবহার করতে হবে। সেটাই স্বাস্থ্যসম্মত।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে