মাসিউর সোহাগ
কয়েক মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক’ পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিসিএসের মতোই প্রতিযোগিতামূলক এ পরীক্ষার প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার জন্য চাই গোছানো প্রস্তুতি। যাঁরা প্রিলিমিনারি পরীক্ষায় বাদ পড়েন তাঁদের মধ্যে একটা বড় অংশই বাদ পড়েন অতিরিক্ত পড়ার জন্য। কারণ অতিরিক্ত পড়ে সবকিছু মনে রাখা সম্ভব নয়। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার পক্ষে সব পড়া সম্ভব নয়। সুতরাং আপনাকে Investment vs output চিন্তা করতে হবে। মানে হচ্ছে আপনি কোন টপিকসে কতটুকু সময় ব্যয় করলেন আর সেখান থেকে কত মার্ক আউটপুট পাবেন।
আমি কখনো অনিশ্চিত এক মার্কের জন্য নিশ্চিত দুই মার্ককে অনিশ্চয়তায় ফেলতে চাই না। যেমন ধরেন, আপনি বাংলা সমার্থক শব্দের এক মার্ক পাওয়ার জন্য যে পরিমাণ সময় ব্যয় করতে হবে, সেই একই পরিমাণ সময় আপনি অন্য টপিকসে ব্যয় করে হয়তো চার-পাঁচ মার্ক তুলতে পারবেন। আর একটা ব্যাপার হলো, আপনি কতটুকু পড়লেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি কতটুকু মনে রাখতে পারলেন। আমি পড়াশোনার ক্ষেত্রে quantity-এর চেয়ে qualityকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আবার অনেক সময় আমরা অনেক কঠিন টপিকস একবারে পড়ার চেষ্টা করি। সে ক্ষেত্রে দুটি সমস্যা হয় প্রথমত, মনে থাকে না। দ্বিতীয়ত, পড়ার প্রতি বিরক্ত চলে আসে। তাই বলব, কঠিন টপিকসগুলো একবারে না পড়ে অল্প অল্প করে বারবার পড়ুন। এবার মূল আলোচনায় আসি।
বাংলা
ব্যাংকের পরীক্ষায় বাংলার মোটামুটি সব টপিকস থেকেই প্রশ্ন আসে, তাই কোনো কিছু বাদ রেখে পড়া ঠিক হবে না। তবে, বাংলার গোছানো প্রস্তুতির জন্য বিভিন্ন বইয়ের পেছনে না ছুটে যেকোনো একটা বই ভালো করে পড়েন। প্রিলির জন্য mp3 বা প্রফেসর বা যেকোনো সিরিজের একটা পূর্ণাঙ্গ বই কিনে আনেন এবং শেষ করেন। তাহলে আর কোনো বই পড়া লাগবে না। ব্যাকরণ পার্টটা ভালো করে পড়বেন, পাশাপাশি সাহিত্যের যে টপিকস থেকে প্রশ্ন হয়, সেই টপিকসগুলো পড়বেন।
সাধারণ জ্ঞান
ব্যাংকের পরীক্ষায় সাম্প্রতিক ও অর্থনীতির টার্মের ওপর প্রশ্ন বেশি হয়। তাই নিয়মিত পত্রিকা পড়েন, সাম্প্রতিক ঘটনা নিয়ে অনেক প্রকাশনীর মাসিক সংখ্যা বের হয়, সেগুলো পড়েন। বিভিন্ন দেশের মুদ্রা ও কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানুন। world bank, IMF, ADB, BRICS-সহ অর্থনৈতিক সংগঠন সম্পর্কে ভালো করে জানুন। এ ছাড়া mp3 বা প্রফেসর বা অন্য কোনো প্রকাশনীর পূর্ণাঙ্গ বই পড়তে পারেন।
ইংরেজি
ইংরেজিতে যাঁরা দুর্বল, তাঁদের জন্য শর্টকাটে ইংরেজিতে ভালো করা কঠিন। এখানে ভালো করতে হলে আপনাকে সময় দিতে হবে এবং উন্নতি একটু ধীরগতিতে হবে। ব্যাংকের পরীক্ষায় ইংরেজিতে ভালো করতে গ্রামার ও ভোকাবুলারি দুইটা পার্টেই ভালো প্রস্তুতি নিতে হবে। ভোকাবুলারির জন্য শুরুতে s@ifur's students
vocabulary (1500-এর মতো শব্দ আছে যার মধ্যে ৫০ শতাংশ আপনার জানাই আছে) ভালো করে শেষ করতে হবে। পরে সম্ভব হলে আরিফুর রহমানের ‘ব্যাংক ভোকাবুলারি’ ও Daily star Editorial Vocabulary পড়তে পারেন। ভোকাবুলারি নিয়মিত রিভিশন দিতে হবে, তা না হলে মনে রাখতে পারবেন না। গ্রামারের জন্য বাজারের যেকোনো একটা বই থেকে subject verb agreement, Tense, voice, Number, Gender, parts of speech, Condition, Correction, preposition, phrase, clause, suffix, Prefix পার্টগুলো ভালো করে পড়তে হবে। ব্যাংক পরীক্ষায় vocabulary based প্রশ্ন বেশি হয়। ইংরেজি সাহিত্য থেকে ব্যাংক পরীক্ষায় কোনো প্রশ্ন হয় না।
গণিত
এ দেশের বেশির ভাগ ছাত্রছাত্রীই গণিতে দুর্বল। গণিতের প্রস্তুতি অনেকটা রেলগাড়ির মতো, যেখানে গতিশীল হতে সময় লাগে। আবার একবার গতিশীল হয়ে গেলে থামানো কঠিন। গণিতে যাঁরা দুর্বল, তাঁরা আগে একাডেমিক বইগুলো শেষ করেন (ষষ্ঠ-নবম)। তারপর বাজার থেকে যেকোনো একটা বই কিনে ব্যাংক পরীক্ষায় বিগত বছরের ম্যাথগুলো ভালো করে চর্চা করেন। এ ছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে যতটা সম্ভব ম্যাথ চর্চা করতে পারেন। যাঁরা ক্যালকুলেশনে দুর্বল তাঁরা নিয়মিত ক্যালকুলেশন চর্চা করুন, দেখবেন আস্তে আস্তে দ্রুত ক্যালকুলেশন করতে পারছেন।
শুরুতে শর্টকাটে যাবেন না। আগে ভালো করে ম্যাথ বোঝেন, তারপর শর্টকাট ব্যবহার করেন। কারণ শুরুতে শর্টকাট ব্যবহার করলে আপনার বেসিক দুর্বল হয়ে পড়বে। অন্যান্য চাকরির পরীক্ষার তুলনায় ব্যাংক পরীক্ষায় গণিত পার্টটা তুলনামূলকভাবে কঠিন হয়। তাই এখানে আপনাকে নিখুঁতভাবে প্রস্তুতি নিতে হবে।
কম্পিউটার
বাজারের যেকোনো একটা বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়েন। সে ক্ষেত্রে, Easy কম্পিউটার বইটা ভালো করে পড়তে পারেন। পাশাপাশি Microsoft word, Excel সম্পর্কে ধারণা থাকলে বাড়তি সুবিধা পাবেন।
পরিশেষে বলব, ১০টা বই একবার করে না পড়ে একটা বই ১০বার করে পড়ুন, সেটা বেশি কাজে আসবে।
অনুলিখন: মোছা. জেলি খাতুন
কয়েক মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক’ পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিসিএসের মতোই প্রতিযোগিতামূলক এ পরীক্ষার প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার জন্য চাই গোছানো প্রস্তুতি। যাঁরা প্রিলিমিনারি পরীক্ষায় বাদ পড়েন তাঁদের মধ্যে একটা বড় অংশই বাদ পড়েন অতিরিক্ত পড়ার জন্য। কারণ অতিরিক্ত পড়ে সবকিছু মনে রাখা সম্ভব নয়। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার পক্ষে সব পড়া সম্ভব নয়। সুতরাং আপনাকে Investment vs output চিন্তা করতে হবে। মানে হচ্ছে আপনি কোন টপিকসে কতটুকু সময় ব্যয় করলেন আর সেখান থেকে কত মার্ক আউটপুট পাবেন।
আমি কখনো অনিশ্চিত এক মার্কের জন্য নিশ্চিত দুই মার্ককে অনিশ্চয়তায় ফেলতে চাই না। যেমন ধরেন, আপনি বাংলা সমার্থক শব্দের এক মার্ক পাওয়ার জন্য যে পরিমাণ সময় ব্যয় করতে হবে, সেই একই পরিমাণ সময় আপনি অন্য টপিকসে ব্যয় করে হয়তো চার-পাঁচ মার্ক তুলতে পারবেন। আর একটা ব্যাপার হলো, আপনি কতটুকু পড়লেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি কতটুকু মনে রাখতে পারলেন। আমি পড়াশোনার ক্ষেত্রে quantity-এর চেয়ে qualityকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আবার অনেক সময় আমরা অনেক কঠিন টপিকস একবারে পড়ার চেষ্টা করি। সে ক্ষেত্রে দুটি সমস্যা হয় প্রথমত, মনে থাকে না। দ্বিতীয়ত, পড়ার প্রতি বিরক্ত চলে আসে। তাই বলব, কঠিন টপিকসগুলো একবারে না পড়ে অল্প অল্প করে বারবার পড়ুন। এবার মূল আলোচনায় আসি।
বাংলা
ব্যাংকের পরীক্ষায় বাংলার মোটামুটি সব টপিকস থেকেই প্রশ্ন আসে, তাই কোনো কিছু বাদ রেখে পড়া ঠিক হবে না। তবে, বাংলার গোছানো প্রস্তুতির জন্য বিভিন্ন বইয়ের পেছনে না ছুটে যেকোনো একটা বই ভালো করে পড়েন। প্রিলির জন্য mp3 বা প্রফেসর বা যেকোনো সিরিজের একটা পূর্ণাঙ্গ বই কিনে আনেন এবং শেষ করেন। তাহলে আর কোনো বই পড়া লাগবে না। ব্যাকরণ পার্টটা ভালো করে পড়বেন, পাশাপাশি সাহিত্যের যে টপিকস থেকে প্রশ্ন হয়, সেই টপিকসগুলো পড়বেন।
সাধারণ জ্ঞান
ব্যাংকের পরীক্ষায় সাম্প্রতিক ও অর্থনীতির টার্মের ওপর প্রশ্ন বেশি হয়। তাই নিয়মিত পত্রিকা পড়েন, সাম্প্রতিক ঘটনা নিয়ে অনেক প্রকাশনীর মাসিক সংখ্যা বের হয়, সেগুলো পড়েন। বিভিন্ন দেশের মুদ্রা ও কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানুন। world bank, IMF, ADB, BRICS-সহ অর্থনৈতিক সংগঠন সম্পর্কে ভালো করে জানুন। এ ছাড়া mp3 বা প্রফেসর বা অন্য কোনো প্রকাশনীর পূর্ণাঙ্গ বই পড়তে পারেন।
ইংরেজি
ইংরেজিতে যাঁরা দুর্বল, তাঁদের জন্য শর্টকাটে ইংরেজিতে ভালো করা কঠিন। এখানে ভালো করতে হলে আপনাকে সময় দিতে হবে এবং উন্নতি একটু ধীরগতিতে হবে। ব্যাংকের পরীক্ষায় ইংরেজিতে ভালো করতে গ্রামার ও ভোকাবুলারি দুইটা পার্টেই ভালো প্রস্তুতি নিতে হবে। ভোকাবুলারির জন্য শুরুতে s@ifur's students
vocabulary (1500-এর মতো শব্দ আছে যার মধ্যে ৫০ শতাংশ আপনার জানাই আছে) ভালো করে শেষ করতে হবে। পরে সম্ভব হলে আরিফুর রহমানের ‘ব্যাংক ভোকাবুলারি’ ও Daily star Editorial Vocabulary পড়তে পারেন। ভোকাবুলারি নিয়মিত রিভিশন দিতে হবে, তা না হলে মনে রাখতে পারবেন না। গ্রামারের জন্য বাজারের যেকোনো একটা বই থেকে subject verb agreement, Tense, voice, Number, Gender, parts of speech, Condition, Correction, preposition, phrase, clause, suffix, Prefix পার্টগুলো ভালো করে পড়তে হবে। ব্যাংক পরীক্ষায় vocabulary based প্রশ্ন বেশি হয়। ইংরেজি সাহিত্য থেকে ব্যাংক পরীক্ষায় কোনো প্রশ্ন হয় না।
গণিত
এ দেশের বেশির ভাগ ছাত্রছাত্রীই গণিতে দুর্বল। গণিতের প্রস্তুতি অনেকটা রেলগাড়ির মতো, যেখানে গতিশীল হতে সময় লাগে। আবার একবার গতিশীল হয়ে গেলে থামানো কঠিন। গণিতে যাঁরা দুর্বল, তাঁরা আগে একাডেমিক বইগুলো শেষ করেন (ষষ্ঠ-নবম)। তারপর বাজার থেকে যেকোনো একটা বই কিনে ব্যাংক পরীক্ষায় বিগত বছরের ম্যাথগুলো ভালো করে চর্চা করেন। এ ছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে যতটা সম্ভব ম্যাথ চর্চা করতে পারেন। যাঁরা ক্যালকুলেশনে দুর্বল তাঁরা নিয়মিত ক্যালকুলেশন চর্চা করুন, দেখবেন আস্তে আস্তে দ্রুত ক্যালকুলেশন করতে পারছেন।
শুরুতে শর্টকাটে যাবেন না। আগে ভালো করে ম্যাথ বোঝেন, তারপর শর্টকাট ব্যবহার করেন। কারণ শুরুতে শর্টকাট ব্যবহার করলে আপনার বেসিক দুর্বল হয়ে পড়বে। অন্যান্য চাকরির পরীক্ষার তুলনায় ব্যাংক পরীক্ষায় গণিত পার্টটা তুলনামূলকভাবে কঠিন হয়। তাই এখানে আপনাকে নিখুঁতভাবে প্রস্তুতি নিতে হবে।
কম্পিউটার
বাজারের যেকোনো একটা বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়েন। সে ক্ষেত্রে, Easy কম্পিউটার বইটা ভালো করে পড়তে পারেন। পাশাপাশি Microsoft word, Excel সম্পর্কে ধারণা থাকলে বাড়তি সুবিধা পাবেন।
পরিশেষে বলব, ১০টা বই একবার করে না পড়ে একটা বই ১০বার করে পড়ুন, সেটা বেশি কাজে আসবে।
অনুলিখন: মোছা. জেলি খাতুন
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার্যালয়ে আট পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির বাছাই কমিটির চেয়ারম্যান সরকার হাসান শাহরিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেজনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দুই ধরনের শূন্য পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগেসিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৫২ জন প্রার্থী। বুধবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে