মারুফ ইসলাম
আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রতিদিন নানা প্রয়োজনে আন্তঃসংস্কৃতির বিনিময় করতে হয়। যোগাযোগ করতে হয় অনেক ভিনভাষী মানুষের সঙ্গে। এ কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাষা। মাতৃভাষা তো আমরা জন্মসূত্রে শিখিই। দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিটা ভালোভাবে শেখা জরুরি। কারণ পৃথিবীর প্রায় সব দেশেই এখন দ্বিতীয় প্রধান ভাষা ইংরেজি। প্রযুক্তির উন্নয়ন প্রায় সব ক্ষেত্রে ইংরেজি ভাষাকে অত্যন্ত দরকারি যোগাযোগ হাতিয়ারে পরিণত করেছে।
ইংরেজির বাইরেও একাধিক ভাষা শেখা প্রয়োজন। কারণ, পৃথিবী এখন ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে। এখন ঘরে বসেই সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এ জন্য প্রয়োজন ভাষার দক্ষতা ও সেই জনগোষ্ঠীর ভাষা জানা। বিষয়টি উপলব্ধি করে এখন অনেকে মাতৃভাষার বাইরেও বেশ কয়েকটি আন্তর্জাতিক ভাষা শেখার চেষ্টা করেন। বিশেষজ্ঞরা বলছেন, অন্তত ৫টি কারণে নতুন ভাষা শেখা জরুরি।
ক্যারিয়ারে উন্নতি
ক্যারিয়ারের উন্নতি এবং কর্মজীবনে এগিয়ে থাকতে চাইলে একাধিক ভাষা শেখা জরুরি। কারণ এখন আমরা এমন এক বিশ্বের বাসিন্দা যেখানে বিভিন্ন দেশের সহকর্মী ও ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। একাধিক ভাষায় দক্ষ হলে, সহজেই বিভিন্ন ভাষাভাষির ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হয়। এতে ব্যবসায়িক যোগাযোগ দৃঢ় হবে, পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত হবে।
একাধিক বিদেশি ভাষা জানা মানুষের চাহিদা এখন ক্রমে বাড়ছে। সুতরাং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য নতুন নতুন ভাষা শেখার বিকল্প নেই।
প্রজ্ঞা ও জ্ঞান বাড়ায়
নতুন ভাষা শিখলে মানসিক উন্নতি ঘটে, বিচিত্র ও জটিল বিষয়ে মনোযোগ গভীর হয়। নতুন ভাষা শিখলে জ্ঞান ও প্রজ্ঞা বাড়ে। একই সঙ্গে বাড়ে স্মৃতিশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়। মনোচিকিৎসকেরা বলছেন, নতুন ভাষা শিখলে সৃজনশীলতা বাড়ে, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে, পরিস্থিতি সামলানোর দক্ষতা বাড়ে ও পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে। ফলে কর্মক্ষেত্রে বাড়ে উৎপাদনশীলতাও।
মস্তিষ্কের উদ্দীপনা বাড়ে
একাধিক ভাষায় কথা বলার দক্ষতা মানুষের মস্তিষ্ককে উদ্দীপ্ত রাখে। কারণ নতুন ভাষায় কথা বলার জন্য মস্তিষ্ককে ভাষা পরিবর্তন করে নিতে হয়। তাই ভাষাবিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কের ব্যায়ামের সবচেয়ে সেরা উপায় হচ্ছে বিদেশি ভাষায় কথা বলা। এভাবে নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামের বড় সুবিধা হচ্ছে, বৃদ্ধ বয়সেও স্মৃতিশক্তি হারানোর ভয় কমে। গবেষকেরা দাবি করেন, যারা শুধু একটি ভাষায় কথা বলতে পারেন তাঁদের তুলনায় যারা একাধিক ভাষায় কথা বলতে পারেন, তাঁরা অন্তত ৪-৫ বছর দেরিতে আলঝেইমার (স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত হোন।
যোগাযোগ দক্ষতার উন্নতি
নতুন ভাষা শেখার অর্থ হচ্ছে, ওই ভাষার স্থানীয়দের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করার সক্ষমতা অর্জন। একই সঙ্গে নিজেকেও স্পষ্টভাবে তুলে ধরতে পারা যায়। এতে সাংস্কৃতিক ব্যবধান দূর হয়। আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও কার্যক্রম বাড়ে। নতুন ভাষা শিখলে শ্রবণশক্তির উন্নতি হয়, উচ্চারণ শাণিত হয় ও উপভাষা বোঝার দক্ষতা তৈরি হয়।
সাংস্কৃতিক বোঝাপড়া বাড়ে
একটি নতুন সংস্কৃতিতে প্রবেশের সবচেয়ে সেরা দরজা হলো— ভাষা। ভাষার মধ্য দিয়েই একে অপরের সঙ্গে যুক্ত হওয়া যায়। সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে নতুন ভাষা শেখা যায় না। যারা একাধিক ভাষায় কথা বলতে পারেন, তাঁরা বিভিন্ন ভাষাভাষী মানুষের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিও বুঝতে পারেন। নিজের সূক্ষ্ম অনুভূতিগুলোও অন্য ভাষার মানুষের কাছে প্রকাশ করতে পারেন। যারা একাধিক ভাষা জানেন, তাঁরা খুব সহজেই বিভিন্ন সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারেন।
সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল
আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রতিদিন নানা প্রয়োজনে আন্তঃসংস্কৃতির বিনিময় করতে হয়। যোগাযোগ করতে হয় অনেক ভিনভাষী মানুষের সঙ্গে। এ কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাষা। মাতৃভাষা তো আমরা জন্মসূত্রে শিখিই। দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিটা ভালোভাবে শেখা জরুরি। কারণ পৃথিবীর প্রায় সব দেশেই এখন দ্বিতীয় প্রধান ভাষা ইংরেজি। প্রযুক্তির উন্নয়ন প্রায় সব ক্ষেত্রে ইংরেজি ভাষাকে অত্যন্ত দরকারি যোগাযোগ হাতিয়ারে পরিণত করেছে।
ইংরেজির বাইরেও একাধিক ভাষা শেখা প্রয়োজন। কারণ, পৃথিবী এখন ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে। এখন ঘরে বসেই সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এ জন্য প্রয়োজন ভাষার দক্ষতা ও সেই জনগোষ্ঠীর ভাষা জানা। বিষয়টি উপলব্ধি করে এখন অনেকে মাতৃভাষার বাইরেও বেশ কয়েকটি আন্তর্জাতিক ভাষা শেখার চেষ্টা করেন। বিশেষজ্ঞরা বলছেন, অন্তত ৫টি কারণে নতুন ভাষা শেখা জরুরি।
ক্যারিয়ারে উন্নতি
ক্যারিয়ারের উন্নতি এবং কর্মজীবনে এগিয়ে থাকতে চাইলে একাধিক ভাষা শেখা জরুরি। কারণ এখন আমরা এমন এক বিশ্বের বাসিন্দা যেখানে বিভিন্ন দেশের সহকর্মী ও ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। একাধিক ভাষায় দক্ষ হলে, সহজেই বিভিন্ন ভাষাভাষির ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখা সহজ হয়। এতে ব্যবসায়িক যোগাযোগ দৃঢ় হবে, পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত হবে।
একাধিক বিদেশি ভাষা জানা মানুষের চাহিদা এখন ক্রমে বাড়ছে। সুতরাং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য নতুন নতুন ভাষা শেখার বিকল্প নেই।
প্রজ্ঞা ও জ্ঞান বাড়ায়
নতুন ভাষা শিখলে মানসিক উন্নতি ঘটে, বিচিত্র ও জটিল বিষয়ে মনোযোগ গভীর হয়। নতুন ভাষা শিখলে জ্ঞান ও প্রজ্ঞা বাড়ে। একই সঙ্গে বাড়ে স্মৃতিশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়। মনোচিকিৎসকেরা বলছেন, নতুন ভাষা শিখলে সৃজনশীলতা বাড়ে, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে, পরিস্থিতি সামলানোর দক্ষতা বাড়ে ও পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে। ফলে কর্মক্ষেত্রে বাড়ে উৎপাদনশীলতাও।
মস্তিষ্কের উদ্দীপনা বাড়ে
একাধিক ভাষায় কথা বলার দক্ষতা মানুষের মস্তিষ্ককে উদ্দীপ্ত রাখে। কারণ নতুন ভাষায় কথা বলার জন্য মস্তিষ্ককে ভাষা পরিবর্তন করে নিতে হয়। তাই ভাষাবিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কের ব্যায়ামের সবচেয়ে সেরা উপায় হচ্ছে বিদেশি ভাষায় কথা বলা। এভাবে নিয়মিত মস্তিষ্কের ব্যায়ামের বড় সুবিধা হচ্ছে, বৃদ্ধ বয়সেও স্মৃতিশক্তি হারানোর ভয় কমে। গবেষকেরা দাবি করেন, যারা শুধু একটি ভাষায় কথা বলতে পারেন তাঁদের তুলনায় যারা একাধিক ভাষায় কথা বলতে পারেন, তাঁরা অন্তত ৪-৫ বছর দেরিতে আলঝেইমার (স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত হোন।
যোগাযোগ দক্ষতার উন্নতি
নতুন ভাষা শেখার অর্থ হচ্ছে, ওই ভাষার স্থানীয়দের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করার সক্ষমতা অর্জন। একই সঙ্গে নিজেকেও স্পষ্টভাবে তুলে ধরতে পারা যায়। এতে সাংস্কৃতিক ব্যবধান দূর হয়। আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও কার্যক্রম বাড়ে। নতুন ভাষা শিখলে শ্রবণশক্তির উন্নতি হয়, উচ্চারণ শাণিত হয় ও উপভাষা বোঝার দক্ষতা তৈরি হয়।
সাংস্কৃতিক বোঝাপড়া বাড়ে
একটি নতুন সংস্কৃতিতে প্রবেশের সবচেয়ে সেরা দরজা হলো— ভাষা। ভাষার মধ্য দিয়েই একে অপরের সঙ্গে যুক্ত হওয়া যায়। সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে নতুন ভাষা শেখা যায় না। যারা একাধিক ভাষায় কথা বলতে পারেন, তাঁরা বিভিন্ন ভাষাভাষী মানুষের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিও বুঝতে পারেন। নিজের সূক্ষ্ম অনুভূতিগুলোও অন্য ভাষার মানুষের কাছে প্রকাশ করতে পারেন। যারা একাধিক ভাষা জানেন, তাঁরা খুব সহজেই বিভিন্ন সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারেন।
সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেজনবল নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দুই ধরনের শূন্য পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগেসিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৫২ জন প্রার্থী। বুধবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ দিন আগেজনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটিতে অ্যাড অপারেশন পদে জনবল নেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ই-মেইলে অথবা সরাসরি প্রতিষ্ঠানের ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।
২ দিন আগে