মৎস্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষা ২৬ নভেম্বর

চাকরি ডেস্ক 
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১২: ৩৪

মৎস্য অধিদপ্তরের ৮টি পদে ৫৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৬ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রতিষ্ঠানটির উপপরিচালক (প্রশাসন) এস এম রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযোদ্ধা পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র দেখা হতে পারত।

পদগুলো হলো: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার (মেরিন), সেকেন্ড ড্রাইভার, মেট, গাড়িচালক, কারচালক ও ট্রাকচালক। এসব পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা রমনার মৎস্য ভবনে (আর্কাইভ রুম, ৬ষ্ঠ তলা, কক্ষ নং ৬১০) অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত