মুফতি আবু আবদুল্লাহ আহমদ
একনিষ্ঠভাবে করা প্রতিটি ভালো কাজ আল্লাহর কাছে প্রিয়। তবে হাদিস শরিফে নির্দিষ্টভাবে কিছু আমলের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আল্লাহর অধিক প্রিয়। নিচে এ ধরনের কয়েকটি আমল তুলে ধরা হলো—
» আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা।
» তাঁর পথে লড়াই করা।
» যথাযথ নিয়মে হজ আদায় করা।
হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘কোন আমল সর্বোত্তম?’ তিনি বললেন, ‘আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘আল্লাহর পথে লড়াই করা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ রাসুল (সা.) বললেন, ‘যথাযথভাবে আদায়কৃত হজ।’ (মুসলিম)
» সময়মতো নামাজ আদায় করা।
» মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, ‘কোনটি আল্লাহর অধিক প্রিয়?’ তিনি বললেন, ‘সময়মতো নামাজ পড়া।’ বললাম, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘মা-বাবার সঙ্গে সদাচার করা।’ (মুসলিম)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
একনিষ্ঠভাবে করা প্রতিটি ভালো কাজ আল্লাহর কাছে প্রিয়। তবে হাদিস শরিফে নির্দিষ্টভাবে কিছু আমলের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আল্লাহর অধিক প্রিয়। নিচে এ ধরনের কয়েকটি আমল তুলে ধরা হলো—
» আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা।
» তাঁর পথে লড়াই করা।
» যথাযথ নিয়মে হজ আদায় করা।
হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘কোন আমল সর্বোত্তম?’ তিনি বললেন, ‘আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘আল্লাহর পথে লড়াই করা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ রাসুল (সা.) বললেন, ‘যথাযথভাবে আদায়কৃত হজ।’ (মুসলিম)
» সময়মতো নামাজ আদায় করা।
» মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, ‘কোনটি আল্লাহর অধিক প্রিয়?’ তিনি বললেন, ‘সময়মতো নামাজ পড়া।’ বললাম, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘মা-বাবার সঙ্গে সদাচার করা।’ (মুসলিম)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
আল্লাহ মানুষকে দুভাবে পরীক্ষা করেন। বিপদ দিয়ে এবং নিয়ামত দিয়ে। নিয়ামতের পরীক্ষা বিপদের পরীক্ষার চেয়ে কঠিন। বিপদের সময় মানুষ আল্লাহর স্মরণ করে; তার সাহায্য প্রার্থনা করে।
১০ ঘণ্টা আগেসমাজের প্রত্যেক সদস্যের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি ও আন্তরিকতার সম্পর্ক থাকা চাই। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও মজবুত সম্পর্ক তৈরি করতে মহানবী (সা.) ৬টি কর্তব্যের কথা বলেছেন, যা পালন
১ দিন আগেএখানে কারণগুলো তুলে ধরা হলো—অন্যায় জুলুম থেকে বাঁচার জন্য মজলুম ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে জালিমের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। এ ক্ষেত্রে তার যে দোষ রয়েছে, তা সবিস্তারে তুলে ধরার অনুমতি আছে। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, একবার আমরা
২ দিন আগেওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
৩ দিন আগে