ড. এ এন এম মাসউদুর রহমান
পারস্পরিক যোগাযোগ ও যাতায়াতের ক্ষেত্রে রাস্তার অবদান অপরিসীম। যে জাতির রাস্তাঘাট তথা যাতায়াতব্যবস্থা যত উন্নত, সে জাতি অর্থনৈতিকভাবে তত সচ্ছল। রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অথবা পথিককে কষ্টদানকারী বস্তু সরিয়ে ফেলা মহৎ কাজ। এর ফজিলত অনেক বেশি। মহানবী (সা.) বলেন, ‘ইমানের সত্তরের বেশি শাখা আছে। এর মধ্যে সর্বোচ্চ শাখা হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা ইমানের অন্যতম শাখা।’ (মুসলিম)
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা গুনাহ মাফের কারণ। মহানবী (সা.) বলেন, ‘এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তার এ কাজ সাদরে গ্রহণ করে তার গোনাহ ক্ষমা করে দিলেন।’ (বুখারি)
আল্লাহ যার গুনাহ ক্ষমা করে দেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। মহানবী (সা.) বলেন, ‘এক ব্যক্তি কখনো কোনো ভালো কাজ করেনি, শুধু একটি কাঁটাযুক্ত ডাল রাস্তা থেকে সরিয়েছিল। হয়তো ডালটি গাছেই ছিল, কেউ তা কেটে ফেলে রেখেছিল অথবা রাস্তায় পড়ে ছিল। সে তা সরিয়ে ফেলেছিল। আল্লাহ তার এ কাজ সাদরে গ্রহণ করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান।’ (আবু দাউদ)
মহানবী (সা.) আরও বলেন, ‘আমি এক ব্যক্তিকে দেখলাম জান্নাতে একটি গাছের নিচে স্বচ্ছন্দে হাঁটছে। সে এমন একটি গাছ রাস্তার মধ্য থেকে কেটে সরিয়ে দিয়েছিল, যা মানুষকে কষ্ট দিত।’ (মুসলিম)।
পারস্পরিক যোগাযোগ ও যাতায়াতের ক্ষেত্রে রাস্তার অবদান অপরিসীম। যে জাতির রাস্তাঘাট তথা যাতায়াতব্যবস্থা যত উন্নত, সে জাতি অর্থনৈতিকভাবে তত সচ্ছল। রাস্তায় চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অথবা পথিককে কষ্টদানকারী বস্তু সরিয়ে ফেলা মহৎ কাজ। এর ফজিলত অনেক বেশি। মহানবী (সা.) বলেন, ‘ইমানের সত্তরের বেশি শাখা আছে। এর মধ্যে সর্বোচ্চ শাখা হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা ইমানের অন্যতম শাখা।’ (মুসলিম)
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা গুনাহ মাফের কারণ। মহানবী (সা.) বলেন, ‘এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তার এ কাজ সাদরে গ্রহণ করে তার গোনাহ ক্ষমা করে দিলেন।’ (বুখারি)
আল্লাহ যার গুনাহ ক্ষমা করে দেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। মহানবী (সা.) বলেন, ‘এক ব্যক্তি কখনো কোনো ভালো কাজ করেনি, শুধু একটি কাঁটাযুক্ত ডাল রাস্তা থেকে সরিয়েছিল। হয়তো ডালটি গাছেই ছিল, কেউ তা কেটে ফেলে রেখেছিল অথবা রাস্তায় পড়ে ছিল। সে তা সরিয়ে ফেলেছিল। আল্লাহ তার এ কাজ সাদরে গ্রহণ করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান।’ (আবু দাউদ)
মহানবী (সা.) আরও বলেন, ‘আমি এক ব্যক্তিকে দেখলাম জান্নাতে একটি গাছের নিচে স্বচ্ছন্দে হাঁটছে। সে এমন একটি গাছ রাস্তার মধ্য থেকে কেটে সরিয়ে দিয়েছিল, যা মানুষকে কষ্ট দিত।’ (মুসলিম)।
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
২০ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
২০ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
২০ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
২ দিন আগে