ইসলাম ডেস্ক
২ রবিউল আউয়াল: ৮৯৭ হিজরির এই দিনে স্পেনে মুসলিম শাসনের ইতি ঘটে।
৪ রবিউল আউয়াল: ৮৮৬ হিজরির এই দিনে ইস্তাম্বুল বিজয়ী উসমানি খলিফা মুহাম্মদ আল-ফাতিহের ইন্তেকাল।
৬ রবিউল আউয়াল: ৬০৪ হিজরির এই দিনে দার্শনিক ও সুফি কবি মাওলানা জালালুদ্দিন রুমির জন্ম।
৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে হিজরত করে মদিনার উপকণ্ঠ কুবায় পৌঁছান এবং ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১০ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ১৭৯ হিজরির এই দিনে সাহাবি আনাস ইবনে মালিক (রা.)-এর ইন্তেকাল। ৯৭৯ হিজরির এই দিনে উসমানি খিলাফতের সাইপ্রাস জয়।
১২ রবিউল আউয়াল: হিজরি পূর্ব ৫৩ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম। ১১ হিজরির একই দিনে তাঁর ইন্তেকাল। একই দিনে হজরত আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হন।
১৪ রবিউল আউয়াল: ১৭০ হিজরির এই দিনে আব্বাসি খলিফা হারুনুর রশিদ সিংহাসনে বসেন। ৬৪ হিজরির এই দিনে উমাইয়া শাসক ইয়াজিদের মৃত্যু।
১৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মসজিদে নববির নির্মাণকাজ শেষ হয়।
২০ রবিউল আউয়াল: ১৫ হিজরির এই দিনে খলিফা ওমর (রা.) বায়তুল মুকাদ্দাস জয় করেন। ৫২০ হিজরির এই দিনে আন্দালুসি দার্শনিক, পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ইবনে রুশদের জন্ম।
২১ রবিউল আউয়াল: ১০০০ হিজরির এই দিনে মোগল বাদশাহ শাহজাহানের জন্ম।
২৩ রবিউল আউয়াল: ৪২১ হিজরির এই দিনে ভারত বিজেতা সুলতান মাহমুদ গজনবির ইন্তেকাল।
২৪ রবিউল আউয়াল: ১৩ হিজরির এই দিনে মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ (রা.) বুসরা বিজয়ের মাধ্যমে সিরিয়া অঞ্চলে বিজয়ের সূচনা করেন। ২৫ রবি
উল আউয়াল: ৫ হিজরির এই দিনে দাওমাতুল জান্দাল যুদ্ধ সংঘটিত হয়।
২৯ রবিউল আউয়াল: ৫৭০ হিজরির এই দিনে মহাবীর সালাহউদ্দিন আইয়ুবি দামেস্ক জয় করেন।
২ রবিউল আউয়াল: ৮৯৭ হিজরির এই দিনে স্পেনে মুসলিম শাসনের ইতি ঘটে।
৪ রবিউল আউয়াল: ৮৮৬ হিজরির এই দিনে ইস্তাম্বুল বিজয়ী উসমানি খলিফা মুহাম্মদ আল-ফাতিহের ইন্তেকাল।
৬ রবিউল আউয়াল: ৬০৪ হিজরির এই দিনে দার্শনিক ও সুফি কবি মাওলানা জালালুদ্দিন রুমির জন্ম।
৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে হিজরত করে মদিনার উপকণ্ঠ কুবায় পৌঁছান এবং ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১০ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মহানবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ১৭৯ হিজরির এই দিনে সাহাবি আনাস ইবনে মালিক (রা.)-এর ইন্তেকাল। ৯৭৯ হিজরির এই দিনে উসমানি খিলাফতের সাইপ্রাস জয়।
১২ রবিউল আউয়াল: হিজরি পূর্ব ৫৩ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম। ১১ হিজরির একই দিনে তাঁর ইন্তেকাল। একই দিনে হজরত আবু বকর (রা.) খলিফা নির্বাচিত হন।
১৪ রবিউল আউয়াল: ১৭০ হিজরির এই দিনে আব্বাসি খলিফা হারুনুর রশিদ সিংহাসনে বসেন। ৬৪ হিজরির এই দিনে উমাইয়া শাসক ইয়াজিদের মৃত্যু।
১৮ রবিউল আউয়াল: ১ হিজরির এই দিনে মসজিদে নববির নির্মাণকাজ শেষ হয়।
২০ রবিউল আউয়াল: ১৫ হিজরির এই দিনে খলিফা ওমর (রা.) বায়তুল মুকাদ্দাস জয় করেন। ৫২০ হিজরির এই দিনে আন্দালুসি দার্শনিক, পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ইবনে রুশদের জন্ম।
২১ রবিউল আউয়াল: ১০০০ হিজরির এই দিনে মোগল বাদশাহ শাহজাহানের জন্ম।
২৩ রবিউল আউয়াল: ৪২১ হিজরির এই দিনে ভারত বিজেতা সুলতান মাহমুদ গজনবির ইন্তেকাল।
২৪ রবিউল আউয়াল: ১৩ হিজরির এই দিনে মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ (রা.) বুসরা বিজয়ের মাধ্যমে সিরিয়া অঞ্চলে বিজয়ের সূচনা করেন। ২৫ রবি
উল আউয়াল: ৫ হিজরির এই দিনে দাওমাতুল জান্দাল যুদ্ধ সংঘটিত হয়।
২৯ রবিউল আউয়াল: ৫৭০ হিজরির এই দিনে মহাবীর সালাহউদ্দিন আইয়ুবি দামেস্ক জয় করেন।
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
৬ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
৬ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
৬ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
১ দিন আগে