সানা উল্লাহ মুহাম্মাদ কাউসার
প্রযুক্তির কল্যাণে অথবা মানুষের প্রয়োজনে দৈনন্দিন জীবনে আমাদের সামনে এমন অনেক বিষয় আসে, তেমনি একটি মাসআলা হলো, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করা যাবে কি না।
ইসলামে সব ধরনের বেআইনি কাজই নিষিদ্ধ। ইসলাম ধর্মে আঘাত হানছে না বা ক্ষতি করছে না এমন যেকোনো রাষ্ট্রীয় ও আইনি বিধি-নিষেধ সর্বসাধারণের মেনে চলা আবশ্যক। ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে সাধারণত যেসব অপরাধ হয়ে থাকে, তা হলো—
» মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হয়।
» সমাজে অস্থিতিশীলতা তৈরি করা হয়। দাঙ্গা-হাঙ্গামাসহ নানা ধরনের অনৈতিক, অসামাজিক ও অনৈসলামিক অপরাধ ঘটানো হয়।
» দেশদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
» ব্যক্তিগত আক্রোশ, অশ্লীল মন্তব্যসহ উসকানিমূলক কাজ করা হয়।
» গুজব ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়।
» ধর্মীয় বিদ্বেষ, উসকানিসহ অবমাননাকর লেখা, মন্তব্য ইত্যাদি করা হয়।
এসব কারণে ভুয়া আইডি ব্যবহার করা উচিত নয়। কারণ ভুয়া আইডি ফেসবুক কর্তৃপক্ষের কাছে যেমন বেআইনি; তেমনি দেশীয় আইনেও এর ব্যবহার বেআইনি। এ ধরনের আইডি ব্যবহার প্রতারণার শামিল। প্রতারণা বা ধোঁকাবাজি ইসলামে জায়েজ নেই। রাসুল (সা.) বলেন, ‘যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (মুসলিম: ১০২)।
তিনি (সা.) আরও বলেন, ‘নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটি পতাকা উত্তোলন করবেন। তখন বলা হবে, এটি অমুকের ধোঁকাবাজির পতাকা।’ (বুখারি: ৬৯৬৬; মুসলিম: ৪৪২৫)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
প্রযুক্তির কল্যাণে অথবা মানুষের প্রয়োজনে দৈনন্দিন জীবনে আমাদের সামনে এমন অনেক বিষয় আসে, তেমনি একটি মাসআলা হলো, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করা যাবে কি না।
ইসলামে সব ধরনের বেআইনি কাজই নিষিদ্ধ। ইসলাম ধর্মে আঘাত হানছে না বা ক্ষতি করছে না এমন যেকোনো রাষ্ট্রীয় ও আইনি বিধি-নিষেধ সর্বসাধারণের মেনে চলা আবশ্যক। ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে সাধারণত যেসব অপরাধ হয়ে থাকে, তা হলো—
» মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হয়।
» সমাজে অস্থিতিশীলতা তৈরি করা হয়। দাঙ্গা-হাঙ্গামাসহ নানা ধরনের অনৈতিক, অসামাজিক ও অনৈসলামিক অপরাধ ঘটানো হয়।
» দেশদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
» ব্যক্তিগত আক্রোশ, অশ্লীল মন্তব্যসহ উসকানিমূলক কাজ করা হয়।
» গুজব ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়।
» ধর্মীয় বিদ্বেষ, উসকানিসহ অবমাননাকর লেখা, মন্তব্য ইত্যাদি করা হয়।
এসব কারণে ভুয়া আইডি ব্যবহার করা উচিত নয়। কারণ ভুয়া আইডি ফেসবুক কর্তৃপক্ষের কাছে যেমন বেআইনি; তেমনি দেশীয় আইনেও এর ব্যবহার বেআইনি। এ ধরনের আইডি ব্যবহার প্রতারণার শামিল। প্রতারণা বা ধোঁকাবাজি ইসলামে জায়েজ নেই। রাসুল (সা.) বলেন, ‘যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (মুসলিম: ১০২)।
তিনি (সা.) আরও বলেন, ‘নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটি পতাকা উত্তোলন করবেন। তখন বলা হবে, এটি অমুকের ধোঁকাবাজির পতাকা।’ (বুখারি: ৬৯৬৬; মুসলিম: ৪৪২৫)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি ও আন্তরিকতার সম্পর্ক থাকা চাই। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও মজবুত সম্পর্ক তৈরি করতে মহানবী (সা.) ৬টি কর্তব্যের কথা বলেছেন, যা পালন
২১ ঘণ্টা আগেএখানে কারণগুলো তুলে ধরা হলো—অন্যায় জুলুম থেকে বাঁচার জন্য মজলুম ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে জালিমের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। এ ক্ষেত্রে তার যে দোষ রয়েছে, তা সবিস্তারে তুলে ধরার অনুমতি আছে। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, একবার আমরা
২ দিন আগেওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
৩ দিন আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
৩ দিন আগে