মুফতি আবু দারদা
রোজা ইসলামের অন্যতম ইবাদত। রমজান মাসে রোজা রাখা ফরজ; বছরের বাকি সময়েও নফল রোজার কথা হাদিসে এসেছে। নফল রোজার ফজিলত অনেক। সপ্তাহের দুইটি বিশেষ দিনে নফল রোজা রাখার কথা হাদিসে বর্ণিত হয়েছে। তা হলো, সোম ও বৃহস্পতিবার। যাদের সুযোগ ও সামর্থ্য আছে, তাদের জন্য সপ্তাহে এই দুটি রোজা রাখা অশেষ সওয়াবের মাধ্যম।
সপ্তাহের এই দুটি রোজা কেন রাখা হয়, তার বিভিন্ন কারণ হাদিসের মাধ্যমে জানা যায়। এক হাদিসে এসেছে, হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.)-কে সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এর উত্তরে বলেছিলেন, ‘এই দিনে আমার জন্ম হয়েছে এবং এই দিনেই আমাকে নবুওয়ত দেওয়া হয়েছে বা আমার ওপর কোরআন নাজিল শুরু হয়েছে।’ (মুসলিম: ১১৬২)
অন্য হাদিসে সোম ও বৃহস্পতিবার রোজা রাখার কথা এসেছে। এর কারণও মহানবী (সা.) ব্যাখ্যা করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘ (প্রতি সপ্তাহের) সোম ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে। কাজেই আমি রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক—এমনটি পছন্দ করছি।’ (তিরমিজি: ৭৪৭)
আরেক হাদিসে এসেছে, হজরত আয়েশা (রা.) বলেছেন, নবী (সা.) সোম ও বৃহস্পতিবার রোজা পালনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতেন। (নাসায়ি: ২৩৬০; তিরমিজি: ৭৪৫)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
রোজা ইসলামের অন্যতম ইবাদত। রমজান মাসে রোজা রাখা ফরজ; বছরের বাকি সময়েও নফল রোজার কথা হাদিসে এসেছে। নফল রোজার ফজিলত অনেক। সপ্তাহের দুইটি বিশেষ দিনে নফল রোজা রাখার কথা হাদিসে বর্ণিত হয়েছে। তা হলো, সোম ও বৃহস্পতিবার। যাদের সুযোগ ও সামর্থ্য আছে, তাদের জন্য সপ্তাহে এই দুটি রোজা রাখা অশেষ সওয়াবের মাধ্যম।
সপ্তাহের এই দুটি রোজা কেন রাখা হয়, তার বিভিন্ন কারণ হাদিসের মাধ্যমে জানা যায়। এক হাদিসে এসেছে, হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.)-কে সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এর উত্তরে বলেছিলেন, ‘এই দিনে আমার জন্ম হয়েছে এবং এই দিনেই আমাকে নবুওয়ত দেওয়া হয়েছে বা আমার ওপর কোরআন নাজিল শুরু হয়েছে।’ (মুসলিম: ১১৬২)
অন্য হাদিসে সোম ও বৃহস্পতিবার রোজা রাখার কথা এসেছে। এর কারণও মহানবী (সা.) ব্যাখ্যা করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘ (প্রতি সপ্তাহের) সোম ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে। কাজেই আমি রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক—এমনটি পছন্দ করছি।’ (তিরমিজি: ৭৪৭)
আরেক হাদিসে এসেছে, হজরত আয়েশা (রা.) বলেছেন, নবী (সা.) সোম ও বৃহস্পতিবার রোজা পালনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতেন। (নাসায়ি: ২৩৬০; তিরমিজি: ৭৪৫)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
১৬ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
১৬ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
১৬ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
২ দিন আগে