মুফতি খালিদ কাসেমি
প্রত্যেক মানুষকেই নির্ধারিত সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর পরকালের দিকে শুরু হবে অনন্ত যাত্রা। এ যাত্রার প্রথম গন্তব্য হলো কবর। মহানবী (সা.) বলেন, ‘কবর পরকালের প্রথম গন্তব্য। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী গন্তব্যগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী গন্তব্যগুলো তার জন্য আরও কঠিন হবে।’ (তিরমিজি)
মৃত্যুর পর প্রথম প্রহরে মৃত ব্যক্তি দুজন ফেরেশতার প্রশ্নের সম্মুখীন হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীদের জুতার আওয়াজ পাওয়া যায় এমন দূরত্বে চলে যায়, তখন দুজন ফেরেশতা তার কাছে আসেন এবং তাকে বসান। তাঁরা বলেন, ‘এ ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ (সা.) সম্পর্কে তুমি কী বিশ্বাস করতে?’ তখন মুমিন ব্যক্তি বলবে, ‘আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহর বান্দা এবং তাঁর রাসুল।’ তখন তাকে বলা হবে, ‘জাহান্নামে তোমার স্থানের দিকে দেখো, আল্লাহ তোমাকে এর বদলে জান্নাতের একটি স্থান দান করেছেন। তখন সে দুটি স্থানের দিকেই তাকাবে।’
কাতাদা (রহ.) বলেন, আমাদের বর্ণনা করা হয়েছে, ‘সেই ব্যক্তির জন্য তার কবর প্রশস্ত করে দেওয়া হবে।’ এরপর তিনি (কাতাদা) ফের আনাস (রা.)-এর হাদিসের বর্ণনায় ফিরে আসেন। তিনি বলেন, ‘আর মুনাফিক বা বিধর্মী ব্যক্তিকেও প্রশ্ন করা হবে, ‘তুমি এই ব্যক্তি (মুহাম্মদ সা.) সম্পর্কে কী বিশ্বাস করতে?’ সে উত্তরে বলবে, ‘আমি জানি না। লোকেরা যা বলত, আমি তা-ই বলতাম।’ তখন তাকে বলা হবে, ‘তুমি না নিজে জেনেছ, না তিলাওয়াত করে শিখেছ। আর তাকে লোহার মুগুর দ্বারা এমনভাবে আঘাত করা হবে, ফলে সে এমন বিকট চিৎকার করে উঠবে, দুই জাতি (মানুষ ও জিন) ছাড়া তার আশপাশের সবাই তা শুনতে পাবে।’ (বুখারি)
প্রত্যেক মানুষকেই নির্ধারিত সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর পরকালের দিকে শুরু হবে অনন্ত যাত্রা। এ যাত্রার প্রথম গন্তব্য হলো কবর। মহানবী (সা.) বলেন, ‘কবর পরকালের প্রথম গন্তব্য। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী গন্তব্যগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী গন্তব্যগুলো তার জন্য আরও কঠিন হবে।’ (তিরমিজি)
মৃত্যুর পর প্রথম প্রহরে মৃত ব্যক্তি দুজন ফেরেশতার প্রশ্নের সম্মুখীন হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীদের জুতার আওয়াজ পাওয়া যায় এমন দূরত্বে চলে যায়, তখন দুজন ফেরেশতা তার কাছে আসেন এবং তাকে বসান। তাঁরা বলেন, ‘এ ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ (সা.) সম্পর্কে তুমি কী বিশ্বাস করতে?’ তখন মুমিন ব্যক্তি বলবে, ‘আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহর বান্দা এবং তাঁর রাসুল।’ তখন তাকে বলা হবে, ‘জাহান্নামে তোমার স্থানের দিকে দেখো, আল্লাহ তোমাকে এর বদলে জান্নাতের একটি স্থান দান করেছেন। তখন সে দুটি স্থানের দিকেই তাকাবে।’
কাতাদা (রহ.) বলেন, আমাদের বর্ণনা করা হয়েছে, ‘সেই ব্যক্তির জন্য তার কবর প্রশস্ত করে দেওয়া হবে।’ এরপর তিনি (কাতাদা) ফের আনাস (রা.)-এর হাদিসের বর্ণনায় ফিরে আসেন। তিনি বলেন, ‘আর মুনাফিক বা বিধর্মী ব্যক্তিকেও প্রশ্ন করা হবে, ‘তুমি এই ব্যক্তি (মুহাম্মদ সা.) সম্পর্কে কী বিশ্বাস করতে?’ সে উত্তরে বলবে, ‘আমি জানি না। লোকেরা যা বলত, আমি তা-ই বলতাম।’ তখন তাকে বলা হবে, ‘তুমি না নিজে জেনেছ, না তিলাওয়াত করে শিখেছ। আর তাকে লোহার মুগুর দ্বারা এমনভাবে আঘাত করা হবে, ফলে সে এমন বিকট চিৎকার করে উঠবে, দুই জাতি (মানুষ ও জিন) ছাড়া তার আশপাশের সবাই তা শুনতে পাবে।’ (বুখারি)
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
১৪ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
১৪ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
১৪ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
২ দিন আগে