শরিফ আহমাদ, ইসলামবিষয়ক গবেষক
চলছে হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। মুসলিম উম্মাহর কাছে এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক। এ মাসে রাসুলুল্লাহ (সা.) পৃথিবীতে আগমন করেছেন। এ মাসেই তিনি ইন্তেকাল করেছেন। তাই এটি একই সঙ্গে আনন্দ ও বেদনার মাস। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি আনুগত্য ও ভালোবাসার নজরানা হিসেবে এ মাসব্যাপী তিনটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা যায়।
এক. সিরাত পাঠ: সিরাতচর্চা করা মুসলিমদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসুল (সা.)-এর প্রতি ইমান আনার দাবি হলো, তাঁর জীবনযাপন, আখলাক-চরিত্র ও আদর্শ সম্পর্কে অবগত হওয়া এবং সে সবকে আমলে পরিণত করা। কোরআনে বর্ণিত হয়েছে, ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এমন ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে।’ (সুরা আহজাব: ২১)
দুই. সিরাত মাহফিল: মুসলমানদের ইসলামের বিধিবিধানের কথা স্মরণ করিয়ে দেওয়া মহানবী (সা.)-এর নির্দেশ। তিনি সাহাবিদের নসিহত করতেন। তাই যুগে যুগে আলেমেরা ওয়াজ মাহফিলের মাধ্যমে এ ধারা অব্যাহত রেখেছেন। এর মাধ্যমে নারী-পুরুষ ব্যাপকভাবে ইসলাম সম্পর্কে জানতে পারে। কোরআনে বর্ণিত হয়েছে, ‘আপনি উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসে।’ (সুরা জারিয়াত: ৫৫)
তিন. সুন্নতের চর্চা: বর্তমান সমাজে অনেক রকম কুসংস্কার আছে। শিরক-বিদআত মহামারি আকার ধারণ করেছে। এসব থেকে বাঁচতে রবিউল আউয়াল মাসটি হোক সুন্নত মোতাবেক আমল করার মাস। রাসুল (সা.) বলেছেন, ‘আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত তা ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলার কিতাব ও নবীর সুন্নত।’ (মুয়াত্তা মালেক: ৬৮৫, মুস্তাদরাক হাকেম: ৩১৯)
চলছে হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। মুসলিম উম্মাহর কাছে এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক। এ মাসে রাসুলুল্লাহ (সা.) পৃথিবীতে আগমন করেছেন। এ মাসেই তিনি ইন্তেকাল করেছেন। তাই এটি একই সঙ্গে আনন্দ ও বেদনার মাস। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি আনুগত্য ও ভালোবাসার নজরানা হিসেবে এ মাসব্যাপী তিনটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা যায়।
এক. সিরাত পাঠ: সিরাতচর্চা করা মুসলিমদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসুল (সা.)-এর প্রতি ইমান আনার দাবি হলো, তাঁর জীবনযাপন, আখলাক-চরিত্র ও আদর্শ সম্পর্কে অবগত হওয়া এবং সে সবকে আমলে পরিণত করা। কোরআনে বর্ণিত হয়েছে, ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এমন ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে।’ (সুরা আহজাব: ২১)
দুই. সিরাত মাহফিল: মুসলমানদের ইসলামের বিধিবিধানের কথা স্মরণ করিয়ে দেওয়া মহানবী (সা.)-এর নির্দেশ। তিনি সাহাবিদের নসিহত করতেন। তাই যুগে যুগে আলেমেরা ওয়াজ মাহফিলের মাধ্যমে এ ধারা অব্যাহত রেখেছেন। এর মাধ্যমে নারী-পুরুষ ব্যাপকভাবে ইসলাম সম্পর্কে জানতে পারে। কোরআনে বর্ণিত হয়েছে, ‘আপনি উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসে।’ (সুরা জারিয়াত: ৫৫)
তিন. সুন্নতের চর্চা: বর্তমান সমাজে অনেক রকম কুসংস্কার আছে। শিরক-বিদআত মহামারি আকার ধারণ করেছে। এসব থেকে বাঁচতে রবিউল আউয়াল মাসটি হোক সুন্নত মোতাবেক আমল করার মাস। রাসুল (সা.) বলেছেন, ‘আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত তা ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলার কিতাব ও নবীর সুন্নত।’ (মুয়াত্তা মালেক: ৬৮৫, মুস্তাদরাক হাকেম: ৩১৯)
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
১১ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
১১ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
১১ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
১ দিন আগে