মুহাম্মাদ রাহাতুল ইসলাম
কড়াপুর মিয়াবাড়ি জামে মসজিদ শুধু নান্দনিক নকশার জন্য নয়; বরং প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন স্থাপত্যশৈলীর আকর্ষণীয় মসজিদটি বরিশালের সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর গ্রামে অবস্থিত। মোগল আমলে নির্মিত বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর একটি এটি। বরিশাল মহানগর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে দ্বিতল ঐতিহাসিক এই মসজিদ ১৮ শতকের শেষ দিকে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়।
কিছুটা অস্পষ্ট ইতিহাস ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, হায়াত মাহমুদ নামক এক ব্যক্তি অভিনব ডিজাইনের এই মিয়াবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা। তৎকালীন ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রিন্স অব ওয়েলস দ্বীপে নির্বাসিত হন তিনি। একই সঙ্গে তাঁর উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে এই এলাকায় দুটি দিঘি ও দৃষ্টিনন্দন দ্বিতল এই মসজিদ নির্মাণ করেন তিনি। কথিত আছে, তাজমহল নির্মাণকারী কতিপয় কারিগর দিয়ে নির্মাণ করা হয় মসজিদটি।
ভ্রমণপিপাসু লোকজনকে মসজিদের সৌন্দর্য দারুণভাবে মুগ্ধ করে। অনন্য নির্মাণশৈলীর এই মসজিদ দৈর্ঘ্যে প্রায় ৭০ ফুট এবং প্রস্থে ৪০ ফুট। বলা হয়, চুন-সুরকির সঙ্গে মাষকলাই ও চিটাগুড় পচিয়ে এর নির্মাণসামগ্রী তৈরি করা হয়েছিল। এর অন্যতম নির্মাণবৈশিষ্ট্য হলো, ছাদে কোনো ধরনের রড কিংবা লোহা ব্যবহার করা হয়নি। ইট, সুরকি ও চুনের মিশ্রণ দিয়ে তৈরি ছাদের পুরুত্ব প্রায় এক ফুট। দোতলা এই মসজিদের নিচতলার দেয়ালের পুরুত্ব ৪০ ইঞ্চি এবং দ্বিতীয় তলার দেয়ালের পুরুত্ব ৩০ ইঞ্চি।
কারুকার্যখচিত মসজিদের উপরিভাগে তিনটি ছোট আকারের গম্বুজ রয়েছে। মাঝখানের গম্বুজটি অন্য দুই গম্বুজের চেয়ে আকারে কিছুটা বড়। মসজিদের সামনের দিকে চারটি মিনার এবং পেছনের দিকে চারটি মিনারসহ মোট আটটি বড় মিনার রয়েছে। মোগল রীতির চারকোনা এই মসজিদের সামনে ও পেছনের দেয়ালের মধ্যবর্তী স্থানে আরও ১২টি ছোট মিনার রয়েছে। মসজিদের উপরিভাগ, গম্বুজ এবং সব মিনার ও দেয়ালে নিখুঁত ও অপূর্বসুন্দর কারুকাজ করা হয়েছে, যা দর্শনার্থীদের সহজেই কাছে টানে।
শুধু তা-ই নয়, মসজিদ লাগোয়া দিঘির স্বচ্ছ পানিতে মসজিদের প্রতিবিম্ব যেকোনো মানুষকেই মুগ্ধ করে। মসজিদটির নিচতলায় ছয় দরজাবিশিষ্ট কামরা থাকলেও দ্বিতীয় তলায় মূল মসজিদের আসল সৌন্দর্য ফুটে উঠেছে। এই অংশজুড়ে রয়েছে চমৎকার সব নকশার কাজ। বর্তমানে মসজিদটির দ্বিতীয় তলায় নামাজের ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় তলায় উঠতে বাইরে থেকে দোতলা পর্যন্ত একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে। আর নিচতলায় রয়েছে ৯টি কক্ষ। এর কয়েকটি কক্ষে বর্তমানে একটি মাদ্রাসার কার্যক্রম চলছে।
চোখে পড়ার মতো বিষয় হলো, সিঁড়ির নিচের ফাঁকা জায়গায় দুটি কবরও রয়েছে। কিন্তু এই কবর দুটি কাদের, তা আজও অজানা। মসজিদটির শৈল্পিক নকশার সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। স্থানীয় লোকজনের দাবি, যথাযথ রক্ষণাবেক্ষণ হলে দীর্ঘদিন মুগ্ধতা ছড়াবে প্রাচীন এই মসজিদ, যা আমাদের সোনালি ইতিহাসকে করবে সমৃদ্ধ।
কড়াপুর মিয়াবাড়ি জামে মসজিদ শুধু নান্দনিক নকশার জন্য নয়; বরং প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন স্থাপত্যশৈলীর আকর্ষণীয় মসজিদটি বরিশালের সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর গ্রামে অবস্থিত। মোগল আমলে নির্মিত বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর একটি এটি। বরিশাল মহানগর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে দ্বিতল ঐতিহাসিক এই মসজিদ ১৮ শতকের শেষ দিকে নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়।
কিছুটা অস্পষ্ট ইতিহাস ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, হায়াত মাহমুদ নামক এক ব্যক্তি অভিনব ডিজাইনের এই মিয়াবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা। তৎকালীন ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রিন্স অব ওয়েলস দ্বীপে নির্বাসিত হন তিনি। একই সঙ্গে তাঁর উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে এই এলাকায় দুটি দিঘি ও দৃষ্টিনন্দন দ্বিতল এই মসজিদ নির্মাণ করেন তিনি। কথিত আছে, তাজমহল নির্মাণকারী কতিপয় কারিগর দিয়ে নির্মাণ করা হয় মসজিদটি।
ভ্রমণপিপাসু লোকজনকে মসজিদের সৌন্দর্য দারুণভাবে মুগ্ধ করে। অনন্য নির্মাণশৈলীর এই মসজিদ দৈর্ঘ্যে প্রায় ৭০ ফুট এবং প্রস্থে ৪০ ফুট। বলা হয়, চুন-সুরকির সঙ্গে মাষকলাই ও চিটাগুড় পচিয়ে এর নির্মাণসামগ্রী তৈরি করা হয়েছিল। এর অন্যতম নির্মাণবৈশিষ্ট্য হলো, ছাদে কোনো ধরনের রড কিংবা লোহা ব্যবহার করা হয়নি। ইট, সুরকি ও চুনের মিশ্রণ দিয়ে তৈরি ছাদের পুরুত্ব প্রায় এক ফুট। দোতলা এই মসজিদের নিচতলার দেয়ালের পুরুত্ব ৪০ ইঞ্চি এবং দ্বিতীয় তলার দেয়ালের পুরুত্ব ৩০ ইঞ্চি।
কারুকার্যখচিত মসজিদের উপরিভাগে তিনটি ছোট আকারের গম্বুজ রয়েছে। মাঝখানের গম্বুজটি অন্য দুই গম্বুজের চেয়ে আকারে কিছুটা বড়। মসজিদের সামনের দিকে চারটি মিনার এবং পেছনের দিকে চারটি মিনারসহ মোট আটটি বড় মিনার রয়েছে। মোগল রীতির চারকোনা এই মসজিদের সামনে ও পেছনের দেয়ালের মধ্যবর্তী স্থানে আরও ১২টি ছোট মিনার রয়েছে। মসজিদের উপরিভাগ, গম্বুজ এবং সব মিনার ও দেয়ালে নিখুঁত ও অপূর্বসুন্দর কারুকাজ করা হয়েছে, যা দর্শনার্থীদের সহজেই কাছে টানে।
শুধু তা-ই নয়, মসজিদ লাগোয়া দিঘির স্বচ্ছ পানিতে মসজিদের প্রতিবিম্ব যেকোনো মানুষকেই মুগ্ধ করে। মসজিদটির নিচতলায় ছয় দরজাবিশিষ্ট কামরা থাকলেও দ্বিতীয় তলায় মূল মসজিদের আসল সৌন্দর্য ফুটে উঠেছে। এই অংশজুড়ে রয়েছে চমৎকার সব নকশার কাজ। বর্তমানে মসজিদটির দ্বিতীয় তলায় নামাজের ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় তলায় উঠতে বাইরে থেকে দোতলা পর্যন্ত একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে। আর নিচতলায় রয়েছে ৯টি কক্ষ। এর কয়েকটি কক্ষে বর্তমানে একটি মাদ্রাসার কার্যক্রম চলছে।
চোখে পড়ার মতো বিষয় হলো, সিঁড়ির নিচের ফাঁকা জায়গায় দুটি কবরও রয়েছে। কিন্তু এই কবর দুটি কাদের, তা আজও অজানা। মসজিদটির শৈল্পিক নকশার সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। স্থানীয় লোকজনের দাবি, যথাযথ রক্ষণাবেক্ষণ হলে দীর্ঘদিন মুগ্ধতা ছড়াবে প্রাচীন এই মসজিদ, যা আমাদের সোনালি ইতিহাসকে করবে সমৃদ্ধ।
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
৭ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
৮ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
৮ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
১ দিন আগে