মাহমুদ হাসান ফাহিম
ইসমে আজম মানে শ্রেষ্ঠ বা মহান নাম। আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে। এসব নামের মধ্যে যে নাম দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয়, সেগুলোকে ইসমে আজম বলা হয়।
কোরআনে ইসমে আজম: হজরত আসমা বিনতে ইয়াজিদ (রা.) সূত্রে বর্ণিত, রাসুল (সা.) এরশাদ করেন, ইসমে আজম দুটি আয়াতের মধ্যে নিহিত। এক. উচ্চারণ: ‘ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লাহু, আর রহমানুর রহিম।’ —সুরা বাকারাহ: ১৬৩। দুই. আলিফ লাম মীম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল হাইয়্যুল কাইয়্যুম।’ —সুরা আলে ইমরান: ১। (সুনানে আবি দাউদ: ১৪৯৬)
হাদিসে ইসমে আজম: ‘আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিআন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আনতা, ওয়াহদাকা লা শারিকা লাকা, আল মান্নান, বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ্বি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।’ রাসুলুল্লাহ (সা.) এই দোয়াকে ‘ইসমে আজম’ হিসেবে সত্যায়ন করেছেন। (তিরমিজি: ৩৫৪৪; আবু দাউদ: ১৪৯৫; নাসায়ি: ১৩০)
আরেক হাদিসে এসেছে, ‘আল্লাহুম্মা ইন্নি আস আলুকা, আন্নি আশহাদু, আন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আল আহাদুস সামাদ, আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।’ রাসুল (সা.) এই দোয়া সম্পর্কে বলেছেন, ‘এতে ইসমে আজম আছে।’ (আবু দাউদ: ১৪৯৩)
ইসমে আজমের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুল (সা.) এক সাহাবিকে বলেছেন, ‘তুমি কি জানো, তুমি কি দিয়ে দোয়া করেছ? তুমি দোয়া করেছ ‘ইসমে আজম’ দিয়ে, যা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং তা দিয়ে কিছু চাইলে আল্লাহ তা দান করেন।’ (তিরমিজি: ৩৫৪৪)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
ইসমে আজম মানে শ্রেষ্ঠ বা মহান নাম। আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে। এসব নামের মধ্যে যে নাম দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয়, সেগুলোকে ইসমে আজম বলা হয়।
কোরআনে ইসমে আজম: হজরত আসমা বিনতে ইয়াজিদ (রা.) সূত্রে বর্ণিত, রাসুল (সা.) এরশাদ করেন, ইসমে আজম দুটি আয়াতের মধ্যে নিহিত। এক. উচ্চারণ: ‘ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লাহু, আর রহমানুর রহিম।’ —সুরা বাকারাহ: ১৬৩। দুই. আলিফ লাম মীম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল হাইয়্যুল কাইয়্যুম।’ —সুরা আলে ইমরান: ১। (সুনানে আবি দাউদ: ১৪৯৬)
হাদিসে ইসমে আজম: ‘আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিআন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আনতা, ওয়াহদাকা লা শারিকা লাকা, আল মান্নান, বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ্বি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।’ রাসুলুল্লাহ (সা.) এই দোয়াকে ‘ইসমে আজম’ হিসেবে সত্যায়ন করেছেন। (তিরমিজি: ৩৫৪৪; আবু দাউদ: ১৪৯৫; নাসায়ি: ১৩০)
আরেক হাদিসে এসেছে, ‘আল্লাহুম্মা ইন্নি আস আলুকা, আন্নি আশহাদু, আন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আল আহাদুস সামাদ, আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।’ রাসুল (সা.) এই দোয়া সম্পর্কে বলেছেন, ‘এতে ইসমে আজম আছে।’ (আবু দাউদ: ১৪৯৩)
ইসমে আজমের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুল (সা.) এক সাহাবিকে বলেছেন, ‘তুমি কি জানো, তুমি কি দিয়ে দোয়া করেছ? তুমি দোয়া করেছ ‘ইসমে আজম’ দিয়ে, যা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং তা দিয়ে কিছু চাইলে আল্লাহ তা দান করেন।’ (তিরমিজি: ৩৫৪৪)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
৮ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
৮ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
৮ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
১ দিন আগে