ইমদাদুল হক শেখ
সম্পদ আল্লাহর দেওয়া নেয়ামত। এ নেয়ামত অর্জনের অন্যতম মাধ্যম মেহনতের মাধ্যমে উপার্জন। বৈধ উপার্জনে অর্জিত হয় মানসিক প্রশান্তি। আর অবৈধ উপার্জন বয়ে আনে অশান্তি। ইসলাম বৈধ উপার্জনে যেমন উৎসাহ প্রদান করে, তেমনি অবৈধ উপার্জনের ভয়াবহ ক্ষতির ব্যাপারেও সতর্ক করে। আলোচ্য প্রবন্ধে অবৈধ উপার্জনের চারটি ক্ষতির কথা উল্লেখ করা হলো।
১. দোয়া কবুল হয় না
যারা অবৈধভাবে উপার্জন করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না। রাসুল (সা.) এমন এক লোকের কথা বললেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল উসকোখুসকো। সারা শরীর ধুলোয় ধূসরিত। সে আকাশের দিকে হাত তুলে বলে—হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন-জীবিকাও হারাম। এমতাবস্থায় তার দোয়া কীভাবে কবুল হতে পারে?’ (তিরমিজি: ২৯৮৯)
২. অকল্যাণ বয়ে আনে
যে সম্পদের সঙ্গে অবৈধতার মিশ্রণ ঘটে, তার ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, আর দানকে বৃদ্ধি করেন।’ (সুরা বাকারা: ২৭৬)
৩. আসমানি অভিশাপ
যারা সুদ ও ঘুষ নামক অবৈধ লেনদেনে লিপ্ত রয়েছে, তাদের ওপর আল্লাহ ও তাঁর রাসুলের অভিশাপ। জাবির (রা.) বলেন, ‘রাসুল (সা.) সুদখোর, সুদদাতা, সুদের লেখক ও তার সাক্ষীদ্বয়ের ওপর অভিশাপ করে বলেছেন, এরা সবাই সমান অপরাধী।’ (মুসলিম: ৩৯৮৫) অন্য হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘ঘুষদাতা ও গ্রহীতার ওপর আল্লাহর অভিশাপ।’ (ইবনে মাজাহ: ২৩১৩)
৪. দান কবুল হয় না
অধিকাংশ অবৈধ উপার্জনকারীর ধারণা হলো, অবৈধভাবে উপার্জন করে তা থেকে কিছু দান করলেই, শাস্তি কিছুটা লাগব হবে, অথচ বাস্তবতা এর বিপরীত। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল করেন না এবং অবৈধভাবে অর্জিত সম্পদের সদকাও গ্রহণ করেন না।’ (নাসায়ি: ১৩৯)
লেখক: জ্যেষ্ঠ শিক্ষক, জামেয়াতুস সুন্নাহ, ঝিনাইদহ সদর
সম্পদ আল্লাহর দেওয়া নেয়ামত। এ নেয়ামত অর্জনের অন্যতম মাধ্যম মেহনতের মাধ্যমে উপার্জন। বৈধ উপার্জনে অর্জিত হয় মানসিক প্রশান্তি। আর অবৈধ উপার্জন বয়ে আনে অশান্তি। ইসলাম বৈধ উপার্জনে যেমন উৎসাহ প্রদান করে, তেমনি অবৈধ উপার্জনের ভয়াবহ ক্ষতির ব্যাপারেও সতর্ক করে। আলোচ্য প্রবন্ধে অবৈধ উপার্জনের চারটি ক্ষতির কথা উল্লেখ করা হলো।
১. দোয়া কবুল হয় না
যারা অবৈধভাবে উপার্জন করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না। রাসুল (সা.) এমন এক লোকের কথা বললেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল উসকোখুসকো। সারা শরীর ধুলোয় ধূসরিত। সে আকাশের দিকে হাত তুলে বলে—হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন-জীবিকাও হারাম। এমতাবস্থায় তার দোয়া কীভাবে কবুল হতে পারে?’ (তিরমিজি: ২৯৮৯)
২. অকল্যাণ বয়ে আনে
যে সম্পদের সঙ্গে অবৈধতার মিশ্রণ ঘটে, তার ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন, আর দানকে বৃদ্ধি করেন।’ (সুরা বাকারা: ২৭৬)
৩. আসমানি অভিশাপ
যারা সুদ ও ঘুষ নামক অবৈধ লেনদেনে লিপ্ত রয়েছে, তাদের ওপর আল্লাহ ও তাঁর রাসুলের অভিশাপ। জাবির (রা.) বলেন, ‘রাসুল (সা.) সুদখোর, সুদদাতা, সুদের লেখক ও তার সাক্ষীদ্বয়ের ওপর অভিশাপ করে বলেছেন, এরা সবাই সমান অপরাধী।’ (মুসলিম: ৩৯৮৫) অন্য হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘ঘুষদাতা ও গ্রহীতার ওপর আল্লাহর অভিশাপ।’ (ইবনে মাজাহ: ২৩১৩)
৪. দান কবুল হয় না
অধিকাংশ অবৈধ উপার্জনকারীর ধারণা হলো, অবৈধভাবে উপার্জন করে তা থেকে কিছু দান করলেই, শাস্তি কিছুটা লাগব হবে, অথচ বাস্তবতা এর বিপরীত। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল করেন না এবং অবৈধভাবে অর্জিত সম্পদের সদকাও গ্রহণ করেন না।’ (নাসায়ি: ১৩৯)
লেখক: জ্যেষ্ঠ শিক্ষক, জামেয়াতুস সুন্নাহ, ঝিনাইদহ সদর
এখানে কারণগুলো তুলে ধরা হলো—অন্যায় জুলুম থেকে বাঁচার জন্য মজলুম ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে জালিমের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। এ ক্ষেত্রে তার যে দোষ রয়েছে, তা সবিস্তারে তুলে ধরার অনুমতি আছে। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, একবার আমরা
১ ঘণ্টা আগেওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
১ দিন আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
১ দিন আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
১ দিন আগে