মুফতি খালিদ কাসেমি
দানশীলতা ও উদারতা ছিল মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য। তিনি বড় দানশীল ছিলেন। হাদিস শরিফে এসেছে, ‘রাসুল (সা.) সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তাঁর দানের হাত আরও প্রসারিত হতো।’ (বুখারি) দানশীল ব্যক্তিদের বিশেষ একটি গুণ হলো, তারা অতিথিদের খুব আদর-আপ্যায়ন করেন। আরবের লোকদের এ গুণ ছিল স্বভাবজাত। জাহেলি যুগেও তারা অতিথিদের খুব আদর-আপ্যায়ন করতেন।
আতিথেয়তা মহানবী (সা.)-এর বিশেষ সুন্নত। মহানবী (সা.)-এর ব্যাপারে খাদিজা (রা.) ছিলেন সম্যক অবগত। তাঁর গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আপনি তো আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, অতিথির সমাদর করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন।’ (বুখারি)
আতিথেয়তার গুরুত্ব বর্ণনা করে রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ ও পরকালের প্রতি যে ইমান রাখে, সে যেন অতিথির সমাদর করে।’ (বুখারি) এ হাদিসে আতিথেয়তাকে ইমানের আলামত বলা হয়েছে।
অতিথির আপ্যায়ন করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘রাতে আসা অতিথির আপ্যায়ন করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। আর যদি তার কাছে অতিথি ভোর পর্যন্ত থাকে, তবে সে সময়ের আপ্যায়নও মেজবানের ওপর অতিথির পাওনাস্বরূপ। এখন চাইলে সে এই পাওনা শোধও করতে পারে, ইচ্ছা করলে তা ছেড়েও দিতে পারে।’ (আল-আদাবুল মুফরাদ)
সাধ্য অনুযায়ী অতিথিদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা উচিত। হজরত ইবরাহিম (আ.)-এর আতিথেয়তার ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। এরশাদ হচ্ছে, ‘এরপর তিনি অবিলম্বে আতিথেয়তার জন্য একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন।’ 85 (সুরা হুদ: ৬৯)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
দানশীলতা ও উদারতা ছিল মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য। তিনি বড় দানশীল ছিলেন। হাদিস শরিফে এসেছে, ‘রাসুল (সা.) সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তাঁর দানের হাত আরও প্রসারিত হতো।’ (বুখারি) দানশীল ব্যক্তিদের বিশেষ একটি গুণ হলো, তারা অতিথিদের খুব আদর-আপ্যায়ন করেন। আরবের লোকদের এ গুণ ছিল স্বভাবজাত। জাহেলি যুগেও তারা অতিথিদের খুব আদর-আপ্যায়ন করতেন।
আতিথেয়তা মহানবী (সা.)-এর বিশেষ সুন্নত। মহানবী (সা.)-এর ব্যাপারে খাদিজা (রা.) ছিলেন সম্যক অবগত। তাঁর গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আপনি তো আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, অতিথির সমাদর করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন।’ (বুখারি)
আতিথেয়তার গুরুত্ব বর্ণনা করে রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ ও পরকালের প্রতি যে ইমান রাখে, সে যেন অতিথির সমাদর করে।’ (বুখারি) এ হাদিসে আতিথেয়তাকে ইমানের আলামত বলা হয়েছে।
অতিথির আপ্যায়ন করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘রাতে আসা অতিথির আপ্যায়ন করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। আর যদি তার কাছে অতিথি ভোর পর্যন্ত থাকে, তবে সে সময়ের আপ্যায়নও মেজবানের ওপর অতিথির পাওনাস্বরূপ। এখন চাইলে সে এই পাওনা শোধও করতে পারে, ইচ্ছা করলে তা ছেড়েও দিতে পারে।’ (আল-আদাবুল মুফরাদ)
সাধ্য অনুযায়ী অতিথিদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা উচিত। হজরত ইবরাহিম (আ.)-এর আতিথেয়তার ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। এরশাদ হচ্ছে, ‘এরপর তিনি অবিলম্বে আতিথেয়তার জন্য একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন।’ 85 (সুরা হুদ: ৬৯)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়
১৭ ঘণ্টা আগেক্যালিগ্রাফি বা লিপিকলা মুসলিম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামি লিপিকলার সূচনা মূলত পবিত্র কোরআনকে লিখিতরূপে সংরক্ষণ প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুসলিম অক্ষরশিল্পীরা এ শিল্পকে যুগে যুগে নান্দনিক সব অনুশীলনের মধ্য দিয়ে শিল্পকলার গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত করেন। এখানে মুসলিম লিপিকলার ৫
১৭ ঘণ্টা আগেপবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না।
১৭ ঘণ্টা আগেনাম নিয়ে ঠাট্টা-বিদ্রূপ বা উপহাস করা গুনাহের কাজ। নাম বিকৃত করা, অসম্পূর্ণ নামে ডাকা কোনো মুমিনের কাজ নয়। কারণ প্রকৃত মুসলিমের কথা বা কাজে অন্য কেউ কষ্ট পেতে পারে না। কারও নাম নিয়ে বিদ্রূপ করা তাকে কষ্ট দেওয়ার নামান্তর। তাই এ কাজ থেকে বিরত থাকা জরুরি।
২ দিন আগে